Betterlife - The Diary Game |  one Normal day 08 April 2023

in hive-170554 •  2 years ago 
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে লেখার জন্য উপস্থিত হয়েছি।সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আজকের সারাদিন তাই মোটামুটি অফরের মধ্যে চলে গিয়েছে বলা যেতে পারে। কক্সবাজার শহরে ব্যবসায়ীদের জন্য বিশেষ করে সোমবার থেকে বৃহস্পতিবার সময়টা অবসরের সময়। এই সময়ে ব্যবসা-বাণিজ্য খুব একটা হয় না তাই গল্প গুজব করেই ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসে সময় কাটিয়ে দিতে হয়।

20230508_183502.jpg

Cox's BazarLocation Map

আজকে সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি প্রতিদিন যে সময় উঠে তার চেয়ে আরো আধাঘন্টা বেশি ঘুমিয়ে ছিলাম। কারণ আগে থেকে জানা ছিল যেহেতু কাস্টমার এখন থাকবে না তাই একটু দেরি করে গেলে খুব একটা বেশি সমস্যা হবে না। যেমনটা ভেবেছিলাম তেমনটাই হল। দোকান একটু দেরি করে খুলেছি দুপুরের পর্যন্ত মাত্র একজন কাস্টমারের কাছে পণ্য বিক্রি করতে পেরেছি। দুপুরের পরে থেকে একদম মাগরিব পর্যন্ত একটা কাস্টমারও আর দোকানের দিকে আসেনি। মাত্র দুই একজন দোকানের আশপাশ থেকে হেঁটে চলে গেছে পন্যার দিকে একটু হাত দিয়েছে দাম কেউ জিজ্ঞাসা পর্যন্ত করল না। তা বুঝাই যাচ্ছে এরা শুধু একটু মার্কেটে হাঁটাহাঁটি করার জন্য এসেছে কেনাকাটা করার জন্য নয়। আমরাও মানসিকভাবে নিজেদেরকে প্রস্তুত করে রেখেছি কারণ জানি এখন যেহেতু কক্সবাজার এলাকায় সিজন নেই তাই এমনটাই হবে।

20230508_183334.jpg

Cox's BazarLocation Map

আসরের আজান পর্যন্ত কোন রকমে বসে হেঁটে গল্প গুজব করে সময়টা কাটিয়ে দিলাম। দোকানে বসে বসে গল্পের বই পড়ছিলাম হুমায়ূন আহমেদের শুভ্র সিরিজের একটি বই পড়ছিলাম বসে বসে রুপালি দ্বীপ। গল্পটা পড়ে খুব দারুণ লাগলো মনে হয়েছিল এই ক্যারেক্টার এর মধ্যে আমি একজন যদি হতাম তাহলে মন্দ হত না। গল্পের বই যতক্ষণ পড়ছিলাম তখন মনে হচ্ছিল আমিও সেই গল্পের চরিত্রের মধ্যেই একজন। আজকে এক বসাতেই মোটামুটি পুরো গল্পটা পড়ে শেষ করে দিয়েছি যেহেতু অবসর সময় ছিল।

20230508_183513.jpg

Cox's BazarLocation Map

মাগরিবের পরে আমার এক ছোট ভাই আমার সঙ্গে দেখা করতে এলো তার বাসায় দাওয়াত দিয়ে গেল। ছোট ভাই আবার এক বছরের বেশি হয়েছে বিয়ে করেছে তার একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে আজকে এক সপ্তাহ হল। সেই উপলক্ষে কাছের কয়েকজন মানুষকে দাওয়াত দিয়েছে তার মধ্যে আমি একজন। হাতে কোনো ৪-৫ জন কাছের মানুষের মধ্যে আমি একজন হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। অতঃপর রাত 9 টার দিকে আমার দোকানের আরো একজনকে দায়িত্বটা বুঝিয়ে দিয়ে আমি আস্তে করে দোকান থেকে বের হয়ে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে চলে গেলাম ছোট ভাইয়ের বাসায়। বাসায় গিয়ে আন্টি সহ সবার সাথে কিছুক্ষণ গল্প গুজব করে মোটামুটি সাড়ে এগারোটার দিকে খাওয়া-দাওয়া শেষ করে বাসায় ফিরে এলাম। আর বাসায় এসে লিখতে বসলাম আজকের দিনের আমার অভিজ্ঞতার কথা।

20230508_183448.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।
আরও একটি নতুন রাখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...