যেহেতু আজকে ঈদের দিন তাই একদম ফজরের নামাজের পর থেকেই একটা ঈদের আমেজ কাজ করছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করাই একসাথে চাচা ও ভাইদের সাথে চলে গেলাম নামাজ পড়ার উদ্দেশ্যে। যদিও বা আমাদের বাড়ির আশেপাশে কোন ঈদগাহ ময়দান নেই তাই আমরা আমাদের জামে মসজিদে ঈদের নামাজ পড়ার জন্য গেলাম। আমাদের মসজিদে সকাল থেকে মাইকিং করে বলা হয়েছিল ৮:৩০ মিনিটে নামাজ শুরু হবে।
যথাযথ সময়ে যাতে নামাজ আদায় করতে পারি সেটার জন্য আগে থেকেই গোসল করে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। এবং মোটামুটি নতুন কাপড় পড়ে গায়ে সুগন্ধি মেখে চলে গেলাম নামাজ পড়ার উদ্দেশ্যে।নামাজ পড়তে গিয়ে হুজুর দান ও সদকা ব্যাপার নিয়ে একটা আলোচনা করলো সে বিষয়টা উপভোগ করলাম।নামাজের আগে অবশ্যই এই ধরনের কিছু ঈমান বৃদ্ধি মূলক আলোচনা করা প্রয়োজন। যার মাধ্যমে আমরা আমাদের ঈমানী শক্তিকে বৃদ্ধি করতে পারি।হুজুরের বক্তব্য শেষ করার পর হুজুর নামাজের নীতিমালা সম্পর্কে জানিয়ে দিল।
ঈদের নামাজ যেহেতু বছরের অন্যান্য নামাজের মত নয় তাই এই নিয়মটা সবার জানা থাকে না। বছরে যেহেতু শুধু দুইবার ঈদের নামাজ পড়তে হয়। তাই সঠিক নিয়ম জানার জন্য আমাদের কে বারবার হুজুর নিয়ম জানিয়ে দিচ্ছিল। অবশেষে ৮ঃ৩০ এ নামাজ শুরু হলো এবং খুতবা সহ মসজিদ থেকে বের হতে প্রায় ৯:১০ হলো। মসজিদ থেকে বের হওয়ার পর সেই পবিত্র খন একে অপরের সাথে কোলাকুলি।ছোট-বড় সবাই একসাথে কোলাকুলি করার মধ্যে একটা আলাদা মানসিক প্রশান্তি পাওয়া যায়। যে বিষয়টা শুধু মাত্র ঈদের দিনে সম্ভব। নামাজ শেষ করে এবং একে অপরের সাথে কোলাকুলি শেষ করে আমরা সবাই একত্রিত হয়ে কিছু ছবি তুললাম এবং বাড়ির উদ্দেশ্যে একত্রে ফিরে এলাম।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লাখাটি পড়ার জন্য। আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ। আপনাদের ঈদের দিনের অনুভূতি ও ঈদের দিনটা কিভাবে কাটিয়েছেন সেটা আমাদের মধ্যে শেয়ার করুন।
Hi, Greetings, Good to see you Here:)
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit