প্রাকৃতিক মুক্তা চেনার উপায় এবং এর বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানাতে চেষ্টা করলাম

in hive-170554 •  8 months ago 

আসসালামু আলাইকুম
আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

20231004_205239.jpg

Screenshot_20240306-105508_Gallery.jpg

Cox's BazarLocation Map

উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্টা করার ইচ্ছা ছিল অনেক দিন ধরে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য ২০২৩ সালের মাঝামাঝিতে পার্টনারশিপে একটা প্রতিষ্ঠান দেওয়া হয়েছে। এছাড়াও অনলাইন প্লাটফর্মে আমি অনেকদিন যাবত বিভিন্ন রকমের পণ্য নিয়ে কাজ করি। এর মধ্যে কক্সবাজারের ঐতিহ্যবাহী পণ্য শুটকি এবং এখানে যে মায়ানমারের প্রোডাক্ট গুলো পাওয়া যায় সেগুলো নিয়ে কাজ করেছি। কক্সবাজার থেকে আরো একটা জিনিস নিয়ে সবচাইতে বেশি কাজ করা যায় সেটা হল প্রাকৃতিক মুক্তা। যেহেতু কক্সবাজারে প্রচুর পরিমাণে পর্যটক আছে তাই এখানে আমাদের দেশীয় সহ পৃথিবীর যেসব এলাকায় ভালো মানের মুক্তা চাষ করা হয় সেই মুক্তা গুলো পাওয়া যায়। তাই প্রতি বছর প্রচুর পরিমাণে পর্যটক যখন কক্সবাজার ভ্রমণ করতে আসে তখন এখান থেকেই মুক্তা এবং পাথরের বিভিন্ন জিনিস কিনে নিয়ে যায়।

Screenshot_20240311-110951_Gallery.jpg

Cox's BazarLocation Map

মুক্তা একটি মহামূল্যবান রত্ন। যুগ যুগ ধরে মুক্তার গয়না নারীর সৌন্দর্য বাড়িয়ে তুলতে অন্যতম ভূমিকা রেখেছে। অনেক ধরনের মুক্তা পাওয়া যায় ঝিনুকের খোলস থেকে। মিথ রয়েছে স্বাতী নক্ষত্রে বৃষ্টির পানি ঝিনুকের মধ্যে পড়লে মুক্তার জন্ম হয়। সে যা-ই হোক, মুক্তার প্রতি বেশিরভাগ মানুষের আলাদা একটি দূর্বলতা কাজ করে সবসময়।

শুধুমাত্র নারীর গয়না তৈরিতে নয় বিভিন্ন কারুশিল্পেও রয়েছে মুক্তার শীর্ষ অবস্থান। তবে বিপত্তি ঘটে আসল মুক্তা চেনার বেলায়। বেশ বিচক্ষণতার সঙ্গে চিনতে হয় এটি। মুক্তা চেনার সময় যে বিষয়গুলো লক্ষ্য করবেন তা হলো-

যেহেতু এটির বাস পানিতেই হয়, তাই ধরার সঙ্গে সঙ্গে বুঝতে হবে এটি ঠান্ডা কি না। কয়েক সেকেন্ডের জন্য আপনাকে এটি শীতল অনুভূতি দেবে। নকল মুক্তা রুমের তাপমাত্রার মতো হয়। কাচের পুঁতি দিয়ে তৈরি নকল মুক্তা স্পর্শ করলে শীতল মনে হতে পারে। তবে সত্যিকারের মুক্তার চেয়ে ত্বক গরম হতে বেশি সময় লাগবে।
খুব কাছ থেকে মুক্তা দেখতে হবে। চারপাশে একেবারে নিখুঁত মনে হলে সব দিকে দেখতে একই রকম ও সমান হলে এটি নকল। প্রাকৃতিক মুক্তা নিখুঁত হয় না বা অসমান থাকে।
মুক্তা আলোর নিচে ধরুন। আসল মুক্তায় ভিন্নভাবে আলো প্রতিফলিত হয়। নকল মুক্তা দেখতে কাচের মতো ঝকঝকে দেখাবে
মুক্তার রঙ পরীক্ষা করে দেখুন। আসল মুক্তার রঙের ওপরে গোলাপী ও সবুজের মিশ্রণ থাকবে। এক ও অভিন্ন রঙের মুক্তা নকল হওয়ার ঝুঁকি রয়েছে। তবে এই পদ্ধতি সবসময় কার্যকর নয়। কারণ আসল মুক্তার রঙও স্বচ্ছ হতে পারে।
বেশিরভাগ আসল মুক্তা খুব কমই গোলাকার হয়। ডিম্বাকৃতি, বৃত্তাকারের মতো, কিছুটা লম্বাটে আবার মাঝখানে ঢেউ খেলানো আকৃতি বা অনিয়মিত আকারের হতে পারে। সাধারণত বৃত্তাকার মুক্তার দাম অন্যান্য আকারের মুক্তার তুলনায় বেশি হয়। নকল মুক্তা একই রকম গোলাকার হয় সবগুলোই।
খাঁটি মুক্তা নকলের চেয়ে ভারী হয়। তাই হাতের সাহায্যে ওজনের পার্থক্য বুঝুন।

Screenshot_20240327-205243_Gallery.jpg

Cox's BazarLocation Map

মুক্তার চিহ্নিত এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা নির্ধারণ করতে পারি তাহলে অবশ্যই খাঁটি মুক্তা আমরা সংগ্রহ করতে পারব। আমি যেহেতু 2017 সাল থেকেই উদ্যোক্তা হয়ে কাজ করছি এবং মুক্তার বিভিন্ন আইটেম নিয়ে কাজ করছি ২০২১ সাল থেকে। অনলাইন প্লাটফর্মে খুব ভালো একটা অবস্থান রয়েছে যেখানে আমরা চাইলেই মুক্তার আইটেম নিয়ে উদ্যোগ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আপনাদের মাঝে রয়েছি অনেক দিন পর্যন্ত তাই আজকে আমার নিজের উদ্যোগ সম্পর্কে জানিয়ে দিলাম এবং কিভাবে আপনারা মুক্তা চিনতে পারবেন এবং কিভাবে এটার পার্থক্য তৈরি করা যায় তার চিহ্নিত কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করে দিলাম। আশা করি এই কয়েকটি বৈশিষ্ট্য যদি আপনারা স্মরণে রাখেন তাহলে অবশ্যই আপনারা যখন মুক্তার যেকোন জিনিস কিনবেন তখন আর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এছাড়াও কক্সবাজারে যদি আপনারা সরাসরি এসে যেকোনো মুক্তার দোকান থেকে মুক্তা কেনেন তাহলে অবশ্যই দেখেশুনে যাচাই বাছাই করে কিনতে পারবেন। আরে তোরা কেউ যদি অনলাইন থেকে অর্ডার করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কক্সবাজার থেকে মুক্তার বিভিন্ন আইটেম দেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন।

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার মুক্তা চাষ এবং মুক্তার বিজনেস এবং মুক্তা নিয়ে এত সুন্দর একটি গবেষণা আমাদেরকে জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

You have shared a wonderful diary with us. It is important to us to know .You described the ins and outs of pearls. By reading your post I come to know how we can identify the real one or fake one.I believe that if anyone read your diary he or she can identify the pearls. Thank you so much for your valuable information. Best wishes for you.

ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দেশের এতো সুন্দর একটি ঐতিহ্যবাহী প্রাকৃতিক সম্পদ নিয়ে একটি ব্লগ আমাদের সামনে তুলে ধরার জন্য।আসলে আমরা মেয়েরা মুক্তোর তৈরী গহনার প্রতি সব সময় আগ্রহী হয়ে থাকি কিন্তু আসল মুক্ত চিনার উপায় জানিনা। আজ আপনার পোস্টটি পড়ে অনেক কিছুই জানতে পারলাম। শুভকামনা থাকলো আপনার জন্য।

Loading...