আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আরও একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।
|
https://what3words.com/adjusting.laying.space) |
---|
ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে যখনই অবসর সময় পাই চেষ্টা করি ভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য বেরিয়ে পড়তে। চট্টগ্রাম বিভাগের মধ্যে যত সব সৌন্দর্যমন্ডিত স্থান রয়েছে প্রায় সবগুলোতেই ভ্রমণ করা হয়েছে। চট্টগ্রামের বিভাগের অন্যতম সুন্দর একটি জেলা কুমিল্লা এখানে দেখার মত অনেকগুলো স্থান রয়েছে। এছাড়া আমার কিছু কাছের মানুষ এই এলাকায় বসবাস করে তাই সুযোগ পেলেই আমি কুমিল্লাতে চলে যাই।কত দুই তিন মাস আগে একবার সুযোগ করে কুমিল্লায় চলে গিয়েছিলাম। আর যখনই কুমিল্লাতে যাই চেষ্টা করি কুমিল্লার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো থেকে অন্তত দিয়ে একটা ভ্রমণ করে আসার। কুমিল্লা যে বিখ্যাত স্থানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ময়নামতি শালবন বিহার ওয়ার সেমেট্রি ইত্যাদি। এছাড়াও এখানে আরো কিছু প্রাচীন স্থাপনার রয়েছে যেগুলো আপনারা চাইলে একদিনেই ভ্রমণ করে আসতে পারবেন। কুমিল্লার অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে একটি হল চণ্ডী মোরা বা কালী মন্দির। কালির আরেক নাম চন্ডি এই নামকরণ কোন শহরে এই পাহাড়ের নাম করা হয়েছিল চন্ডী মোরা।কুমিল্লা ভ্রমণ করতে গিয়ে প্রথমে ময়নামতি এবং শালবন বিহারের আশেপাশের ভ্রমণ করার পর চলে গিয়েছিলাম চন্ডীমোড়াতে।
|
https://what3words.com/adjusting.laying.space) |
---|
এই স্থানটা কুমিল্লা শহর থেকে বেশি দূরত্বের মধ্যে নয় আপনারা চাইলে কুমিল্লা স্টেশন থেকে লোকাল ভাড়া ৫০ টাকা খরচ করে পৌঁছে যেতে পারবেন। যদি আপনাদের বড় একটা দিন থাকে চারজন কিন্তু পাঁচজন তাহলে একটা রিজার্ভ সিএনজি নিয়ে আপনারা ভ্রমণ করে আসতে পারেন। চন্ডীমলা অতিক্রম করে উঠতে হবে কারণ এটি পাহাড়ের উপরেই তৈরি করা আছে। তবে শিবির সংখ্যা তেমন বেশি নয় খুব সহজেই আপনারা উঠতে পারবেন। আমরা যখন গিয়েছিলাম তখন সেখানে হিন্দুদের বিশেষ একটা উৎসবের আয়োজন চলছিল যার কারণে অনেক মানুষের ভিড় ছিল। এটা হতে পারে কোন পারিবারিক পূজা। আমার ফ্রেন্ডরা যেহেতু কুমিল্লায় থাকে তারা প্রায় সময় এই এলাকায় ভ্রমণ করতে এগিয়েছে তাই তারা ভিতরে যাওয়ার ব্যাপারে তেমন আগ্রহ প্রকাশ করল না। আমি এইবার সহ দ্বিতীয় বার এই এলাকায় ভ্রমণ করতে এসেছি প্রথমবার যখন গিয়েছিলাম তখন অনেক কিছুই ছিল না। এইবারে চন্ডীমোড়াতে গিয়ে নতুন নতুন কিছু জিনিস দেখা গিয়েছে সেখানে মানুষরা যারা যাবে তাদের জন্য বিশ্রাম করার ব্যবস্থা তৈরি করা হয়েছে। নতুন করে কিছু ওয়াশরুম তৈরি করা হয়েছে এবং জলদি মরার যে দুটি মন্দির রয়েছে সেই মন্দিরগুলোকে পুনরায় রং করা হয়েছিল।
সব মিলিয়ে কুমিল্লা ভ্রমণটা আমার সব সময় খুবই ভালো লাগে। ধর্ম বিষয়টা যার যার অবস্থান থেকে তাকে মানতে হবে এবং প্রত্যেক ধর্মটাকে সম্মান করতে হবে। কারো ধর্মীয় চিন্তা ভাবনা কিংবা অনুভূতিতে কখনো আঘাত দেওয়া যাবে না। আমি কখনো মানুষকে ধর্মের অবস্থান থেকে বিবেচনা করি না। আমার কাছে মানুষের অন্তর এবং ব্যবহারটাই গ্রহণযোগ্য। তাই আমি যখনই সুযোগ পাই বিভিন্ন ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করার চেষ্টা করি বিশেষ করে যারা আমার অন্য ধর্মের বন্ধুদের সাথে। এর ফলে একটা সামাজিক বন্ধন মজবুত হয়। সব মিলিয়ে কুমিল্লা ভ্রমণটা চমৎকার ছিল আপনাদের সুযোগ হলে অবশ্যই একসময় এই এলাকায় ভ্রমন করে আসবেন।
|
https://what3words.com/adjusting.laying.space) |
---|
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম। আপনার বিস্তৃত লেখা পড়ে অনেক ভালো লেগেছে । আপনার বর্ণনা থেকে বোঝা যাচ্ছে যে, আপনি ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করেন এবং আপনার কুমিল্লার ঘোরার অভিজ্ঞতা গুলি আমাকে কুমিল্লার সৌন্দর্যের প্রতি অনেক আকর্ষণ করেছে । আপনার আরও নতুন লেখার জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ এবং শুভ কামনা আপনার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks sister
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit