আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আমি ও আল্লাহ্ তায়ালার রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে একগুচ্ছ ফুলের ছবি শেয়ার করবো যেটা আমি এঁকেছি। আশা করি শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন।
Drawing tools
এই পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে ফুল পছন্দ করে না বা ভালোবাসে না। এক কথায় আমরা সকলেই ফুল ভালোবাসি।এর সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। আমিও এর ব্যতিক্রম নই। আমি উপহার হিসাবে যে কোনো অনুষ্ঠানে ফুল নিতে বা দিতে পছন্দ করি। ফুল ভালোবাসার প্রতীক বলে আমরা সবাই জানি। যাই হোক, আজ আমি ফুলদানির মধ্যে লম্বা পাতা দিয়ে একগুচ্ছ ফুল আঁকতে শুরু করি।
ফুল আঁকতে যা যা প্রয়োজন হবে:-
- একটি সাদা আর্ট পেপার
- পেন্সিল
- কলম
- রাবার
- রং পেন্সিল
- একটি স্কেল
আঁকানো শুরু করা যাক
🌷প্রথম ধাপ🌷
- প্রথমেই আর্ট পেপারটি নিয়ে পেন্সিল দিয়ে একটি ফুলদানি এঁকে নিয়েছি এবং স্কেল দিয়ে ফুলদানির নিচে এটিকে বসানোর জন্য জায়গা এঁকে নিয়েছি।
🌷দ্বিতীয় ধাপ🌷
- ফুলদানির উপরে পেন্সিল দিয়ে তিন পাঁপড়ি বিশিষ্ট একই ধরনের ৩ টি ফুল ও পাঁচ পাঁপড়ি বিশিষ্ট ২ টি ফুল এঁকে নিয়েছি। এতে ফুলের সাথে ফুলদানিটি দেখতে বেশ মানাচ্ছে।
🌷তৃতীয় ধাপ🌷
- এবার ফুলদানিটিকে আরও সুন্দর দেখানোর জন্য আমি এটির গায়ে কিছু ফুল ও কিছু ডিজাইন আঁকিয়ে নিলাম। ফুলদানির উপরের ফুলগুলাতে কিছু লম্বা পাতা আঁকিয়ে নিয়েছি ফলে ফুলগুচ্ছ পরিপূর্ণতা লাভ করেছে। এরপর কলম দিয়ে ভালো ভাবে সম্পূর্ণ ফুলটি ও ফুলদানিটি আঁকিয়ে পেন্সিলের কালিটি আমি রাবার দিয়ে মুছে ফেললাম।
🌷চতুর্থ ধাপ🌷
- এবার ফুলগুলোকে বেগুনি রঙে রাঙিয়ে নিলাম ও ৫ পাঁপড়ি বিশিষ্ট ফুলের মাঝে হলুদ রং ব্যবহার করলাম।ফুলের পাতা ও ফুলের ডাল গুলোকে সবুজ রঙে রাঙিয়ে নিলাম যা দেখতে খুবই সুন্দর লাগছিলো।
🌷শেষ ধাপ🌷
- ফুলদানির উপরে ও নিচের দিকে গোলাপী রং করে ফুলদানির মাঝের ডিজাইন ও ফুলগুলোকে গোলাপী ও আকাশি রং করে নিলাম ও ফুলদানির সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এটির চারপাশে পেন্সিল দিয়ে গারো শ্যাডো ও মাঝ দিয়ে হালকা শ্যাডো করে নিলাম। অবশেষে পরিপূর্ণতা পেল আমার আঁকানো ফুলদানি ও ফুলগুচ্ছ।
Final result of my drawing
আশা করি আমার আজকের কাজটি সবাই উপভোগ করবেন।
শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে
very nice post, keep it up.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit