কিছুদিন আগে গিয়েছিলাম সেই রকমই একটি বিবাহের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আমার খুব কাছের বান্ধবীর বোনের বিয়ে। দিদির বিয়ের অনেক আগে থেকেই তার পরিবারের প্রায় সকলেই আমাকে বিয়ের জন্য ফোন করে বলে রেখেছিল। সরাসরি এসে বলার সুযোগ তাদের হয়নি আমি যেহেতু চট্টগ্রামের ছিলাম।আমার এই বান্ধবীর পরিবারের সদস্যরা আমাকে তাদের পরিবারের একজন সদস্যের মতোই মনে করে। তাই আমি কিভাবে দিদির বিবাহ মিস করবো। তাই বিবাহের আগের দিন ছুটে গিয়েছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে দিদির বিবাহে অংশগ্রহণ করার জন্য।
হিন্দু ধর্মের বিবাহে অনুষ্ঠানগুলো বিশাল রকমের এক আয়োজন করে উদযাপন করা হয়। বাংলাদেশের বিভিন্ন সংস্কৃতির মধ্যে অন্যতম হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের বিবাহ অনুষ্ঠান। যদিও বা দিদির বিবাহের ক্ষেত্রে গায়ে হলুদের অনুষ্ঠান টা খুব একটা বড়সড়ো করে করা হয়নি। শুধু মাত্র কিছু নিকট আত্মীয় ও ঘনিষ্ঠদের নিয়ে ঘরোয়াভাবে একটি গায়ে হলুদ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছিল। আর আমি যেহেতু অবশ্যই পরিবারের সদস্যই একজন তাই আমিও সেই গায়ে হলুদের অনুষ্ঠান মিস করিনি। প্রথমেই পূজার মাধ্যমে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো এবং মুরুব্বিদের আশীর্বাদ নেওয়া হলো। এরপরই তো আসলো আমাদের সকলের সুযোগ ছোটখাটো দুষ্টামি ও খুনসুটি করা। পারিবারিক অনুষ্ঠান মানেই হচ্ছে মানসিক প্রশান্তি।
আর অবশ্যই মেয়েরা ছবি তোলার ক্ষেত্রে কখনোই কিপটামি করে না। বিয়ের দিনের উপলক্ষে বা বিয়েতে মেয়েরা তাদের বাড়ি ছেড়ে চলে যাবে সেটার জন্য যতই মন খারাপ করুক না কেন। বিয়ে নিয়ে ছেলেদের চেয়ে মেয়েদের এক্সাইটমেন্ট একটু বেশিই থাকে। বিশেষ করে ছবি তোলার ক্ষেত্রে। তারা সব সময় চায় তাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র স্মৃতি হিসেবে ফ্রমে বন্দী করে রাখতে। দিদির বিয়ের ক্ষেত্রেও এমন ব্যতিক্রম হলো না। দিদি আগে থেকে সবার সাথে মিশুক ছিল আর তিনি তার বিয়েতে অনেক ছবি তুলবেনা এমন দহতেই পারেনা। অবশেষে অনুষ্ঠানের সকল কাজ যাদের শেষ করে আমরা প্রচুর পরিমাণে ছবি তুলে বিদায় নিয়ে চলে আসলাম গায়ে হলুদের অনুষ্ঠান থেকে।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পরার জন্য।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হবে ইনশাল্লাহ।
Such a nice bride. Thank you for sharing this post
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit