একটি গোছানো বাগান একটি বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে

in hive-170554 •  2 years ago  (edited)
আসসালামু আলাইকুম আরো একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। প্রত্যেক মানুষ নির্ধারিত শখের উপর নির্ভর। এক এক মানুষের এক একটি স্বপ্ন থাকে। তবে একটি বাড়ি নির্মাণ করার স্বপ্ন প্রত্যেকটা মানুষেরই রয়েছে। এটি প্রত্যেক মানুষের ক্ষেত্রে একই রকম । অন্যান্য স্বপ্ন গুলো ভিন্ন রকম হলেও প্রত্যেক মানুষের একটি স্বপ্ন থাকে হচ্ছে নিজের একটি বাড়ি তৈরি করা। স্বপ্নের এই বাড়ি তৈরি করার জন্যই মানুষ প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যায়। এবং একটা সময় গিয়ে তার জীবনের সমস্ত পুঁজি দিয়ে একটি সুন্দর করে বাড়ী নির্মাণ করতে চেষ্টা করে । বাড়ি নির্মাণ করার পর অভ্যন্তরীণ সৌন্দর্য বর্ধনের জন্য মানুষ বিভিন্ন রকমের পদক্ষেপ নেয় । বাড়ি সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে ফুলের বাগান সবচাইতে গুরুত্বপূর্ণ একটি অংশ ।

20210902_165516-01.jpeg

Anowara (Location Map)(https://what3words.com/waddled.scatter.pulps)

একটি বাড়ির প্রবেশের মুখে যদি দারুন দারুন সব ফুলের গাছ থাকে তাহলে সেই বাড়ীর সৌন্দর্য আলাদাভাবে বৃদ্ধি পায় ।
এছাড়াও বাড়ীর অভ্যন্তরের সৌন্দর্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কিন্তু অনেক সময় শহরে যে বাড়িগুলো থাকে সেখানে স্থানের সংকুলান না হওয়ায় মানুষ বর্তমানে ছাদের উপর মানানসই বাগান তৈরি করা শুরু করেছে ।
বর্তমান সময়ে ছাদ বাগান একটি জনপ্রিয় শখ।
আমরা যদি বিভাগীয় শহরগুলোতে বড় বড় বাড়িগুলোর দিকে লক্ষ করি তাহলে আমরা দেখতে পাই প্রত্যেকটা বেলকনিতে দারুন দারুন সব গাছ রোপন করা আছে ।।
সে সাথে আমরা যখন বাড়ির ছাদে উঠি তখন নানান রকমের গাছ দিয়ে চারদিকে সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে।
ছাদ ভাগানে অল্প পরিসরে বিভিন্ন রকমের গাছ রোপন করা যায়।
বিশেষ করে আমরা যদি ছাদের এক পাশে নানা রকমের ফুল দিয়ে সাজাই তাহলে একটি আলাদা সৌন্দর্য প্রকাশিত হবে।
ছাদ বাগানে সাধারণত আমরা ছোটখাটো সবজিগুলো চাষ করতে পারি।
যেমন বটভটি, ঢেঁড়স বিভিন্ন রকমের মরিচ ক্যাপসিকাম ইত্যাদি গাছ আমরা লাগাতে পারি।
ছাদের উপর কিন্তু ফুলকপি বাঁধাকপি ও রোপন করা সম্ভব ।
কারণ এইগুলোর জন্য অতিরিক্ত মাটির প্রয়োজন পড়ে না।
অল্প পরিসরে মাটির মধ্যে যে গাছগুলো হয় সেই গাছগুলো চাইলে ছাদের উপর রোপন করতে পারি ।

20221112_102929.jpg

Anowara (Location Map)(https://what3words.com/waddled.scatter.pulps)

ছাদের জন্য পেঁপে গাছও একটি উপযুক্ত গাছ। তবে এক্ষেত্রে মাটির গভীরতা একটু অধিক প্রয়োজন হয় ।
সঠিক পরিচর্যা ও সুন্দরভাবে যদি আমরা ডেকোরেশন করতে পারি তাহলে ছাদটা খুবই সুন্দর ভাবে সাজানো সম্ভব ।
আল্লাহর ইচ্ছায় আমার আব্বু দীর্ঘ কর্মজীবন অতিক্রম করার পর বর্তমানে একটি বাড়ি নির্মাণ করতে পেরেছে।
এখনো বাড়ির কিছু কাজ বাকি রয়েছে তাই পরিপূর্ণভাবে ছাদের উপর বাগান করার ব্যাপারে পরিপূর্ণ পরিকল্পনা নেওয়া হয়নি।
তবে পরীক্ষামূলকভাবে আমরা বেশ কিছু গাছ রোপন করেছি।
যেখান থেকে বিভিন্ন রকমের সবজি আমরা পাচ্ছি ।
আমরা বটভটি ঢেড়স মরিচ এবং গোলাপ ফুল গাছ লাগিয়েছিলাম ছাদের উপরে ।
গত দুই মাস যাবত বটভটি ও ঢেঁড়সে গাছগুলো থেকে আমরা ফল পাচ্ছি ।টাটকা এবং কেমিক্যাল মুক্ত খাবারের মজাই আলাদা।
আপনি নিজে যদি ছাদের উপর কিংবা আপনার বাড়ির সামনে যদি উঠান থাকে সেখানে যদি ক্ষুদ্র পরিসরে বাগান করেন। তাহলে সম্পূর্ণ বছর বিভিন্ন রকমের সবজি আপনি ভোগ করতে পারবেন। বাড়ির আঙ্গিনা খালি ফেলে রাখার চেয়ে বাগান করা উত্তম বলে মনে করি।
শখ করে একটি তরমুজ গাছ লাগানো হয়েছিল ছাদের উপরে ।
গত কিছুদিন আগে একটি তরমুজ সেখানে ধরতে দেখা গিয়েছে ।
এটা খুবই আনন্দের বিষয় ।

তরমুজের জন্য যেহেতু অধিক মাটির প্রয়োজন তাই হয়তো বা সেটি ভাল মত বড় হবে না ।
তরমুজ আমরা খেতে পারি বা না পারি ছাদের মধ্যে তরমুজ কিন্তু দেখতে দারুণ লাগছে।
সব মিলিয়ে বলতে গেলে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে বাগানের কোন বিকল্প নেই।

20221112_102751.jpg

Anowara (Location Map)(https://what3words.com/waddled.scatter.pulps)

শীতকাল হচ্ছে বিভিন্ন রকমের ফুলের কাল। সেই সাথে শীতকালে সবচাইতে বেশি সবজি পাওয়া যায় ।শীতকালে বিভিন্ন রকমের সবজি আমরা দেখতে পাই ।
তাই সিজন অনুযায়ী এইসব যেগুলো যদি আমরা চাষ করি তাহলে একটি ভালো ফলাফল পেতে পারি ।
দারুন দারুন সব ফুল শীতকালে ফোটে ।
সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা বিভিন্ন রকমের ফুল গাছ শীতকালে লাগাতে পারেন ।
শীতকালে গাঁদা ফুল ও সূর্যমুখী ফুল সবচাইতে বেশি দেখতে পাওয়া যায় ।
গাঁদা ফুল এবং সূর্যমুখী দিয়ে যদি বাগান তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হবে না ।
আশা করি আপনারাও বাগান করার ব্যাপারে সবাই আগ্রহ প্রকাশ করবেন এবং বাড়ির আঙ্গিনা সুন্দর রাখবেন।

20221115_170711.jpg

Anowara (Location Map)(https://what3words.com/waddled.scatter.pulps)

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য ।
আশা করি আপনাদের ভাল লেগেছে আবার আরো একটি নতুন লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI10.4
Period22/11/22
Transfer to Vesting24.602 STEEM
Cash Out
0
ResultClub75

Determination of Club75 Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application