রমজান মাস সকালে ওঠা হয় না। এখনো হচ্ছে সাড়ে আটটা থেকে পৌনে নয়টার দিকে আমি ঘুম থেকে উঠি। যেহেতু আমার ছোট একটা বেবি আছে। ওর জন্য ঘুম ভাঙ্গে আমার আটটার দিকে কিন্তু মা ছেলে মিলে আমরা মজা করি বিছানায় অনেকক্ষণ।রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল। সকালে যখন ঘুম ভাঙ্গে, আমি রোজ আমার বারান্দায় যাই। আমার কিছু গাছ আছে যা আমি নিয়মিত তা পরিচর্যা করি।
ছেলেকে ফ্রেশ করে দিয়ে, আমি ফ্রেশ হয়ে আগে ছেলের জন্য নাস্তা বানাতে চুলার কাছে গেলাম।ওর জন্য পরোটা আর ডিম করলাম। এরপর আগে ওকে বসে থেকে খাওয়ালাম যদিও বা ওকে আমার খাওয়াতে হয় না ও নিজে নিজেই একাই খেতে পারে মাশাআল্লাহ।
ওর খাওয়া শেষ করে আমি হচ্ছে আমার বারান্দায় গেলাম। আগে আমার পুরো বারান্দাটা পরিষ্কার করলাম। কারণ গত রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল। পুরো বারান্দায় কাদামাটি দিয়ে ভরে গিয়েছিল তা পরিষ্কার করে আমি কিনে আনা গাছগুলো রোপন করি টবে।
এরপর বারান্দার কাজ শেষ করে, আমি আমার রুমের কাজগুলো করি। আমার দুই রুম গোছানো থেকে শুরু করে মোছামুচি সবকিছু কমপ্লিট করে আমি গোসল দিই। এরপর হচ্ছে আমি নামাজ আদায় করি। এরপর রান্নার রুমে গিয়ে রান্নার কাজ স্টার্ট করি আজ অনেক রান্না ছিল আমার।
রান্নার রুমে ঢুকেই আমি হচ্ছে আগে সবজি কেটে নিলাম। আজকে গরুর মাথার মাংস রান্না করব।এজন্য হচ্ছে সব বাটা ঘষা করে নিলাম।
রান্নার কাজ শেষ করে ইফতারির জন্য প্রিপারেশন নিলাম। এখন রমজান মাস সবাই এখন রোজা রাখছি।প্রতিদিনে কিছু না কিছু বাসায় বানাইতেই হয়।তবে আমার ভাজাপোড়া আসলে একটুকুও ভালো লাগেনা বর ও মেয়ে খুব পছন্দ করে ওদের জন্যই বানানো হয় রোজ।
এরপর আসরের আযান হল। নামাজ আদায় করে বাকি ইফতারের জন্য সবকিছু রেডি করলাম।ইফতারের জন্য সবকিছু বানানো শেষ।সবাই একসাথে বসলাম ইফতারির জন্য। মাগরিবের নামাজ আদায় করলাম।
ইফতারি আসলে অনেকগুলো বানানো হয় কিন্তু ইফতার সময় ততগুলো খাওয়া হয় না সব সময় অনেক কিছুই নষ্ট হয়ে যায়। সব সময় ভাবি একটু কম বানাবো। কিন্তু কম কোন কিছুই বানাতে পারি না আমি। এ জন্য বাকাও শুনি অনেক।
নিজের হাতের সব ধরনের কাজগুলো শেষ করে একটু রিলাক্সে বসছিলাম। এক বান্ধবী ফোন দিয়েছিল কিছুক্ষণ ভিডিও কলে কথা বললাম। তাকে অনেক কিছু শেয়ার করলাম।বেশ কিছুদিন ধরেই খুব খারাপ লাগতেছিল।
ওর কাছে মনের অজান্তে অনেক কিছু প্রকাশ করলাম। করার পরে নিজেকে হয়তো একটু ভালো লাগতেছিল। এরপর এশার নামাজের সময় হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি দুজনে ফোন রেখে আমি আমার নামাজ আদায় করি।
নামাজ আদায় শেষ করে আমি হচ্ছে আমার মেয়ে আমার ছেলেকে নিয়ে আগেই খাওয়া করে নেই। ওদের বাবা আস্তে আস্তে রাত ১১ টা বেজে যায়। আমরা তিনজন আগেই খাওয়া করে নেই।
এরপর হচ্ছে মেয়ের সাথে একটু গল্প করলাম। মা, মেয়ে, ছেলে আমরা বিছানায় চলে যাই। ওরা দুই ভাই বোন ঘুমায় যায়। বরের জন্য অপেক্ষা করি। ও আসে রাত ১১:০০ টায়। তাই ১১:০০টা অব্দি আমাকে অপেক্ষা করতে হয়।
এরপরে ও আসলো। তার খাবার ডাইনিং এ দিয়ে তার সাথে একটু গল্প করি। আমার অনেক খারাপ লাগতেছিল। ঘুম পাচ্ছিল ভীষণভাবে। এর পরে আমি আমার রুমে ঘুমাতে চলে যাই।
এই ছিল আজকে সারাদিনের আমার ব্যস্ততা। ভালোলাগা খারাপ লাগা সবকিছু। আপনাদের দিন কেমন গিয়েছে তা জানাবেন।
সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন।আমার জন্য দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন।আপনাদের সবার জন্য আমার সব সময় দোয়া থাকবে সবাই ভাল থাকবেন। আসসালামু আলাইকুম
Curated by - @ripon0630
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit