The dairy game। কুমিল্লার চমৎকার দর্শনীয় স্থানে ভ্রমণ এবং অনুভূতি 14 August 2023

in hive-170554 •  last year 

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভাল আছেন।
আরও একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। দীর্ঘদিন পর্যন্ত এক জায়গায় বসে থাকলে আমাদের মধ্যে একটা একঘেয়েমি চলে আসে সেই এক উদাসীনতা এবং বোরিং কাটানোর জন্য আমাদেরকে মাঝেমধ্যে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ভ্রমণ করতে যাওয়া উচিত। দীর্ঘদিন পর্যন্ত কক্সবাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকার পর মন মানসিকতা যখন একটু উদাসীন হয়ে গিয়েছিল তখন ভ্রমণ করার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম কুমিল্লা। চট্টগ্রাম বিভাগের মধ্যে যতগুলো সুন্দর জ্বালা আছে এবং যত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে কুমিল্লা একটি অন্যতম। কুমিল্লার মধ্যে রয়েছে চমৎকার সুন্দর সুন্দর সব দর্শনীয় স্থান। দুই থেকে তিন দিন পরিকল্পনা করে কুমিল্লায় থাকতে পারলে এখানকার দর্শনীয় স্থানগুলো প্রত্যেকটা আপনার অপমান করে দেখতে পারবেন। আজকে আপনাদের সামনে কুমিল্লা ভ্রমণের একটি দর্শনীয় স্থান সম্পর্কে আলোচনা করব।

20230814_144823.jpg

|

Cumilla[Location Map](
https://what3words.com/adjusting.laying.space)

কুমিল্লা যতগুলো বিখ্যাত স্থান রয়েছে তার মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সব জায়গায় প্রসিদ্ধ যে স্থানটি রয়েছে সেটার নাম হচ্ছে ময়নামতি বা সালবন বিহার। এই সালবন বিহার অনেক পুরাতন একটি বুদ্ধদের স্থাপত্য। যেটা কালের বিবর্তনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং বাংলাদেশের প্রত্নতত্ত্ববিদরা পরবর্তীতে সেটা মাটি খুঁড়ে উদ্ধার করেছে। বাংলাদেশে আরো অনেক অনেক বছর আগে কাদের বসবাস ছিল এবং তাদের জীবন যাত্রার মান কেমন ছিল সেটা এই স্থাপনা গুলো দেখলেই বুঝা যায় যে কতটা আধুনিক তারা ছিল। শালবন বিহারের পাশেই একটি সুন্দর বুদ্ধমন্দির তৈরি করা হয়েছে নতুনভাবে যেটা বর্তমানে একটা চমৎকার পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। মূলত ময়নামতি কিংবা শালবন বিহারের স্মৃতির উপর ভিত্তি করে বিশাল জায়গার উপর এই বুদ্ধ মন্দির তৈরি করা হয়েছে এবং এটাকে সবসময় সংরক্ষণ রাখা হয়েছে। কুমিল্লা শহর থেকে সিএনজি করে ৪০ টাকা লোকাল ভাড়া দিয়ে ময়নামতি এই বদ্ধ মন্দিরে যাওয়া সম্ভব।

IMG-20230814-WA0169.jpg

IMG-20230814-WA0035-01.jpeg

|

Cumilla[Location Map](
https://what3words.com/adjusting.laying.space)

বুদ্ধ বিহারের প্রথমেই যে গেটটি রয়েছে সেটাকে চমৎকার ডিজাইন করে তৈরি করা হয়েছে। পরে আপনারা যখন ভিতরে যাবেন তখন দেখা যাবে এখানে টিকিটের ব্যবস্থা করা আছে যারা স্থানীয় বা বাংলাদেশি তাদের জন্য টিকিটের মূল্য ৩০ টাকা এবং যারা বিদেশি পর্যটক তাদের জন্য ১০০ টাকা। আমরা চারজন যেহেতু ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছিলাম তাই ৩০ টাকা করে টিকেট কেনার পর মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরের চারপাশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে জুতা পায়ে হাঁটার কোন নিয়ম নেই সবাইকে খালি পায়ে হাঁটতে হয় তাই এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এমন দিনে নির্মাণ কাজ শুরু হয়েছিল অনেক আগে ২০১৬ সালে একবার যখন গিয়েছিলাম তখন এটা নির্মাণাধীন ছিল কিন্তু বর্তমানে এটা পরিপূর্ণভাবে তৈরি করা হয়েছে এবং সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কক্সবাজারের রামুতে যেমন চমৎকার চমৎকার বুদ্ধ বিহার রয়েছে তেমনি কুমিল্লার এই বুদ্ধ বিহার ও কিন্তু দেখতে খুবই সুন্দর। সারাদিন আমরা ময়নামতির আশেপাশে এবং কুমিল্লা শহরের আরো বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করে বেরিয়েছি অন্য দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদের জানাব।

IMG_20230814_142934-01.jpeg

|

Cumilla[Location Map](
https://what3words.com/adjusting.laying.space)

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কুমিল্লার এই বৌদ্ধ বিহারটি নিঃসন্দেহে অনেক অসাধারণ একটি জায়গা । আমি কয়েকবার গিয়েছি এবং এটির ভেতরের মন্দিরটি দেখতে অনেক আকর্ষণীয় । ধন্যবাদ আপনার ডায়রি আমাদের সাথে শেয়ার করার জন্য ।

আমি ‌আপনাকে একটি সাজেশন দিতে চাই যে ,আপনার পোস্ট জাস্টিফাই করার চেষ্টা করুন । ‌এতে আপনার লিখাগুলোর এসাইনমেন্ট ঠিক থাকবে এবং পাঠকদের জন্য পড়তেও সুবিধা হবে । ধন্যবাদ আপনাকে

I will try brother

ভাই, আপনার লেখা পড়ে জানতে পেরেছি আপনি কুমিল্লা ভ্রমণে এসেছেন। আমার বাসা কুমিল্লা। আপনি কুমিল্লা রুপবান মুড়া, লালমাই পাহাড়, ধর্ম সাগর পাড় এবং ম্যাজিক প্যারাডাইস পার্কে ঘুরে আসতে পারেন। আপনার জন্য শুভকামনা রইলো।

Thanks brother

@nijam468 ভাই।কুমিল্লা শহরের সৌন্দর্যময় দৃষ্সগুলো সত্তিই সুন্দর।আর আপনার উপস্থাপনাও সুন্দর।আপনি আরো সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দিবেন, এই কামনা করছি।

Thanks