কিন্তু বর্তমান যুগের পরিবেশ পরিস্থিতি এমন হয়ে গিয়েছে আমরা যেন ভুলে গিয়েছি একদিন আমাদের এই নির্ধারিত হায়াত শেষ হয়ে যাবে।
এবং আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ।
এক অজানা পাওয়ার ইচ্ছা আকাঙ্খা লোভ লালসা আমাদের মধ্যে চেপে বসেছে।
আমরা নিজেদেরকে পৃথিবীতে দৃঢ় স্থায়ী করতে চাচ্ছি অথচ এই পৃথিবী আমাদের জন্য স্থায়ী বাসস্থান নয় ।
ক্ষণস্থায়ী একটি জীবনের জন্য আমরা চারপাশের মানুষের সাথে এমন এমন সব আচরণ করছি যেগুলো হয়তোবা কল্পনার বাহিরে ।
আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু কিংবা কাছের লোক যে এক সময় আপনার সাথে উঠতো চলতো এবং আপনাকে সাথে নিয়েই সব জায়গায় যেত সে রকমই একজন বন্ধু কিংবা কাছের মানুষ হঠাৎ করেই বদলে যাচ্ছে।
এই পৃথিবীতে তার বদলে যাওয়া দেখে আপনি হয়তো বা অবাক হচ্ছেন।
কিন্তু যদি আমরা এরকম অনেক জনের জীবন পর্যালোচনা করে দেখি তাহলে এমন ঘটনা কিন্তু নিত্যদিনই ঘটছে ।
খুবই কাছের মানুষ মনে করে আপনি আপনার জীবনের সকল বিষয় যাকে শেয়ার করেছিলেন সেই ব্যক্তিটাই একদিন আপনার এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে ঠাট্টা করবে।
কিংবা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে।
খুবই ভরসা রেখে যে বন্ধুরা সাথে আপনি ব্যবসায়িক লেনদেন করেছিলেন বা যাকে আপনি অন্তরঙ্গ ভেবে টাকা ধার দিয়েছিলেন সেই ব্যক্তির কাছ থেকে যখন আপনি আপনার প্রয়োজনের সময় সে অর্থ কিংবা ব্যবসায়ীক হিসাব নিকাশ চাইবেন তার চোখ উল্টে যাবে ।
আপনার সাথে সে এমন ব্যবহার করবে যেন আপনি তার অপরিচিত এবং কখনোই আপনি তার ঘনিষ্ঠ কেউ ছিলেন না ।
একটা ঘটনা আমার সাথে ঘটেছে যাকে বিশ্বাস করেছিলাম নির্ধারিত একটা প্রয়োজনে সে আমাকে সার্বিক সহযোগিতা করবে বলেছিল। সে বিভিন্ন কায়দায় বিভিন্ন রকমের আশ্বাস দিয়ে আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিল ।
এবং আমাকে বলেছিল যে এই কাজটা সে করে দিতে পারবে ।
যেন আমি কোন টেনশন না করি আমিও টেনশন মুক্ত ছিলাম কারণ সেই ব্যক্তিটাকে আমি বিশ্বাস করেছি। এবং আমি তারপর আস্থা রেখেছি।
হ্যাঁ সে ব্যক্তি হয়তোবা আমার জন্য সে কাজটা করে দিবে যেহেতু সে আমার কাছের মানুষ তাকে ভরসা করা যায়।
সেভাবে আমি তাকে টাকা দিয়েছিলাম কিন্তু নির্ধারিত সময়ে যে কাজ সে করে দেওয়ার কথা ছিল সেই সময়টা যখন অতিক্রম হয়ে যায়।
তার কাছে যখন এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয় তখন সে ইগনোর করা শুরু করে ।
অনেকদিন এভাবে পার হওয়ার পর আমি বুঝতে পারলাম যে আসলে সে এ কাজটা করে দেওয়ার জন্য আমার কাছ থেকে যে অর্থটা নিয়েছিল আসলে সে অর্থটা কি নিজেই খরচ করে ফেলেছে।
এবং ওই কাজটা সে করেনি কিংবা সেই কাজটা করে দেওয়ার মত এবিলিটি তার ছিল না ।
তার শুধু একটা উদ্দেশ্য ছিল কোন রকমে আমাকে ভুলিয়ে ভালিয়ে বা আলাপ আলোচনা করে আমার কাছ থেকে কিছু অর্থ হাতিয়ে নেওয়া।
পরবর্তীতে তার কাচের আরো কিছু মানুষের মাধ্যমে জানতে পারি যে আসলে সে তার এরকম ঘনিষ্ঠ আরো কিছু মানুষের টাকা আত্মসাৎ করেছে।
এবং তাদের কেউও বিভিন্ন সময় বিভিন্ন কাজ পাইয়ে দিবে এই ধরনের প্রলোভন দিয়ে টাকা নিয়েছে।
এই ঘটনাটা আমি আসলে ওভাবে কখনো কারো সাথে শেয়ার করিনি ।
কিন্তু এখানে আলাপ করছি এইজন্য যে আসলে মানুষ হঠাৎ করে যে বদলে যায় এবং নিজের স্বার্থের জন্য কিভাবে অন্যজনকে ধোকা দিতে পারে সেই বিষয়টা যেন মানুষ বুঝতে পারে ।
একজন ব্যক্তিকে গোছানো আলোচনা দিয়ে ধোঁকা দেওয়া খুবই সহজ।
কাউকে ধোকা দিয়ে আমরা হয়তো মনে করছি যে আমি লাভবান হয়ে গেলাম কিংবা আমি জিতে গেলাম।
কিন্তু আসলে এখানে আমি কত বড় নিজের ক্ষতি করলাম সেই বিষয় আমরা চিন্তা করছি না।
পৃথিবীতে সাময়িক সুখের জন্য আমরা মানুষের অনেক বড় বড় ক্ষতি করে ফেলছি এবং এই বিষয়টা নিয়ে একদম নিশ্চিন্তভাবে জীবন অতিক্রম করছি ।
আমরা একবারের জন্য ভাবছি না যে পরকালে যখন আমরা সৃষ্টিকর্তা সামনে দাঁড়াবো তখন আমার এই অপকর্ম কিংবা আরেকজনে যে ক্ষতি করেছি সেটার জন্য যখন জবাবদিহিতা করতে হবে তখন আমরা মহান আল্লাহকে কিংবা সৃষ্টি কর্তাকে কি বলবো।
আমাদের সমাজে আজ নৈতিকতার শিক্ষার অভাব মনে করছি প্রচুর ।
কারণ আমাদের সমাজ থেকে নৈতিকতা শিক্ষা উঠে যাওয়ার কারণে পৃথিবীতে দিন দিন অপকর্ম এবং অসৎ কাজ বৃদ্ধি পাচ্ছে এবং সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ছে।।
আর যেকোনো একটা লেনদেন করার সময় কিংবা একটা ব্যবসা তৈরি করার সময় আমরা কাউকে বিশ্বাস করতে চাচ্ছি না। মানুষের কাছ থেকে দূরে হারিয়ে যাচ্ছে শুধু মাত্র ধোকাবাজ মানুষের কারণে।
এ ধরনের মানুষগুলো সমাজের জন্য আবর্জনা এবং পৃথিবীর জন্য অভিশাপ।
এক
এই প্রকৃতির মানুষগুলোকে মহান আল্লাহ মোনাফিক হিসেবে চিহ্নিত করেছে ।
মুনাফিকের জন্য কিয়ামতের ময়দানে কোন ক্ষমা নেই ।
নিশ্চিত ভাবে তাদেরকে জাহান্নামি বলে আল্লাহ চিহ্নিত করেছেন।
সুতরাং আসুন আমরা আমাদের জীবনে যে ভুল ত্রুটি গুলো করেছি এবং অন্য কাউকে ঠকিয়ে যদি কোন কিছু অর্জন করবো এমন চিন্তা ভাবনা করে থাকি ।
তাহলে সে চিন্তা ভাবনা থেকে নিজেদেরকে সরিয়ে নি এবং সঠিক ও সৎ পথে এর জীবন স্বাচ্ছন্দ্যভাবে অতিক্রম করার চেষ্টা করি। ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদেরকে একটি সুন্দর ও শান্তিময় জীবন উপহার দিবেন ।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ব্লগটি পড়ার জন্য।
আশা করি আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।
ইনশাল্লাহ
Thank you for sharing the post, improve the quality of your post and stay original and avoid plagiarism. Please up vote and comment each other increase engagement.
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit