ঐতিহ্যবাহী স্থান দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করেছি। এরমধ্যে কুমিল্লা, নোয়াখালী, ফেনী ,লক্ষ্মীপুর ,চাঁদপুর ইত্যাদি জেলা অন্যতম। এই জেলাগুলোর ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে আপনাদের সামনে অন্য একদিন লেখালেখি করব।
আসলে ঐতিহ্যবাহী যে কোন কিছুই খুবই সুন্দর।
আমি লক্ষ্য করেছি যে জিনিসগুলো ঐতিহ্যবাহী সেগুলো সব সময় সুন্দর ও মানসম্মত হয় ।
যেমন আমরা যদি ঐতিহ্যবাহী স্থাপনার কথা চিন্তা করি তাহলে পুরাতন যে স্থাপনা গুলো আমরা দেখছি সেরকম স্থাপনা তৈরি করা বর্তমান আধুনিক প্রযুক্তির পক্ষেও কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় ।
কিন্তু তবুও সেই ঐতিহ্যবাহী স্থানের মত সুন্দর করে কিন্তু বর্তমান প্রযুক্তি দিয়েও তৈরি করা সম্ভব হচ্ছে না। সার্বিকভাবে পর্যালোচনা করলে দেখা যায় আসলে অতীতের যে প্রযুক্তি গুলো তারা ব্যবহার করেছে বর্তমান সময়ে এসে সে প্রযুক্তি ব্যবহার করাও কষ্টসাধ্য হয়ে যাচ্ছে ।
ইতিহাসের এরকম বিখ্যাত বিখ্যাত অনেকগুলো স্থাপনা রয়েছে।
যেরকম স্থাপনা আধুনিক প্রযুক্তি দিয়েও তৈরি করা যাচ্ছে না ।
এরকম কয়েকটি স্থাপনা আমরা যদি লক্ষ্য করি তাহলে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে তাজমহল।
তাজমহল তৈরি করার জন্য যে ইতিহাস আমরা শুনেছি সেই ইতিহাসের থেকে আমরা জানতে পারি এখানে যে সাদা পাথর ব্যবহার করা হয়েছিল তা এখন খুঁজেও পাওয়া যাচ্ছে না ।
এছাড়া তাজমহল তৈরি করার জন্য সেই সময় যে পৌকৌশল বিজ্ঞানের ব্যবহার হয়েছে বর্তমানে আধুনিক যুগে এসেও তাজমহলের মত একটি ভবন তৈরি করা কথা আধুনিক প্রযুক্তির বিজ্ঞানীরা ও কিন্তু হিমশিম খাচ্ছে ।
অথচ সেই -350 বছর ধরে পুরাতন তাজমহল কিন্তু এখনো আমাদের সামনে চকচক করে দাঁড়িয়ে আছে ।
পুরাতন স্থাপনা মধ্যে এক আলাদা ঐতিহ্য বহন করে।
এভাবে আমরা যদি ভারতীয় উপমহাদেশ লক্ষ্য করি তাহলে প্রচুর পরিমাণে দর্শনীয় স্থান কিন্তু রয়েছে ।
প্রত্যেকটা দেশের জন্য পুরাতন স্থাপনাগুলো একটি বড় অর্জন । কারণ এই দর্শনীয় স্থানগুলো দেখার জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমন করতে আসে । সমগ্র পৃথিবী জুড়ে কিন্তু এইরকম ঐতিহ্যবাহী স্থাপনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ।
আমরা যদি শুধু বাংলাদেশের হিসাব করি তাহলে আমাদের এখানে কিন্তু আহসান মঞ্জিল ,লালবাগ কেল্লার, ষাট গম্বুজ মসজিদ, কুমিল্লার ময়নামতি, বগুড়ার মহাস্থানগড়, মত ঐতিহ্যবাহী কিছু স্থাপনা রয়েছে যা বিরল ।
এই ঐতিহ্যবাহী স্থানগুলো ও স্থাপনা গুলোর মাধ্যমে আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারি ।
আমরা জানতে পারি আমাদের পূর্বপুরুষ কিংবা এখানে যারা একসময় রাজত্ব করে গেছে তারা তাদের জীবন কেমন ভাবে অতিক্রম করত।
একটি দেশের কিংবা জাতির সভ্যতা জানার ক্ষেত্রে এই স্থাপনা গুলো মুখ্য ভূমিকা পালন করে। এই আস্থাপনা গুলোর মাধ্যমে আমরা তাদের জীবন ধারণ ক্ষমতা কেমন ছিল এবং কেমন চাহিদা সম্পন্ন ছিল তারা সেটা সম্পর্কে অস্পষ্ট ধারণা পাওয়া যায় ।
একটা দেশের পুরাতন স্থাপনা সেই দেশের জন্য একটি বড় অর্জন।
তাই এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আমাদের সকলেরই উচিত এই ধরনের প্রত্নতান্ত্রিক নিদর্শন গুলো সংরক্ষণ করা ।
এখানে যখন আমরা ঘুরতে যাব তখন এখানকার পরিবেশ পরিস্থিতি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব।
আমরা যেমন বিভিন্ন স্থাপনা ঘুরতে গিয়ে এই জিনিসগুলো সৌন্দর্য উপভোগ করতে পারছি ঠিক আমাদের পরবর্তী প্রজন্ম যেন এভাবে ঘুরতে গিয়ে আমাদের মতই সৌন্দর্য উপভোগ করতে পারে আমাদের সেদিকে নজর রাখতে হবে।। কারন আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি এবং এখানকার পরিবেশ সুন্দর না রাখি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবে না ।
তাই যখনই আমরা কোন দর্শনীয় স্থান ভ্রমণের উদ্দেশ্যে যাবো
সেটা কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হোক কিংবা কোন জনপ্রিয় পর্যটক কেন্দ্র।
যেখানেই যাই না কেন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এলাকার পরিবেশ পরিস্থিতি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা আমাদের দর্শনীয় স্থানগুলোকে সুন্দর করতে পারব ।
সেইসাথে আমরা বিশ্বের অন্যান্য পর্যটকদের আমাদের দেশের ঐতিহ্যবাহী স্থানগুলোর প্রতি আকর্ষিত করতে পারবো।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য ।
আরো একটি নতুন লেখা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব ।
ইনশাআল্লাহ
আপনার চিন্তা ভাবনা কে আমি সম্মান জানাই। কারণ আপনার লেখাগুলো আমার খুবই পছন্দের আমি মাঝেমধ্যে আপনার লেখা ব্লগ গুলো পড়ি।
ইচ্ছে করে আপনার কপালের সঙ্গে আমার কপালটা একটু ঘষে নেই😁😁 তাও যদি আমরা সবসময় পাহাড় বা সমুদ্রের মাঝখানে বসবাস করতে পারি বা দেখতে পারি। এই সৌভাগ্য কয়জনেরই বা ঘটে।
আমি ৫৬ টি জেলা ভ্রমণ করেছি কিন্তু আমার উদ্দেশ্য ছিল কাজ। অনেকদিন যাবত কাজ থেকে বিরত আছি তাই বলে যাওয়া হয়না। আর আমার বর্তমানে ভ্রমণ করা বাকি আছে চিটাগাং বিভাগের বাদবাকি জেলাগুলো।
ভ্রমণ করার ইচ্ছা তো অনেক আছে কিন্তু জানিনা কবে তা পূরণ করতে পারব তাজমহল দেখার ইচ্ছা আমার দৃঢ়।
আচ্ছা আপনার বাসা কি কক্সবাজার জেলায়। যদি কক্সবাজার জেলায় হয় তাহলে কোন থানায়?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য গুলোর জন্য আমি কক্সবাজার সদর থানায় বসবাস করি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Determination of Club75 Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit