Betterlife - The Diary Game |  passing a busy day 5th may 2023

in hive-170554 •  2 years ago 
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আরও একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। আজকের সপ্তাহের বিশেষ দিন শুক্রবার অতিক্রম হয়ে গেল। শুক্রবারকে গরিবের হজ বলে চিহ্নিত করা হয়েছে। তাই সাধারণত অন্যান্য দিনের চেয়ে এই দিনে মানুষকে মসজিদে বেশি দেখা যায়।

20230505_135540.jpg

Cox's BazarLocation Map

আজকে আমার শুক্রবার কেটেছে আমার কক্সবাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানে। কক্সবাজারে শুক্রবার মানে একটি ব্যস্ততম দিন কারণ এ সময় প্রচুর পর্যটক কক্সবাজারে আসে। মোটামুটি সকাল দশটার সময় কক্সবাজার সমুদ্র সৈকতে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে গিয়েছে। আজকে একদম সকাল থেকে এই পর্যটকের ভিড়েছিল। যেহেতু একটানা তিন দিন বন্ধ আছে তাই বেশ কিছু পর্যটক কক্সবাজার ভ্রমণ করার উদ্দেশ্যে এসেছে। গত পাঁচ দিন খুব একটা ব্যবসা ভালো হয়নি তবে আজকে মোটামুটি পরিমাণে ভালো হয়েছে অন্যান্য দিনে তুলনায়। জুম্মার নামাজের আগ পর্যন্ত মোটামুটি একটা সেল করতে পেরেছি অন্যান্য দিন এমনও হয়েছে যে যোহরের নামাজের আগে কোন বিক্রি করতে পারেনি।

20230505_135555.jpg

Cox's BazarLocation Map

জুম্মার নামাজ আজকে আদায় করেছে লাবণের পয়েন্টে আলিফ লাম মিম জামে মসজিদে। যেহেতু পর্যটন এলাকার মসজিদ তাই আজকে মসজিদ নিচতলা এবং দুতলা পরিপূর্ণ হয়ে গিয়েছিল সাথে মানুষ বাহিরে নামাজ পড়তে হয়েছে। অনেক পর্যটক আশায় আজকে মসজিদে নামাজ পড়ার জন্য অনেক মুসল্লী উপস্থিত হয়েছিল। আমি মোটামুটি একটার আগেই মসজিদে উপস্থিত হয়ে গিয়েছে তার রং পরবর্তীতে গেলে জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল না। লাবনী পয়েন্টের মসজিদে মোটামুটি ১:৩০ এ জুমার নামাজ শুরু হয়। জুমার নামাজের আজকের হুজুরের বক্তব্য ছিল ইসলামের শ্রমিকের গুরুত্ব এবং তাদের মর্যাদা সম্পর্কে। খুব সুন্দর একটা বিষয় হুজুর চিহ্নিত করেছে এবং আমাদের বর্তমান পৃথিবীতে শ্রমিকের গুরুত্ব ও তাদের মর্যাদা সম্পর্কে খুব ভালো উদাহরণ দিয়ে আজকের আলোচনাটা তিনি করেছেন।

20230505_135544.jpg

Cox's BazarLocation Map

মসজিদ থেকে প্রায় দুটো দিকে আমরা বের হয়ে পড়ি এবং পুনরায় আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের দিকে চলে যায়। দুপুরের সময়ে তেমন একটা বেচাকেনা হয় না কারণ সাধারণত এই সময়টা মানুষ খাওয়া দাওয়া করে এবং খাওয়া-দাওয়ার পর একটু বিরতি নেয়।এরপর মোটা চারটার পর থেকে একটু বেচাকেনা হয় এবং সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত খুব ভালো ভিড় থাকে। সন্ধ্যার পর থেকে পর্যটকরা সবাই কেনাকাটা শুরু করে এবং রাতের বারোটা একটা পর্যন্ত তারা মার্কেটে ঘোরাঘুরি করে। আমি প্রতিদিনের মতো মোটামুটি রাত সারা এগারোটা পর্যন্ত দোকানে বসে, এরপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।বাসায় এসে ফ্রেশ হয়ে বিছানায় আস্তে আস্তে বারোটা বাজল এরপর এই ব্লক লেখা শুরু করেছিলাম।

20230505_135353.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য। আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Congratulations 🥳


Your quality content follows the Team 4 curation guidelines.

BRINGING MUSIC TO YOUR EARS.gif

Curated by : @solaymann