আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো নাই। কালকে রাত থেকে আমার বমি সাথে পাতলা পায়খানা হচ্ছে। সেজন্য রাতে ভালো ঘুমাতে পারি নি। তাই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। আজকে সকালের খাবার বানাতে পারি নাই। কোনো কিছু খাওয়ার রুচি নাই। শুধু বমি বমি লাগছে, সকালে ঘুম থেকে উঠেই একবার বমি হয়েছে। আমাদের বাসায় একটি বিড়াল সব সময় আসে৷ বিড়ালটিকে আমার বেশ ভালো লাগে৷ তাই তার একটি ছবি তুললাম।
আজকে আমার শাশুড়ি মা সবার জন্য খিচুড়ি বানিয়েছিল। আমি অসুস্থ সেজন্য আজকে প্রথমবার আমার ছেলে নিজ হাতে খিচুড়ি খেয়েছে। আজকে দুপুরের আমার শাশুড়ি আর ননদ রান্না করেছে। আত্মীয়রা দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। দুপুরে সবাই খাওয়া-দাওয়া করলো কিন্তু আমি কোন কিছুই খেতে পারি নি। ঔষুধ আর স্যালাইন খাচ্ছি কিন্তু কোন উপকার হচ্ছে না। আমার স্বামী গাছে থেকে কিছু লটকন পেরে আনলো৷ অনেক গুলো লটকন ছিলো সেখানে। কোনরকম বিছানা থেকে উঠে ছেলেকে গোসল করায় খাবার খাইয়ে দিলাম। তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। সাথে আমিও ঘুমিয়ে ছিলাম।
বিকালে আমার প্রচন্ড জ্বর আসছে। তাই বিছানা থেকে উঠতে পারছিলাম না। আমার মাথা প্রচন্ড ব্যথা করছিলো সেজন্য আমার স্বামী কিছুক্ষণ আমার মাথা টিপে দিলেন। আজকে সারাদিনে ভালো করে যত্ন নিতে পারি নি আমার ছেলের। সেজন্য খুব খারাপ লাগতেছিলো। সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়ে দেখি ছেলে গরমের মধ্যে মাটিতে বসে খেলাধুলা করতেছে। তখন তাড়াতাড়ি করে ছেলে'কে হাত মুখ ধুয়ে দিলাম। কলা নিয়ে আসছিলো৷ সেগুলো টেবিলে রেখে দিলাম।
রাতে সবাই খাওয়া দাওয়া করলো। আমি চিড়া ভিজিয়ে খেলাম। তারপর ঔষধ খেয়ে নিলাম। এখন অনেক রাত হয়েছে তাই ছেলেকে নিয়ে ঘুমাতে গেলাম। আমাদের বাসার জানালায় টিকটিকি সব সময় হাটাহাটি করে৷ আমার আবার টিকটিকি ভয় লাগে৷ আজকে একটি টিকি দেখলাম জানালার গ্রীলের পাশে৷ আল্লাহ হাফেজ।