সুতরাং শুক্রবার একটি ফজিলতপূর্ণ দিন।
তার মানে এই নয় যে সপ্তাহের অন্যান্য দিনগুলিতে কোন ফজিলত নেই। জুমার দিন বা সাপ্তাহিক অধিবেশনের দিন হিসেবে শুক্রবারকে চিহ্নিত করা হয়েছে। পবিত্র কুরআনের সূরা যুমা নামে একটি সূরা রয়েছে যেই দিন প্রত্যেক মানুষকে বিশেষভাবে আল্লাহর দিকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এই জুমার দিনে বিশেষ অধিবেশন বসবে এবং সেই অধিবেশনের সকল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে। জুমার দিন হবে বিচারের দিন। প্রতি সপ্তাহে কোন ব্যক্তি যদি অন্যায় করে থাকে তাহলে এই দিন বিচার ও করা হবে।
অর্থাৎ মূলত সপ্তাহিক বিচার থেকে শুরু করে সমাজের যাবতীয় সমস্যা সমাধানের জন্য জুমার দিনকে চিহ্নিত করা হয়েছে। একজন ইমাম থাকবেন যিনি আল্লার নীতিমালার উপর ভিত্তি করে সমাজের সকল সমস্যার শুনবেন এবং সেটার উপর ভিত্তি করে সমাধান দিবেন। যেহেতু সমাজের প্রত্যেকটা ব্যক্তি কে ইসলামিক নীতিমালা মেনে চলতে হয় তাই জুমার দিন সবাই কে মসজিদে উপস্থিত থাকা বাধ্যতামূলক। এবং এই দিন যখন কোন অপরাধের বিচার করা হবে সেই বিচার কার্য পরিচালনা করার সময় সবাই সে জায়গায় উপস্থিত থাকবে। প্রকাশ্যে সবার সামনে বিচারক অপরাধীকে শাস্তি দেয় যেন পরবর্তীতে কোন ব্যক্তি এই ধরনের অপরাধ করা সাহস না পায়।
জুমার দিন শুধু মাত্র শাস্তির দিন নয় এই দিন যারা সমস্যার মধ্যে রয়েছে তারা ব্যবস্থাপনা ও পাবে। আপনার কোন একটা এলাকায় যদি কোন দরিদ্র পরিবার থেকে থাকে তাহলে তার ব্যবস্থাপনার দায়িত্ব ইমামের মাধ্যমে পরিচালনা করা হবে। জুমার দিনকে তাই একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইসলামের ব্যবস্থাপনা সুশৃংখলভাবে পরিচালনা করার ক্ষেত্রে জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন সাপ্তাহিক কাজের জন্য নির্দেশনা আসবে এবং পরবর্তী সপ্তাহে সেই কাজগুলো আদায় করা হবে।
সুতরাং আমরা বুঝতে পারছি যে পবিত্র কোরআনের সূরা জুমার মাধ্যমে আল্লাহ আমাদের যে বিষয়টা বুঝিয়েছেন সেটা হচ্ছে সুন্দরভাবে সমাজ পরিচালনা করা। যখন একটা সমাজ সুন্দরভাবে পরিচালিত হবে তখন সে সমাজে শান্তি বজায় থাকবে। আসুন আমরা জুমার ফজিলত এর গুরুত্ব বুঝি এবং এটাকে সঠিকভাবে বাস্তবায়ন করার চেষ্টা করি
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরো।
একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।
Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Review |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit