The Diary Game: 17.12.2024- A Fruitful Day

in hive-170554 •  21 hours ago 

As-salamu Alaykum ( 'Peace be upon you')


Dear Diary,


1000106689.jpg

আমি ছোট বাচ্চাদের মত আমার ভাতিজির খেলনা নিয়ে কিছুক্ষণ সময় কাটিয়েছি। গতদিন আমি আমার ভাতিজিকে এই খেলাগুলো কিনে দিয়েছিলাম যার আমার পূর্বের ডায়রিতে আমি শেয়ার করেছি। প্লাস্টিকের এই হাঁসগুলোর সাথে মুরগিও ছিল। সাদা ফোম দিয়ে ডিম তৈরি করা ছিল। যদিও কেনার কয়েক ঘণ্টার মাঝে আমার ভাতিজি সেগুলোকে হারিয়ে ফেলেছে। মুরগি গুলো কেউ সে হারিয়ে ফেলেছে কিন্তু এই হাঁসগুলো রয়েছে। বাচ্চাদের খেলনা সবসময় রঙিন কালার গুলো দিয়ে তৈরি করা হয়। মজার বিষয় হচ্ছে সবুজ ও কমলা এই হাঁসগুলোকে আমার কাছে কবুতর মনে মনে হয়েছে বেশী কিংবা এগুলো কবুতরই (হাহা)।


1000106692.jpg

যারা গ্রামীন জীবনযাপনের সাথে পরিচিত তারা আমার এই ছবিটি দেখে বুঝতে পারছেন এটি কিসের ছবি। কিন্তু যারা গ্রামে থাকেন না কিংবা গ্রামে খুব বেশি আসেন না তারা এটি চিনতে পারবেন না। এইখানে কিছু সরিষা রোদে শুকাতে দেওয়া হয়েছে। আমাদের পাশের বাড়ির একজন এই সরিষা গুলো থেকে তেল বানাবেন তাই পূর্ব প্রস্তুতি হিসেবে এগুলোকে রোদে শুকিয়ে নিচ্ছেন। রোদে শুকানোর পূর্বে এগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছেন যেন এখানে কোন মাটির কণা না থাকে। আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন এগুলো বেশ পরিষ্কার সরিষা। সরিষা শোকাত শেখাতে আমি পাশের বাড়ির ভাবীর সাথে কিছুক্ষণ গল্প করেছি।


1000106694.jpg

এই ছবিতে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন আমি জানিনা। এই ফুল গাছটি আমার কাজিনের, সে খুব শখ করে গাছটা রোপন করেছিল। বর্তমানে পড়াশোনার জন্য শহরে চলে গিয়েছে তাই এই গাছের যত্ন নেওয়ার কেউ নেই। যত্ন ছাড়াই এই গাছটি চমৎকার ফুল দিয়ে যাচ্ছে যা দেখে আমি নিজেও বেশ অবাক হয়েছি। এই ফুল গাছটির নাম আপনারা কেউ জানলে আমাকে জানাবেন। এখানে রয়েছে চমৎকার দুটি কালার যা যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। বুনোফুল আমার খুবই পছন্দ। বিশেষ করে ভাটি ফুল কিন্তু আজকাল আমি ভাটিফুল একদমই দেখতে পাই না। ভাটিফুলের স্মেল বেশি ভালো না হয় মানুষ খুব কম পছন্দ করে ভাটিফুল।


1000106701.jpg

বিকেলে আমাদের প্রতিবেশীর বাচ্চারা বাইরে খেলাধুলা করছিল। তারা সবাই ক্রিকেট খেলছিল। আমি তাদের সবার ছবি তুলতে চাইলে একটি বাচ্চা জানিয়েছে ছবি তুলতে আগ্রহী নয় কেননা তার ছবি ভালো আসে না। আমি তাকে বেশ কয়েকবার বলি ছবি তোলার জন্য। তারপর তারা যখন ক্রিকেট খেলা শুরু হবে আমি তাদের ফটোগ্রাফি করি। এখানে সবচেয়ে সেটি হলো সব বয়সের বাচ্চার এখানে একসাথে ক্রিকেট খেলে।


রাতে আমি এককাপ আদা চা পান করি। রাতের খাবার শেষ করে চা পান করেছি। কাজী এন্ড কাজী টি এর এই আদা টি আমি আগে কখনো টেস্ট করিনি। প্রথমবারের টেস্ট করে আমার কাছে দারুন লেগেছে।


1000107442.jpg

রাতে ঘুমানোর আগে আমি ইউটিউবে ভিডিও দেখি। উপরে আমি যে ভিডিওটির স্কিনশট শেয়ার করেছি সেটি একটি শ্রীলংকান ইউটিউবারের ভিডিও। তার ভিডিও আমি খুব পছন্দ করি কেননা সে প্রকৃতিকে দারুন ভাবে ফুটিয়ে তোলে তার ভিডিওতে। এই ভ্লগে সে ক্ষেত থেকে কাঁচামরিচ সংগ্রহ করা থেকে শুরু করে এর বিভিন্ন রকমের রেসিপি প্রস্তুত করে দেখিয়েছে।


Support @pennsif and @pennsif.witness for the growth of this creative platform. Vote for @pennsif.witness here


DeviceSamsung Galaxy A12
Photographer@pea07
Thanks everyone for reading my post

Regards

@pea07

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমেv। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিস্কর্ড সার্ভারে জয়েন হতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformatiojubayedhossen9n
Plagiarism / AI Free
#steemexlusive
Bot Faspiyaree
Verified User
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI6.8
Club Status5050
Period2024-12-21