The Dairy Game || 02/07/2024 || Today my husband bought many fish from the market

in hive-170554 •  4 days ago 

আচ্ছালামু আলাইকুম


আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন?
আজকে সকাল ৬.৩০ সময় ঘুম থেকে উঠেছি। বাহিরে বের হয়ে দেখি বাড়ির চারপাশে পানি দিয়ে ভরে গেছে।রাত থেকে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে সকালে সবার জন্য রুটি আলু ভাজি, সেমাই ও চা রান্না করলাম। আমরা সবাই সকালের খাবার খাইলাম। ছেলের জন্য নুডুলস রান্না করলাম। আমার ছেলে বৃষ্টিতে গোসল করার জন্য একটু পর পর কান্নাকাটি করতেছিলো। পানি নিয়ে খেলতে সে অনেক বেশি ভালোবাসে। তবে বৃষ্টিতে প্রতিদিন ভিজলো জ্বর আসতে পারে৷ তাই গোসল করতে দিলাম না। আমার স্বামী বৃষ্টির মধ্যে ভিজে তার অফিসে গেছেন। অতি বৃষ্টির জন্য কলা গাছ ভেঙ্গে গিয়েছে। সে জন্য আমার শশুর আব্বা কলা গুলো বাড়িতে নিয়ে আসলো। কলা গুলো এখনও সবুজ হয় আছে৷

IMG20240702175708.jpg

বিছানা ও ঘর গুছিয়ে রাখলাম। তারপর সব ঘরগুলো ঝাড়ু দিলাম। রান্নার জন্য কাটা, ধোঁয়া করলাম। মাটির চুলায় রান্না করার জন্য রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি চুলা বৃষ্টির পানিতে ভিজে গেছে। তারপর অনেক কষ্টে চুলায় আগুন ধরালাম। আজকে দুপুরের জন্য করল্লা ভাজি, আলুর ভর্তা, ডাল, ও আমার ছেলের জন্য মাছ, ভাত রান্না করলাম। কালকে আমার স্বামী বৃষ্টিতে ভিজে বাড়িতে আসছিলো৷ সেই ভেজা কাপড় গুলো ধুয়ে দিলাম। আর ছেলের কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম। তারপর আমি গোসল করলাম।

IMG20240702115553.jpg

সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করলাম। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিলো। কোথাও বেড়াতে পারছিলাম না। সেজন্য ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিয়ে ছিলাম। বিকেলে আমার স্বামী ছোট মাছ কিনে নিয়ে আসলো। মাছগুলো কেটে ফ্রিজে রেখে দিলাম। কালকে সকালে রান্না করার জন্য। বিকেল বেলা বাইরে গিয়ে দেখি রাস্তায় পানি জমে আছে৷ তবে রাস্তা গুলো পরিষ্কার হয়ে আছে। বৃষ্টি হলে রাস্তা গুলো ঝকঝকে হয়ে যায়৷ আমাদের মরিচ গাছে অনেল মরিচ হয়েছে৷ মরিচের যে দাম বাড়ছে৷ আমাদের সবজি ক্ষেতে অনেক মরিচ গাছ রয়েছে।

IMG20240702182203.jpg

IMG20240702182048.jpgIMG20240702175912.jpgIMG20240702180042.jpg

সন্ধ্যার আগে আমার শ্বশুর বাজার করে নিয়ে আসলো সবজি আর আনারস, সেগুলো বের করে ঝুড়িতে রাখলাম। সবার জন্য চা বানাইলাম। ছেলেকে নাস্তা খাইয়ে দিলাম। ছেলের জন্য সেলাই মেশিনে ফতুয়া সেলাই করলাম। রাত ৯ টা বাজে রাতের খাবার গরম করলাম। ছেলেকে খাবার খাইয়ে দিলাম। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রাখলাম। এখন রাত ১০ টা বাজে আমি ঘুমাতে গেলাম।

IMG20240702191944.jpgIMG20240702212045.jpg

Achievement 1 - Introduction Post


Thank you everyone for reading my post

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
We support Nature and Agriculture related posts. Welcome to our community links is here.

Support @pennsif and @pennsif.witness for the growth of this platform. Vote for @pennsif.witness here

Add a subheading(1).png

Loading...