পৃথিবীর প্রত্যেকটা মানুষ একটা নির্ধারিত স্বপ্ন কিংবা একটা লক্ষ্য নিয়ে বেঁচে থাকে।এবং সেই লক্ষ্য কিংবা স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে তার জীবনের প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণ করে।ছোটবেলায় আমাদের সবাই যখন পড়ালেখা করেছিলাম তখন স্কুলের শিক্ষকরা আমাদের লক্ষ্য কিংবা স্বপ্ন সম্পর্কে জিজ্ঞাসা করেছে।যেখানে আমরা আমাদের ক্ষুদ্র চিন্তা থেকে আমাদের স্বপ্ন সম্পর্কে লিখেছি কিংবা সরাসরি বলেছি।ছোটবেলায়কেউ শিক্ষক কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পাইলট কেউব্যবসায়ী বিভিন্ন রকম ভাবে নিজেকে দেখতে চেয়েছে।ছোটবেলার আমাদের এই স্বপ্ন সঠিক ভাবে বাস্তবায়ন না হলেও আমরা সবাই একটা নির্ধারিত লক্ষ্য নিয়ে এ জীবন অতিক্রম করি।
পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত লক্ষ্য কিংবা স্বপ্ন থাকা দরকার।নির্ধারিত লক্ষ্য কিংবা স্বপ্ন না থাকলে মানুষ ভিত্তিহীন কিংবাঅগোছালো হয়ে যায়।একটি লাগামহীন ঘোরার মত।ঘোড়া যেমন লাগাম না থাকলে এদিক সেদিক কোন গন্তব্য ছাড়া ছুটে বেড়ায়। ঠিক তেমনি একজন মানুষের যদি নির্ধারিত লক্ষণ না থাকেতাহলে সে গন্তব্য বিহীন হয়ে যায়।স্বপ্ন কিংবা লক্ষ্য মানুষকে বাঁচতে শেখায়।আপনার একটি সুন্দর স্বপ্ন ও লক্ষ্য থাকলে আপনি সেটার উপর ভিত্তি করে আপনার জীবনটা গোছালোভাবে পরিচালনা করবেন।কিন্তু আপনার যদি কোন লক্ষ্য কিংবা উদ্দেশ্য না থাকে তাহলে আপনি একটি যাযাবরের মতো জীবন কাটাবেন।
এ পৃথিবীতে শৃঙ্খলিত অসুন্দর একটি জীবন যাপন করতে চাইলে অবশ্যই আমাদের সবাইকে একটা নির্ধারিত লক্ষ্য চিহ্নিত করতে হবে।এবং অবশ্যই সেই লক্ষ্যকে কেন্দ্র করে আমাদের পরিকল্পনা এবং সে পরিকল্পনার উপর ভিত্তি করে কাজ করতে হবে।আমরা যত আমাদের লক্ষ্য ও স্বপ্নের দিকে আমাদের শ্রম ওমেধা খরচ করব ততই আমরা ধীরে ধীরে একটু একটু করে আমাদের লক্ষ্য ও গন্তব্যর দিকে পৌঁছাতে পারবো।পৃথিবীতে যত সকল বিকৃত রয়েছে তাদের প্রত্যেকেরই একটা নির্ধারিত স্বপ্ন ও লক্ষ্য রয়েছে যাকে কেন্দ্র করে তারা এগিয়ে গিয়েছে।যার ফলে তারা পৃথিবীতে সফল ব্যক্তিদের তালিকায় তাদের নাম লিখতে পেরেছে।
সুতরাং আমরাও যদি পৃথিবীতে সফল কিংবা নিজেদেরকে একটা অবস্থানে নিয়ে যেতে চাই।তাহলে অবশ্যই আমাদের সবাইকে একটা নির্ধারিত লক্ষ্য ও স্বপ্নের উপর ভিত্তি করে এই জীবন গঠন করতে হবে।তাহলে একদিন ইনশাল্লাহ আমরা সবাই আমাদের অবস্থান থেকে সফল হতে পারব।
ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।
হ্যালো ভাই ,
আপনাকে দয়া করে আমাদের লিডারশিপ টিমের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Ok brother
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit