প্রত্যেকটা দিন যথাযথ সময়ের নামাজ আদায়ের মাধ্যমে পবিত্রতা অর্জন করার চেষ্টা করি।

in hive-170554 •  2 years ago 
আসসালামু আলাইকুম নতুন লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভাল আছেন। সকলের সুস্থতা কামনা করছি এবং সবাইকে শুভকামনা জানাচ্ছি। মহান আল্লাহ পৃথিবী সৃষ্টি করার পর এই পৃথিবীর কে একটা নির্ধারিত সময়সীমার মধ্যে বেধে দিয়েছেন। একদিন এই সময়সীমা শেষ হয়ে যাবে এবং পৃথিবী ধ্বংস হয়ে যাবে।

20230210_170805.jpg

Cox's BazarLocation Map

এভাবে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই প্রত্যেকটা দিন হিসাব করার জন্য নির্ধারণ করা হয়েছে চাঁদ এবং সূর্য।
আরবি মাস শেষ দিন সাধারণত চাঁদ ওঠার উপর নির্ভরশীল। চন্দ্র মাসের গণনার উপর ভিত্তি করে আমরা বছর গণনা করি। ইংরেজি এবং বাংলায় যেমন দিন মাস ও বছর গণনা করার জন্য বিভিন্ন নাম রয়েছে। ঠিক তেমনি আরবি মাস গণনা করার জন্য রয়েছে হিজরি সন বা সাল।

একটি সপ্তাহ সাত দিনের মাধ্যমে অতিক্রম হয়। শনিবার থেকে শুক্রবার পর্যন্ত সাতটা দিনের মাধ্যমে আমরা এক সপ্তা গণনা করি। এই দিনগুলোর মধ্যে কোন দিনটি পবিত্র এবং কোন দিনটি অপবিত্র এটা কি আপনি চিহ্নিত করতে পারবেন???? কিংবা মহান আল্লাহ আমাদের কি নির্ধারিত কোনদিন অপবিত্র বলে ঘোষণা দিয়েছেন??? মহান আল্লাহ যদি এমন কোন ঘোষণা দিয়ে না থাকেন তাহলে সপ্তাহের সাতটা দিন আমাদের জন্য পবিত্র। এবং প্রত্যেকটা দিন আমাদের জন্য ফজিলত পূর্ণ।

20230210_170601.jpg

Cox's BazarLocation Map

জুমা বার কিংবা শুক্রবার সম্পর্কে কতবার আপনাদের একটা বিষয় আলোচনা করেছিলাম। আজকে আপনাদের আমি জানাতে চেষ্টা করছি যে আমরা সবাই বেশিরভাগ সময়ে সপ্তাহের শুধু শুক্রবারটাকে বিশেষ ফজিলতপূর্ণ দিন হিসেবে চিহ্নিত করে থাকি। এবং আমাদের সমাজের বেশিরভাগ মানুষের ধারণা যে শুক্রবার দিন অন্যান্য দিনের তুলনায় একটু বেশি ফজিলতপূর্ণ। হ্যাঁ এটা ঠিক আছে যে জুম্মার দিন কিংবা শুক্রবার দিন অন্যান্য দিনের চেয়ে একটু ব্যতিক্রম অর্থাৎ এই সময় কাজের ভিন্নতা রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে সপ্তাহের বাকি ছয় দিন অপবিত্র কিংবা ফজিলত পূর্ণ নয়।

20230210_172629.jpg

Cox's BazarLocation Map

শুক্রবার সম্পর্কে আমাদের একটা ব্যতিক্রম ধারণা থাকার কারণে আমরা শুক্রবারটাকে মূলত ইবাদতের জন্য গ্রহণ করেছি কিংবা গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত করেছে। আমাদের সমাজে বেশিরভাগ সময় দেখা যায় আমরা পুরো সপ্তাহের অন্যান্য দিনগুলোতে নামাজটা ততটা গুরুত্ব দিয়ে পড়ি না। শুক্রবারেও যে আমরা অনেকটা গুরুত্ব দিয়ে পড়ি এমনটা না। আমাদের সমাজের বেশিরভাগ মানুষকে দেখা যায় শুক্রবার দিন জুমার নামাজটা মসজিদে আদায় করার জন্য যায়। এবং এটাই মানুষগুলো কিন্তু আবার আসরের নামাজের সময় মসজিদে দেখা পাওয়া যায় না। অথবা খুব কম সংখ্যক মানুষকে আমরা দেখতে পাই। এর থেকে আমরা বুঝতে পারছি যে জুম্মার দিনের জুমার নামাজটাকে একটু বেশি গুরুত্বপূর্ণ ভাবে উপস্থাপন করার কারণে কিংবা আমরা ভেবে নিয়েছি যে জুমার নামাজটা একটু বেশি গুরুত্বপূর্ণ তাই জুমার নামাজ যতটা গুরুত্ব দিচ্ছি সপ্তাহের অন্যান্য দিনে নামাজটাকে ততটা গুরুত্ব দিচ্ছি না। অথচ আল্লাহর কাছে প্রত্যেকটা নামাজী ফজিলতপূর্ণ এবং প্রত্যেকটা নামাজের যথাযথ হিসাব দিতে হবে।

20230210_172619.jpg

Cox's BazarLocation Map

তাই একজন প্রকৃত মুসলিম হিসেবে যদি আমি কাজ করতে চায় তাহলে আমাকে সপ্তাহের প্রত্যেকটা দিন আমাদের প্রতি আগ্রহশীল হতে হবে এবং যথাসময়ে নামাজ আদায় করতে হবে। যথাযথভাবে নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা সম্ভব এবং নিজের ঈমানকে মজবুত করা সম্ভব। ইনশাআল্লাহ আমরা সবাই বিষয়টাকে ভেবে দেখব এবং যথাযত সময়ে নামাজ আদায় করার মাধ্যমে পবিত্রতা অর্জন করব। ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য ।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Keep vote and comment each other post and be active .
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI9.5 ( 0.00 % self, 77 upvotes, 45 accounts, last 7d )
Period2023-02-11
Transfer to VestingPowerUp : 74.588 STEEM
Cash Out
0
ResultClub100

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.