আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আরও একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।
চট্টগ্রাম শহরে ভ্রমণ করার মত অনেকগুলো জায়গা রয়েছে। শহরের বিভিন্ন স্থানের মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে কাজীর দেউরি। চট্টগ্রাম শহরের যে এলাকা গুলোতে সন্ধ্যার পর আড্ডা জমে উঠে তার মধ্যে অন্যতম একটি স্থানের কাজির দেউড়ি। সারাদিন ব্যস্ত অতব সময় অতিক্রম করার পর চাকরি শেষে যখন মানুষ একটু রিল্যাক্স এ সময় কাটাতে চায় তখন সন্ধ্যার পর থেকে রাতের অনেকটা সময় পর্যন্ত এই জায়গাতেই বসে আড্ডা দেয় সবাই। বিশেষ করে চকবাজার মেহেদীবাগ নিউ মার্কেট এবং জামালখান এরিয়ায় বসবাসকৃত যে মানুষগুলো আছে তারা বেশিরভাগই এই জায়গায় এসে আড্ডা দিতে পছন্দ করে। কাদির পাশেই রয়েছে এবে আজিজ স্টেডিয়াম যেখানে একসময় বাংলাদেশের ক্রিকেট খেলা গুলো হতো কিন্তু বর্তমানে এটা ফুটবল স্টেডিয়ামের রূপান্তরিত করা হয়েছে। কিছুদিন আগে শহরে ভ্রমণ করতে গিয়েছিলাম এক বন্ধুর সাথে দেখা করার জন্য এবং তার বাসা কাজের দেউরি এলাকার থেকে একটু দূরে মেহেদী ভাগে। দুপুর বেলা বন্ধুর সাথে দেখা করার পরে জানতে পারলাম ওই দিন রাত 9 টা পর্যন্ত তার কোন ডিউটি নেই তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে দুই বন্ধু বিকেলবেলা ঘুরতে চলে গেলাম কাজের দেউরি এলাকায়।
কাজির দেউড়ি এলাকাটাতে আড্ডা দেওয়ার একটা সুন্দর ব্যবস্থা রয়েছে কারো স্টেডিয়ামের চারপাশে মানুষ যাতে বুঝতে পারে সেরকম ব্যবস্থা তৈরি করা হয়েছে। এখানের আরো একটা বিশেষত্ব রয়েছে এখানে দারুন সব স্টিট ফুড পাওয়া যায়। সন্ধ্যার পর থেকেই প্রচুর মানুষ এখানে আসে শুধু মাত্র এখানে চমৎকার সব চা তৈরি করা হয় সেগুলো খাওয়ার জন্য। এছাড়াও শীতকালে এখানে ছোট ছোট বেড়াই করে দারুন সব পিঠা তৈরি করা হয়। যেহেতু শহরের জীবন বাড়িতে সবাই পিঠা তৈরি করে খাওয়ার সুযোগ থাকে না। তাই শহরে বসবাস করা বেচলারদের জন্য স্বাদ গ্রহণ করার জন্য একমাত্র স্থান কাজির দেওর এই এলাকাটা। বিকাল থেকেই আমরা এম এ আজিজ স্টেডিয়ামের আশেপাশে হাটাহাটি করেছিলাম আমরা যখন সেখানে গেলাম একটা ফুটবল টুর্নামেন্ট চলছিল কিছুক্ষণ পর্যন্ত স্টেডিয়ামের মধ্যে বসে ফুটবল টুর্নামেন্টের খেলা উপভোগ করলাম। যদিও বুঝতে পারছিলাম না কার খেলা চলছে কিন্তু তবুও ভালোই লাগলো অনেকদিন পরে স্টেডিয়ামে বসে বন্ধুর সাথে একটা খেলা উপভোগ করতে পারলাম। এরপর আমরা স্টেডিয়াম থেকে বের হয়ে গেলাম এবার আমাদের পরিকল্পনা ছিল শীতকালের পিঠা উপভোগ করব।
স্টেডিয়াম থেকে বের হয়ে আসার পর আমরা প্রথমে পড়ি কল্পনা করলাম একটা বিশেষ ঝাল মুড়ি খাওয়া যায়। শুক্রবার দিন থাকার কারণে প্রচুর পরিমাণে ভিড় ছিল এবং গিয়েছিলাম তার বিশেষত্ব হচ্ছে এখানে অনেক সময় লাইনে দাঁড়িয়ে টুকেট নিয়ে তারপরে খাবার নিতে হয়। মোটামুটি ওই দোকানে দশ মিনিট অপেক্ষা করলাম এরপর আপনাদের অর্ডারকৃত খাবার চলে আসলো দুই বন্ধু মিলে ঝাল মুড়ি উপভোগ করলাম এবং পুনরায় এ আজিজ স্টেডিয়ামের পাশে চলে গেলাম। এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ এই এলাকার বিখ্যাত চা খেলাম তারপর আরো কিছু করার আড্ডা দেওয়ার পর যার যার গন্তব্যের দিকে রওনা দিলাম।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রিয় ভাই
হ্যা, আমরাও জানি বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটি একটি ভ্রমণ প্রিয় জায়গা এবং সেখানে আমরা ভ্রমণ করে থাকি, তবে আমি বেশি যাইনি, আপনার কাছ থেকে এই জায়গার নামটি শুনে বেশ ভালো লাগলো, এবং এই জায়গাটি সন্ধ্যার সময় খুব ভালো একটি আড্ডা জমে তাও জেনে নিলাম।
আপনার সময়টা বেশ সুন্দর গেছে যতটুকু বুঝতে পারলাম আপনার পোস্টটি পড়ে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit