Dear Diary,
আমি ছোট বাচ্চাদের মত আমার ভাতিজির খেলনা নিয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছি। গতদিন আমি আমার ভাতিজিকে এই খেলাগুলো কিনে দিয়েছিলাম যার আমার পূর্বের ডায়রিতে আমি শেয়ার করেছি। প্লাস্টিকের এই হাঁসগুলোর সাথে মুরগিও ছিল। সাদা ফোম দিয়ে ডিম তৈরি করা ছিল। যদিও কেনার কয়েক ঘণ্টার মাঝে আমার ভাতিজি সেগুলোকে হারিয়ে ফেলেছে। মুরগি গুলো কেউ সে হারিয়ে ফেলেছে কিন্তু এই হাঁসগুলো রয়েছে। বাচ্চাদের খেলনা সবসময় রঙিন কালার গুলো দিয়ে তৈরি করা হয়। মজার বিষয় হচ্ছে সবুজ ও কমলা এই হাঁসগুলোকে আমার কাছে কবুতর মনে মনে হয়েছে বেশী কিংবা এগুলো কবুতরই (হাহা)।
যারা গ্রামীন জীবনযাপনের সাথে পরিচিত তারা আমার এই ছবিটি দেখে বুঝতে পারছেন এটি কিসের ছবি। কিন্তু যারা গ্রামে থাকেন না কিংবা গ্রামে খুব বেশি আসেন না তারা এটি চিনতে পারবেন না। এইখানে কিছু সরিষা রোদে শুকাতে দেওয়া হয়েছে। আমাদের পাশের বাড়ির একজন এই সরিষা গুলো থেকে তেল বানাবেন তাই পূর্ব প্রস্তুতি হিসেবে এগুলোকে রোদে শুকিয়ে নিচ্ছেন। রোদে শুকানোর পূর্বে এগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছেন যেন এখানে কোন মাটির কণা না থাকে। আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন এগুলো বেশ পরিষ্কার সরিষা। সরিষা শোকাত শেখাতে আমি পাশের বাড়ির ভাবীর সাথে কিছুক্ষণ গল্প করেছি।
এই ছবিতে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন আমি জানিনা। এই ফুল গাছটি আমার কাজিনের, সে খুব শখ করে গাছটা রোপন করেছিল। বর্তমানে পড়াশোনার জন্য শহরে চলে গিয়েছে তাই এই গাছের যত্ন নেওয়ার কেউ নেই। যত্ন ছাড়াই এই গাছটি চমৎকার ফুল দিয়ে যাচ্ছে যা দেখে আমি নিজেও বেশ অবাক হয়েছি। এই ফুল গাছটির নাম আপনারা কেউ জানলে আমাকে জানাবেন। এখানে রয়েছে চমৎকার দুটি কালার যা যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। বুনোফুল আমার খুবই পছন্দ। বিশেষ করে ভাটি ফুল কিন্তু আজকাল আমি ভাটিফুল একদমই দেখতে পাই না। ভাটিফুলের স্মেল বেশি ভালো না হয় মানুষ খুব কম পছন্দ করে ভাটিফুল।
বিকেলে আমাদের প্রতিবেশীর বাচ্চারা বাইরে খেলাধুলা করছিল। তারা সবাই ক্রিকেট খেলছিল। আমি তাদের সবার ছবি তুলতে চাইলে একটি বাচ্চা জানিয়েছে ছবি তুলতে আগ্রহী নয় কেননা তার ছবি ভালো আসে না। আমি তাকে বেশ কয়েকবার বলি ছবি তোলার জন্য। তারপর তারা যখন ক্রিকেট খেলা শুরু হবে আমি তাদের ফটোগ্রাফি করি। এখানে সবচেয়ে সেটি হলো সব বয়সের বাচ্চার এখানে একসাথে ক্রিকেট খেলে।
রাতে আমি এককাপ আদা চা পান করি। রাতের খাবার শেষ করে চা পান করেছি। কাজী এন্ড কাজী টি এর এই আদা টি আমি আগে কখনো টেস্ট করিনি। প্রথমবারের টেস্ট করে আমার কাছে দারুন লেগেছে।
রাতে ঘুমানোর আগে আমি ইউটিউবে ভিডিও দেখি। উপরে আমি যে ভিডিওটির স্কিনশট শেয়ার করেছি সেটি একটি শ্রীলংকান ইউটিউবারের ভিডিও। তার ভিডিও আমি খুব পছন্দ করি কেননা সে প্রকৃতিকে দারুন ভাবে ফুটিয়ে তোলে তার ভিডিওতে। এই ভ্লগে সে ক্ষেত থেকে কাঁচামরিচ সংগ্রহ করা থেকে শুরু করে এর বিভিন্ন রকমের রেসিপি প্রস্তুত করে দেখিয়েছে।
Support @pennsif and @pennsif.witness for the growth of this creative platform. Vote for @pennsif.witness here
Device | Samsung Galaxy A12 |
---|---|
Photographer | @pea07 |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit