আসসালামু আলাইকুম
আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।
অনেকদিন পরে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পর ভ্রমণ করতে চলে গিয়েছিলাম আমার এক বন্ধুর বাসায়। যদিও বা রমজান মাস চলছে এ সময় ভ্রমণ করাটা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় কিন্তু গ্রামে আসার পরে সময়টা একদম বোরিং কাটছিল তাছাড়া আমার বন্ধু যেহেতু ব্যাচেলর থাকে তাই তার সঙ্গে গিয়ে ভালো একটা সময় কাটানো যায়। সেই পরিকল্পনা করে কয়েকদিন আগে চলে গিয়েছিলাম চট্টগ্রাম এলাকায়।
চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় একটি স্থান হচ্ছে জিএসসি মোড় যদিও বা এই এলাকাটা প্রচুর পরিমাণে যানজট সবসময় লেগেই থাকে কিন্তু তবুও এখানে সব রকমের জিনিস খুব সহজে পাওয়া যায়। দামপাড়া পুলিশ লাইনের পাশে একটা খালি জায়গা আছে যেখানে বিভিন্ন রকমের মেলার আয়োজন করা হয়। যেহেতু রমজান মাস এবং সামনে ঈদ আছে এই উপলক্ষে মানুষ প্রচুর পরিমাণে কেনাকাটা করবে সেটাকে কেন্দ্র করে দাম বাড়াতে একটি তাঁত ও বস্ত্র মেলার আয়োজন করা হয়েছে। আমরা সকালে যখন ঘুরতে বের হয়েছিলাম তখন অনেকটা পথ হাটাহাটি করার পর আমাদের চোখে এই মেলার গেট টি পড়ল। চিন্তা করলাম যেহেতু মেলা একটু ভিতরে প্রবেশ করে দেখি যদি কোন কিছু পছন্দ হয় তাহলে কিনে নেব আর না হলে মেলা তো সারা মেসেজ চলবেই। মেলার গেটে প্রবেশ করে দেখি মেলা এখনো শুরু হয়নি শুধু মাত্র গোছানোর কাজ চলছে হয়তোবা আরো এক সপ্তাহ পরে মেলা উদ্বোধন করা হবে।
ছোট বড় সব মিলে প্রায় 30 থেকে 40 টি দোকান দেওয়া হয়েছে। সবগুলো দোকান এখনো পর্যন্ত গোছালো করা হয়নি ১০-১২টির মতো দোকান তাদের মাল গুছিয়ে নিয়েছে এবং অন্যরা তাদের মালগুলো ধীরে ধীরে দোকানের সামনে এনে জড়ো করেছে। যে কোন মেলায় গেলে একটা জিনিস সবচাইতে বেশি নজরে পড়ে সেটা হচ্ছে মহিলাদের জিনিস কারণ আসল মেলাতে পুরুষের জিনিসের তুলনায় মেয়েদের জিনিস থাকে বেশি। কিন্তু তবুও এখানে সুন্দর লেগেছে যে মেলায় ঢুকার একদম প্রথমেই সুন্দর একটি পাঞ্জাবি ফতোয়া এবং বাচ্চাদের জামা সহ ছেলেদের কালেকশনের বড় একটি দোকান দেওয়া হয়েছে। ঈদের কেনাকাটা যারা অল্প বাজেটের মধ্যে করতে চায় তারা চাইলে এই মেলাটা থেকে অনায়াসে সুন্দর কালেকশনের সব পাঞ্জাবি শার্ট কিংবা গেঞ্জি এখান থেকে কিনে নিতে পারবে। যেহেতু এত তাড়াতাড়ি ঈদের শপিং করার কোন ইচ্ছা ছিল না তাই কিছুক্ষণ পর্যন্ত মেলার চারপাশে হাঁটাহাঁটি করলাম। তারপর মেলা গেট থেকে বেরিয়ে এলাম। মেলা আগের থেকে বের হওয়ার পর রাস্তার অপর প্রান্তে আমার চোখে পরলো জনপ্রিয় একটি শোরুম। মাঝখানে ব্রান্ডের পাঞ্জাবি গুলো ফেসবুকে খুবই জনপ্রিয় হয়েছিল কারণ এইখানের পাঞ্জাবি গুলোর দাম সবাইকে অবাক করেছিল। একদম সিম্পল এবং নরমাল একটি পাঞ্জাবী এখানে চার থেকে পাঁচ হাজার টাকা থেকে শুরু হয়। যদিও ভাই এদের কাপড়ের কোয়ালিটি এবং সেলাইয়ের মান খুবই ভালো কিন্তু তবুও এত বাজেট দিয়ে কেনা সামর্থ্য আসলে সবার থাকে না। ভিতরে প্রবেশ করে এদের পাঞ্জাবের কালেকশনগুলো দেখে নিলাম এবং সেই সাথে দেখা গেল এখানে চমৎকার কিছু শার্ট এবং জুতা সেইসাথে দারুন সব পারফিউমের কালেকশনও তারা রেখেছে। সব মিলিয়ে ঈদের জন্য ভালো একটি প্রস্তুতি নেয়া হয়েছে সব দিক দিয়ে।
এভাবে কয়েকটি শপিংমলে ঘোরাঘুরি করার পর বাসার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হবে সেই পরিকল্পনা করে চলে গিয়েছিলাম একটি সুপারশপে। ঈদের কাপড় এত তাড়াতাড়ি কিনবো না তাই দেখার জন্য যে কয়েকটি প্রয়োজনীয় জিনিস ছিল সুপার সব থেকে সেগুলো কিনে নিয়ে বন্ধুর সাথে বেরিয়ে চলে এলাম। রমজান মাসটাতে যথেষ্ট পরিমাণ সময় থাকে তাই যেকোনো জায়গায় গিয়ে দেখে শুনে বিভিন্ন জিনিস কেনাকাটা করা যায়। সব মিলিয়ে দিনটা খুবই ভালো কেটেছিল
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।
I really enjoyed reading your post. You are in a popular showroom. The brand's Punjabis were very popular on Facebook, the price of the Punjabis surprised everyone. The fabric quality and stitching was very good. Thanks a lot for sharing with us.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks brother
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit