Betterlife - The Diary Game | one day in jahangirnagar university

in hive-170554 •  2 years ago 

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন।
আরো একটি নতুন লেখা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সবার জন্য অনেক দোয়া রইলো সেই সাথে শুভ কামনা করছি।
প্রত্যেকটা মানুষ যে অবস্থানেই থাকুক না কেন সে অবশ্যই ঘোরাঘুরি করতে পছন্দ করে।এক কথায় ভ্রমন করতে পছন্দ করো না এমন ব্যক্তি খুব কম পাওয়া যাবে।

20230331_145707.jpg

DhakaLocation Map

আমি যখনই সুযোগ পাই হাতে সময় থাকলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার উদ্দেশ্যে চলে যাই।
কিছুদিন আগে ঢাকা শহর চিকিৎসার কাজে যাওয়া হয়েছিল।আমার এক ফুফার কিডনির অপারেশনের ব্যাপারে।আলহামদুলিল্লাহ আল্লাহর বিশেষ রহমতে প্রভা এখন মোটামুটি সুস্থই আছে।
কিডনি অপারেশন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হয়েছিল তাই পরবর্তীতে বাকি তিন দিন রেস্টে রাখা হয়েছিল।এই তিন দিন আমার হসপিটালে বিশেষ কোনো কাজ ছিল না তাই মোটামুটি ঢাকা শহর টা একটু এদিক-সেদিক ঘুরে বেড়ার একটি সুযোগ তৈরি হয়েছিল।

20230331_150448.jpg

DhakaLocation Map

ঢাকা শহরে ভ্রমন করার মতো অনেকগুলোই জায়গা রয়েছে যদিও বা ঢাকা একটি ব্যস্ততম শহর।দেশবরে অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে প্রায় দুইটি ঢাকার মধ্যে অবস্থান।প্রথমটি ঢাকার প্রাণ কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যটি ঢাকার সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস যেমন বড় হয় ঠিক তেমনি এ চারপাশের পরিবেশ গুলো খুব সুন্দর হয়।চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ভ্রমণ করার সুযোগ হয়েছে এবং সেখানে গিয়ে কাজ করা হয়েছে।

20230331_145222.jpg

DhakaLocation Map

ঢাকায় যেহেতু এর আগেও যাওয়া হয়েছে কিন্তু ভ্রমণ করার মতো সুযোগ হয়নি কারণ যত বাড়ি গিয়েছি ততবার কোন না কোন কাজের উদ্দেশ্যে গিয়েছে।
এবার যেহেতু হাতে সময় ছিল ভ্রমণ করতে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি ছিল দারুন ।
ঢাকার মিরপুর টেকনিক্যাল থেকে গাড়ি পাওয়া যায়।গাড়িতে করে ৫০ টাকার বিনিময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদম প্রধান গেইটে আপনাকে নামিয়ে দেওয়া হবে।আর যারা মিরপুরে থাকেন না ধানমন্ডি কিংবা অন্যান্য এলাকা থেকে যাবেন তারা চাইলে ১০০ টাকার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে আসতে পারবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য সম্পর্কে আরেকটি লেখার লিখব ।আজকে আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাওয়ার উপায় সহজভাবে জানিয়ে দিলাম।

20230331_145124.jpg

DhakaLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Ok