আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আরও একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।
গ্রামের বাড়িতে আমাদের পারিবারিকভাবে সবাই মিলে সব সময় প্রতিবছর একটা পিকনিকের আয়োজন করা হয়। এই পিকনিকটা আমরা সাধারণত প্রতিবছর চেষ্টা করে ডিসেম্বর মাস কিংবা জানোয়ারি এ মাসের মধ্যেই শেষ করার জন্য।এ সময়টাতে বিশেষ করে সবার স্কুল বন্ধ থাকে এবং অফিস থেকেও ছুটি নেওয়ার একটা সুযোগ থাকে। তো সব করে প্রকল্প না বাস্তবায়ন করার জন্য আমরা ডিসেম্বর মাসে প্রথমে পিকনিক পালন করতে চাইলেও পরবর্তীতে নানা কারণে সেটা বাতিল করা হয়। অবশেষে আমরা পরিকল্পনা করে ছিলাম জানোয়ারির মাসের মধ্যেই আমরা পিকনিক করবো এবং সেটা অবশ্যই বিস্তারিকের ভিতরে। সে পরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেল গত ১৯ তারিখ। পিকনিকে ছোট বড় সবাই মিলে প্রায় ২০ জন এর মত অংশগ্রহণ করেছিল। এরমধ্যে যাদের ইনকাম সোর্স একটু বেশি তারা বেশি কনট্রিবিউট করেছে এবং যারা ছোট সদস্য ছিল তাদের কাছ থেকে আমরা শুধু অল্প পরিমাণ কিছু অর্থ গ্রহণ করেছি।
পিকনিকের তিন একদম সকাল থেকে সবাই কাজের জন্য প্রস্তুতি নিয়ে নেমে পড়ে চেয়ে ছোট থেকে বড় সবাই একসাথে কাজ করেছিল। যেহেতু প্রায় ২০ থেকে ৩০ জনের আয়োজন করতে হবে তাই অনেক খাচ্ছিল যেটা আমরা সবাই মিলে একসাথে সহজ করার চেষ্টা করেছি। আমাদের জন্য একজন নির্ধারণ করা বাবুর কি ছিল যেটা মূলত আমাদের চাচাতো ভাই প্রতিবছর আমরা পিকনিকের রান্নার দায়িত্ব তাকেই দিয়ে থাকি। আর রান্না করার জন্য যত রকমের মসলা প্রয়োজন সবকিছু আমরা তার জন্য রেডি করে রাখি এবং তার পাশে সব কিছু রাখা হয়। সকালে আমাদের ছোট বোন রা চলে এসেছিল তারা পেঁয়াজ থেকে শুরু করে যাবতীয় মসলা সব কিছু বেটে রেডি করে রাখল রান্নার জন্য। আমি একদম সকাল থেকেই বার বার দেখছিলাম সবাই কখন আসছে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কেউ না আসায় আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু পরবর্তীতে যখন ঘুম থেকে উঠেছি তখন প্রায় দশটা বেজে গেল। ততক্ষণে সবাই এসে উপস্থিত।
ঘুম থেকে উঠার পর আমি গেলাম অল্প সল্প কিছু কাজ করে দিলাম এবং আমার মূল দায়িত্ব ছিল পিকনিকের যার পাশে সবার ভিডিও করা এবং ছবি তুলে মজা দেওয়া। বলতো আমি চেষ্টা করি সবাইকে নানান রকমের আনন্দমূলক কথা বলার মাধ্যমে পরিবেশটা মাতিয়ে রাখতে। হাই ২৫ বছর পিকনিকের কিছু শর্ট ভিডিও এবং সবার কে ছবি তোলার দায়িত্বটা আমার কাছেই পড়ে। যেহেতু শুক্রবার ছিল তাই আমাদের কে যথাযথ সময়ে রান্নাটা রেডি করা প্রয়োজন ছিল কারণ অল্প সময়ের মধ্যেই জুমার আযান দেওয়া হয়। তারপরও সবার প্রচেষ্টার মাধ্যমে আমরা সাড়ে বারোটার মধ্যে সব কিছু রেডি করে নিলাম এবং নামাজ পড়ে এসেই যেন আমরা খাবার খেতে বসতে পারি সেই রকম প্রস্তুতি নিয়ে আমরা নামাজ পড়ার দিকে চলে গেলাম। এভাবেই পরিবারের সবাইকে নিয়ে আমরা সবাই একসাথে যখন কোন আয়োজন করব তার মাধ্যমে তবে ভ্রাতৃত্ব বন্ধন মজবুত হবে এবং একে অপরের সঙ্গে সম্পর্কটা আরো ভালো থাকবে।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।
A picnic is a joyous moment and many fun activities. Picnic means gathering of familiar people. You have organized a very nice event and provided good food. Where adults contributed more money according to your data. You had a good day. Stay healthy stay well.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit