প্রশান্তির আরেক নাম সমুদ্র ।দুঃখ ভোলার স্থান

in hive-170554 •  2 years ago 
আসসালামু আলাইকুম শুভ সকাল আরো একটি নতুন দিনের সাথে সবার জীবন সুন্দর ভাবে কাটুক এই কামনা করছি। আমি ভ্রমন প্রিয় মানুষ যখনই সুযোগ পাই পরিচিত অপরিচিত যে কোন জায়গায় ভ্রমণের উদ্দেশ্যে অপরিকল্পিতভাবে বের হয়ে পড়ি। পরিকল্পনা করে বের হলে অনেক সময় ভ্রমণটা সফলভাবে হয়ে ওঠে না। বন্ধু-বান্ধব সবাই মিলে যখন পরিকল্পনা করতে বসি তখন প্রথম দিকে সবাই একটু গুরুত্ব দেখালেও ভ্রমণের দিনে কেন জানি সবাই পেছনে হাঁটা শুরু করে । অনেক পরিকল্পনা করে আমরা একবার বের হতে পেরেছিলাম।

IMG_20220712_160825.jpg

|

parki [Location Map]
(https://what3words.com/wheels.obliging.iteration)

এর আগের এক পোস্টে আপনাদেরকে ইনানী সমুদ্র সৈকতে যাওয়ার যাতায়াত ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করেছিলাম। আজকে আপনাদেরকে জানাবো ইনানী সমুদ্র সৈকতের সৌন্দর্য এর চারপাশের অবস্থা সম্পর্কে ।
কক্সবাজার বিশাল সমুদ্র সৈকত জোরে অনেকগুলো ভ্রমণের স্থান রয়েছে ।কক্সবাজার সর্বপ্রথম যে স্থানটি রয়েছে সেটা হচ্ছে কলাতলী পয়েন্ট বা ডলফিন মোড় পয়েন্ট ।কক্সবাজারে ভ্রমণ করার মত এখন নতুন নতুন আরো অনেকগুলো দর্শনীয় স্থান তৈরি হয়েছে ।কিন্তু সেই পুরাতন ইনানী এখনও পর্যন্ত মানুষের কাছে সমপরিমাণ জনপ্রিয় ।কক্সবাজারের একমাত্র পাথরের সমুদ্র সৈকত অর্থাৎ যেখানে গেলে আপনারা প্রাকৃতিক সামুদ্রিক পাথর দেখতে পারবেন। মূলত ইনানী থেকে শুরু করে ইনানির পরে যতগুলো সামুদ্রিক স্থান রয়েছে সবগুলোতেই প্রাকৃতিক পাথরের কমবেশি দেখা পাওয়া যায়।
কিন্তু ইনানিটা মূল পয়েন্ট হওয়ার কারণে এখানে যাতায়াত ব্যবস্থাটা একটু ভালো রয়েছে ।

sea-3243357_1280.jpg

[Copyright free image source:pixabay]

(https://pixabay.com/photos/sea-water-ocean-travel-beach-3243357/)

এরপরের স্থানগুলোতে আপনারা যেতে চাইলে আপনাদেরকে রিজার্ভ গাড়ি করেই যেতে হবে। আপনারা লোকাল গাড়ি করে যদি যান সে ক্ষেত্রে গাড়ি পাওয়ার একটু প্রবলেম আপনাদের হতে পারে ।
আচ্ছা আমরা আলোচনা করব ইনানী সমুদ্র সৈকত সম্পর্কে।
ইনানী সমুদ্র সৈকতে প্রবেশে আগেই আপনারা প্রায় ২২ কিলোমিটার পাবেন মেরিন ড্রাইভ সড়ক।
যেখানে দুই পাশে সাগর এবং পাহাড়ের সৌন্দর্য আপনার মনকে মুগ্ধ করবেই।
ইনানির মূল স্পটে প্রবেশ করার আগে একটা বড় ব্রিজ রয়েছে যেই ব্রিজে দাঁড়িয়ে আপনি একটি ছবি তুলতে বাধ্য হবেন ।এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য মধ্যে একটি আলাদা মোহ রয়েছে ।যারা প্রকৃতি ভালোবাসে তারা এই রাস্তার মোহে পড়ে প্রতি বছর একবার হলেও কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে চলে আসে ।আমরা দেখতে পাবো অনেকগুলো ছোট ছোট টং দোকান যেখানে আপনারা নিশ্চিন্তে বসে নাস্তা করে নিতে পারবেন। দুপুরের খাবারের ব্যবস্থা ও সেখানে রয়েছে। এছাড়াও রয়েছে কক্সবাজারের বিখ্যাত সকল পণ্য যা আপনারা সহজেই ইনানী থেকে কিনতে পারবেন। সমুদ্র সৈকত যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় যখন ভাটা থাকে । আপনি যদি পরিপূর্ণ জোয়ারের সময় যান তাহলে পাথরের যে সৌন্দর্য সেটা আপনারা দেখতে পারবেন না ।
কারণ জোয়ারের সময় সাগরের পানির নিচে পাথরগুলো তলিয়ে যায় ।তাই ইনানীতে যদি আপনারা পরিকল্পনা করে যান তাহলে পরিপূর্ণ সৌন্দর্যরা উপভোগ করতে পারবেন ।

সতর্কতা:
প্রাকৃতিক সৌন্দর্য এবং স্পট গুলোতে আমরা যেমন আমানন্দ পাই ঠিক তেমনি সেই স্থানগুলোতে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে ।কারণ প্রত্যেক এলাকায় কমবেশি ভালো খারাপ মানুষ রয়েছে ।যখনই আপনারা দূরে কোথাও ভ্রমণ করতে যাবেন চেষ্টা করবেন গ্রুপ সহকারে একসাথে যাওয়ার । নির্জন কোন জায়গায় একা যাবেন না ।এক্ষেত্রে আপনার জন্য অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা অপেক্ষা করতে পারে। সমুদ্র সৈকতের কাছে যেসব ক্যামেরাম্যান আছে তাদের কাছ থেকে যখন আপনারা ছবি তুলবেন তখনও লেনদেনের ব্যাপারে প্রথমে পরিপূর্ণ ভাবে চুক্তিতে আবদ্ধ হয়ে ছবি তুলবেন ।তা না হলে তারাও আপনাদের ভোগান্তিতে ফেলতে পারে। এই কয়েকটা বিষয় যদি আপনারা লক্ষ্য করে যান তাহলে সুন্দর একটি সময় কাটাতে পারবেন।

সহযোগিতা:
এলাকায় যাওয়ার সাথে সাথেই আপনারা প্রথমে টুরিস্ট পুলিশের নাম্বার সংগ্রহ করবেন ।যখনই কোন বিপদের সম্মুখীন হবেন বা অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটবে সাথে সাথেই টুরিস্ট পুলিশকে ফোন করবেন ।আপনাদের সহযোগিতায় পুলিশকে আপনারা কাছে পাবেন।

coxs-bazar-6723429_1280.jpg

[Copyright free image source:pixabay]
(https://pixabay.com/photos/cox-s-bazar-bangladesh-beach-6723429/)

এই ছিল ইনানী সমুদ্র সৈকতের সৌন্দর্য এবং আশেপাশের বিভিন্ন এলাকা আপনারা কিভাবে উপভোগ করতে পারবেন সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত বর্ণনা। আশা করি আপনাদের ভাল লেগেছে আপনাদের সহযোগিতা করতে পারলেই আমি সন্তুষ্ট হতে পারব ।

ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Try to post your original content. Use proper markdown. It will make your post more attractive.