আসসালামু আলাইকুম
নতুন দিনের সাথে সবার জীবন সুন্দর কাটুক সে কামনা করছি ।
আশা করি প্রত্যেকে ভাল আছেন সুস্থ আছেন। আমি ভ্রমণ প্রিয় মানুষ যখনই সুযোগ পাই বিভিন্ন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি।
এর আগেও আমার জীবনের ভ্রমণের এক্সপেরিয়েন্স থেকে কয়েকটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছিলাম ।
আজকে আপনাদের সাথে আরও একটি ভ্রমণের ঘটনা শেয়ার করব ।
আমি যেহেতু জন্মের পর থেকেই কক্সবাজারে বড় হয়েছি।
তাই চট্টগ্রাম বিভাগের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ভ্রমণ করার সুযোগ হয়েছে বেশি ।
আর কক্সবাজারের যতগুলো পর্যটন স্পট রয়েছে সেই স্থানগুলোতে যত কতবার ঘুরতে গিয়েছি কোন হিসাব নেই। কক্সবাজারের আমার দেখা মতে সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে দরিয়া নগর ও হিমছড়ির মাঝামাঝি যে স্থানটি রয়েছে সেটি।
সাধারণত বেশিরভাগ পর্যটকরা অটো রিসার্ভ করে ইনানী হিমছড়ি ভ্রমণের উদ্দেশ্যে যায়।
তাই তারা এই স্থানে নামতে পারেনা।
এখানে বিশেষ কোনো কিছু না থাকাই এখানে কেউ নামার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে না।
কিন্তু সাগর এবং পাহাড়ের প্রকৃত যে সৌন্দর্য সেটা আপনারা ধরিয়া নগর ও হিমচরের মাঝখানে যে প্রায় পাঁচ কিলোমিটার ডিসটেন্স হয়েছে এর মধ্যেই উপভোগ করতে পারবেন ।
আমি যখন সুযোগ পেতাম তখনই সাইকেল নিয়ে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়তাম ।
কক্সবাজার শহর থেকে হিমছড়ি পর্যন্ত দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।
সুযোগ পেলেই আমি আমার বন্ধুদেরকে সাথে নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়তাম হিমছড়ি যাওয়ার উদ্দেশ্যে।
সাইকেল নিয়ে যাওয়ার সবচাইতে সুবিধা হচ্ছে আপনি যখন যেখানে মন চায় সেখানে দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
সে সাথে মন চাইলে আপনি সাগরের পাশে আপনার সাইকেল রেখে একটু গোসল করে পুনরায় সাইকেল চালানো শুরু করতে পারবেন। সাগরের কাছে গেলেন আর মন মত গোসল করলেন না তা তো হতে পারে না।
হিমছড়িতে যাওয়ার পথে মূল যে ঝরনাটি পর্যটন কেন্দ্র হিসেবে চিহ্নিত করা আছে সেটার আগে কিন্তু ছোট বড় আরো অনেকগুলো ঝর্ণা রয়েছে।
যে ঝর্ণাগুলো পাহাড়ের একটু ভিতরে দিকে কিন্তু সেগুলোকে পর্যটন স্থান হিসেবে চিহ্নিত না করার কারণে মানুষ সে জায়গায় দাঁড়ায় না।
আমার দেখা হিমছড়ির মূল যে ঝরনাটি রয়েছে সেটার চেয়ে সুন্দর ঝড়না কিন্তু ধরিয়া নগরের পরে একটি ব্রিজ রয়েছে সেই ব্রিজের আগেই। যখনই সাইকেল নিয়ে হিমছড়ির উদ্দেশ্যে ভ্রমণে যেতাম তখনই সেই ঝর্ণা টার মধ্যে অবশ্যই গোসল করার জন্য দাঁড়াতাম । প্রাকৃতিক ঝর্ণায় গোসল করার মধ্যে এক আলাদা প্রশান্তি কাজ করে । খুবই স্বচ্ছ ও ঠান্ডা পানি এই ঝর্ণার ।
কিন্তু যেহেতু ওটা একটি খাড়া পাহাড় থেকে প্রবাহিত হতো তাই সে জায়গাটা বিপদজনক হিসেবে চিহ্নিত করা ছিল।
যার কারণে পর্যটক ঝরনাটা দেখতে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করত না। গত কয়েক বছর আগে প্রচন্ড বৃষ্টিতে পাহাড় ধষে ঝর্ণাটি নষ্ট হয়ে গিয়েছে। আগে যতটা উঁচু স্থান থেকে ঝরনাটি প্রবাহিত হতো এখন সেই রকম ভাবে প্রবাহিত হয় না ।
এখন সেটা একটি ছোট নালার মত করে প্রবাহিত হয় ।আগের সৌন্দর্য নষ্ট হয়ে গিয়েছে কিন্তু তবুও হিমছড়ির যে সৌন্দর্য সেই সৌন্দর্য কিন্তু এখনও বিদ্যমান ।
দরিয়া নগরের পর পরে যদি আপনারা সমুদ্র সৈকতের নিকটে নামেন তাহলে আপনারা ছোট ছোট নৌকাগুলোতে জেলে দেরকে মাছ ধরতে দেখতে পারবেন।
সুযোগ হলে আপনারা কিন্তু টাটকা মাছ সেখান থেকে কিনে নিতে পারবেন। সাধারণত সকাল-সকাল যে জেলেগুলো সাগরে মাছ ধরার উদ্দেশ্যে যায় তারা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে মাছ ধরে ফিরে আসে।
আপনি যদি সেই সময়ে সেখানে উপস্থিত থাকতে পারেন তাহলে টাটকা মাছ সেখান থেকে সংগ্রহ করতে পারবেন।
আর সাগরের টাটকা মাছের চেয়ে স্বাদ আপনি অন্য কোথাও পাবেন না ।
একটি বড় প্রজাতির কোরালের বারবিকিউ যদি আপনি টেস্ট করেন তাহলে আপনি হয়তো বা মাংসের কথা ভুলে যাবেন ।
তবে অবশ্যই সেটা যদি টাটকা কোরাল হয়। কক্সবাজার ভ্রমণ নিয়ে যদি দুই তিন দিনের পরিকল্পনা নিয়ে যাওয়া হয় কক্সবাজারের বাইক এবং সাইকেল ভাড়া হিসেবে পাওয়া যায়। কোন একদিন সাইকেল কিংবা বাইকে করে হিমছড়ি এলাকাটা যদি ঘুরতে পারেন তাহলে আপনারা পরিপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন বলে আমার বিশ্বাস।
আশা করি আপনারা কক্সবাজার ভ্রমণ করবেন সে সাথে দেশের যত দর্শনীয় স্থানগুলো রয়েছে প্রত্যেকটি স্থানে সময় সুযোগ বুঝে ভ্রমণ করবেন।
ভ্রমণের মাধ্যমে প্রশান্তি অর্জন হয় সেই সাথে প্রত্যেকটা এলাকা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যায় । দেশ ভ্রমণ করুন এবং দেশ সম্পর্কে জানুন।
ধন্যবাদ আপনাদেরকে মনোযোগ সহকারে লেখাটি পড়ার জন্য।
আরো একটি নতুন ভ্রমণ কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ।
ইনশাল্লাহ
Determination of Club75 Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank brother
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations! This post has been upvoted through steemcurator06. We support quality posts , good comments anywhere and any tags.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit