Lifestyle- The Diary Game || 4 July 2024 || After Many Days at The University Campus

in hive-170554 •  3 days ago 
My Diary
হ্যালো.......
আসসালামু আলাইকুম @steem4bangladesh কমিউনিটির বন্ধুগণ, আমি বাংলাদেশের ঢাকা থেকে বলছি। আজ (০৪/০৬/২০২৪)।

1000012886.png
Made by Canva
প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন ? আশা করি ভালো আছেন। আমি ও আল্লাহ্ তায়ালার রহমতে ভালো আছি। আজকে সারাদিন কি কি করলাম তা নিয়ে আপনাদের মাঝে একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন।


এবার গ্রামের বাসায় ঈদের ছুটি অনেক কাটালাম। প্রায় দীর্ঘ এক মাস। ছুটি শেষে গ্রাম থেকে অনেক দিন পরে ঢাকায় আসলাম। এসেই ব্যস্ত হয়ে পড়লাম ভার্সিটির ক্লাস নিয়ে। আজ আমার ভার্সিটিতে ক্লাস ছিলো। প্রতিদিনের ন্যায় আজ ও সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। আজ দুপুরের পরে ক্লাস থাকায় বেশ খানিকটা বিশ্রাম নেওয়ার সুযোগ হলো। দুপুরে গোসল করে খাওয়া দাওয়া সেরে রওনা হলাম ভার্সিটির উদ্দেশ্যে। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। তারপরও বের হলাম। কিছুক্ষণ হেঁটে বাস স্টপে এসে পৌঁছালাম। বাসের জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকা লাগলো এবং কিছুক্ষণ পরেই বাস চলে আসলো।

1000012866.jpg

বাসে উঠে বসলাম। রাস্তায় প্রচুর যানজট থাকায় ক্লাসে পৌঁছাতে দেরি হবে বিধায় ভার্সিটিতে শর্টকাট রাস্তায় যাওয়ার জন্য কিছুদূর পরেই নেমে গেলাম। তারপর একটি অটোতে করে ভার্সিটি পৌঁছে গেলাম। আমার ভার্সিটি-টি মিরপুর-২ এ অবস্থিত। আমার ভার্সিটির নাম বাংলাদেশ ইউনিভর্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি। সংক্ষেপে (বিইউবিটি)।
1000012882.jpg

তারপরও সবার আগে আমি ভার্সিটিতে পৌঁছিয়ে গেলাম। আমার ক্লাস ছিলো ২:৪৫ মিনিটে। ক্লাসে ঢুকে দেখি এখনও কেউ আসে নাই। তাই কিছুক্ষণ বসে ক্লাসের পড়া দেখছিলাম ও সেই ফাঁকে একটা সেলফি নিয়ে নিলাম।
1000012872.jpg

কিছুক্ষণ পরেই আমার সব বন্ধুরা চলে আসলো। সবার সাথে অনেকদিন পরে দেখা হওয়ায় কুশল বিনিময় করলাম। কিছুক্ষণ পর ম্যাম ও ক্লাসে এসে পড়ানো শুরু করলো। আমার ক্লাস চললো বিকাল ৪টা পর্যন্ত। ক্লাস শেষ করে সবাই বেরিয়ে পরলাম। নিচে একটা লাইব্রেরি থেকে আমি ও আমার একটা বন্ধু মিলে ২ টা বই কিনলাম।
1000012880.jpg

1000012878.jpg

ক্লাস শেষে আমরা ৩ জন বন্ধু মিলে একটু ঘুরাঘুরি করলাম ও আড্ডায় বসলাম। আড্ডা শেষে ৩ বন্ধু মিলে চটপটি ও ফুসকা খেলাম। আমি চটপটি নিলাম ও আমার ২ বন্ধু ফুসকা নিলো।
1000012884.jpg

খাওয়া দাওয়া শেষে সবাই যার যার মতো বাসায় চলে গেলো ও আমি বাসে চেপে বাসায় চলে আসলাম।

আজ এই পর্যন্তই বন্ধুগণ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


For work I Use:-
মোবাইলRedmi 13c
ফটোগ্রাফার@nirob1613
লোকেশনঢাকা, বাংলাদেশ
ছবি তোলাবাহিরে
আমার পরিচয়

1000011804.jpg
Canon EOS 1300D
আমি নাহিদ মোহাম্মদ নীরব। আমার ইউজার আইডি @nirob1613। আমি @steem4bangladesh-এ কাজ করছি বাংলাদেশের ঢাকা থেকে। আমি বাংলা ভাষায় লিখতে ও পড়তে ভালবাসি। ভ্রমণ আমার কাছে অনেক ভালো লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। আশা করি সবাই পাশে থাকবেন।

ধন্যবাদ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শহর থেকে গ্রামের চিত্র সবচাইতে বেশি পারফেক্ট। আমার জানামতে, কারণ যেদিকে তাকাই সেদিকেই সবুজ আর সবুজ গ্রামে। আর শহরে যেদিকেই তাকাবেন সেদিকে দেখবেন শুধু বড় বড় ভবন ছাড়া আর কিছুই নেই।

@maashraful জ্বি ভাইয়া আপনি ঠিক বলেছেন। শহরে আমরা চার দেয়ালের মাঝে বন্দি।

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI00
Period2024-07-06
ResultNo Club