The dairy game। বন্ধুর সাথে দেখা এবং চট্টগ্রামের ঐতিহাসিক স্থানে ভ্রমণ 21 November 2023

in hive-170554 •  last year 

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আরও একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।
বেশ কয়েকদিন পর্যন্ত একটু ব্যস্ততার মধ্যে ছিলাম এর মাঝে শহর থেকে একটু ঘুরে আসার সুযোগ হয়েছে। চট্টগ্রাম শহরে ভ্রমণ করার মত দারুণ দারুণ কিছু জায়গা রয়েছে এর মধ্যে একটি হল বিপ্লব উদ্যান। শহরের যত ইয়ং জেনারেশন রয়েছে তারা তাদের অবসরের সময়ে বেশিভাগ এখানে বসে সময় কাটায়। বলতো বলতে গেলে শহরে বাসিন্দাদের জন্য নিরাপদ এবং সুন্দর একটা পরিবেশ। বিপ্লব উদ্যান তৈরি হওয়ার পেছনে আছে একটা সুন্দর ইতিহাস। আমাদের স্বাধীনতা যুদ্ধের যে বিপ্লব শুরু হয়েছিল তা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সেক্টরের কমান্ডাররা মিলে একত্রিত হয়ে যুদ্ধের আহ্বান করেছিল। চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এরকম একটি ঐতিহাসিক স্থান।

20231121_190354.jpg

20231121_163722.jpg

Chittagong(Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

১৯৭৯ সালে ২ একর (০.৮১ হেক্টর) জায়গার ওপর উদ্যানটি চালু হয়।২০১৯ সালের শেষের দিকে চট্টগ্রাম সিটি করপোরেশন উদ্যান আধুনিকায়নের করার প্রকল্প গ্রহণ করে। একই বছরের নভেম্বরে ঢাকার রিফর্ম লিমিটেড এবং চট্টগ্রামের স্টাইল লিভিং আর্কিটেক্ট লিমিটেড চসিকের কাছ থেকে উদ্যানটি ২০ বছরের জন্য ইজারা নেয়।উদ্যান ও চারপাশের ফুটপাতসহ আনুমানিক ১ একর (০.৪০ হেক্টর) জমি এই প্রতিষ্ঠান দুটিকে বরাদ্দ দেওয়া হয়।

উদ্যানে নানা প্রজাতির ফুলের গাছ রয়েছে। গাছ দিয়ে বানানো হয়েছে তোরণ, এবং ফটকে গাছ দিয়ে লেখা রয়েছে 'বিপ্লব উদ্যান'। এছাড়াও রয়েছে কংক্রিটের ছাতা। শিশুদের জন্য রয়েছে আলাদা জোন। এখানে বিনামূল্যে প্রবেশের সুবিধা রয়েছে। দর্শনার্থীদের জন্য বিকাল চারটার পর উদ্যান উন্মুক্ত হয়। এখানে স্বাধীনতা স্তম্ভ নামে একটি ভাষ্কর্য রয়েছে। উদ্যানে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সালের বাংলাদেশের বিজয় দিবসের ইতিহাস আলাদা করে ফুটিয়ে তোলা হয়েছে।(তথ্যসূত্র গুগল)

20231121_165832.jpg

Chittagong(Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

গতকালকে আমার বন্ধুর সাথে দেখা করার জন্য বিপ্লব উদ্যানে গিয়েছিলাম। অনেকদিন পর যেহেতু বন্ধুর সঙ্গে দেখা হয়েছে তাই মূলত আছরের নামাজের পর থেকে আমরা একদম এশার সময় পর্যন্ত বিপ্লব উদ্যানে সময় কাটিয়েছি। অনেকদিন পর প্রিয় বন্ধুর সাথে ভাল একটা সময় অতিক্রম করতে পারলাম। আপনারা যারা চট্টগ্রাম শহরে থাকেন তারা অবশ্যই বিপ্লব উদ্যান সম্পর্কে জানেন। আর যারা চট্টগ্রামে বিভিন্ন কাজের উদ্দেশ্যে আসেন এবং বিভিন্ন প্রসুন্দর্যময় জায়গায় ভ্রমন করতে চান তারা চাইলেই এই স্থান থেকে ঘুরে যেতে পারেন।

20231121_165754.jpg

Chittagong(Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI0
Period2023-11-22
Result Club100