আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই??? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
অনেকদিন পর আসলাম আমি আপনাদের সামনে , আমি অসুস্থ্য ছিলাম কিছুদিন , তার মধ্যে তিন দিন হসপিটালে ভর্তি ছিলাম। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ ।
সবাই আমার জন্য দোয়া করবেন
চলেন তাহলে আমি আজকে আপনাদের কি বিষয় বলবো সেটা দেখাই আর বলি
আজকে আমি একটা পেইন্টিং করবো যেটা একজনের অনুরোধ এ আকা ছবি।
মানে আমার পরিচিত একটা মেয়ের ভালোবাসার মানুষ এর ছবি ,
সে নাকি ফুটবল খেলতে খুব পছন্দ করে তাই তার ফুটবল নিয়ে দাড়িয়ে থাকা একটা ছবি দিয়েছে আকতে এখন আমি আঁকবো
চলেন বলি আমার এই ছবি আকতে কি কি লাগবে
উপকরণ
- বিভিন্ন কালার রং
- বিভিন্ন সাইজের ব্রাশ
- ক্যানভাস বোর্ড
- এক গ্লাস পানি
- একটা শুকনা কাপড়
- রং এর প্লেট
এই উপকরণ গুলো দিয়ে আমি এখন ছবি টা একে ফেলবো
ধাপ:এক
প্রথমে একটা মোটা ব্রাশ নিয়ে পানিতে ভিজিয়ে হালকা করে মুছে নিলাম,
তারপর ক্যানভাস এর ওপরে নীল আর সাদা রং একটু একটু করে ভরিয়ে নিলাম আকাশ আকার জন্য তারপর সুন্দর করে ব্রাশ করলাম পুরো আকাশ টা
ধাপ:দুই
এবার আঁকবো বিল্ডিং ,বিল্ডিং টা আছে চকলেট কালার তাই আমিও চকলেট কালার দিয়ে বিল্ডিং একে নিলাম , বিল্ডিং এর জানালা গুলা নীল গ্লাস দেয়া ,তারপর নীল গ্লাস একে নিলাম
ধাপ:তিন
এরপর পায়ের নিচে ঘাস এর জন্য সবুজ রং দিয়ে মাজুনি দিয়ে ফিনিশিং দিয়ে দিলাম যাতে ঘাস ঘাস মনে হয়,
বিল্ডিং এর পাশেই নারকেল গাছ আছে আর কিছু গাছ ওগুলো একে নিলাম
ধাপ: চার
এরপর মানুষ এর স্কেচ করলাম ,স্কেচ করে ওটাকে রং দিলাম রং দিয়ে পায়ের নিচে একটা বল একে নিলাম
তারপর বিল্ডিং এর কাছে একটা ছেলে দাড়িয়ে আছে ওটাকে একে নিলাম ।
এখন আমার পেইন্টিং রেডি , পেইন্টিং এর পাশে একটা আমার সাইন দিয়ে দিলাম ।
কেমন হয়েছে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন
আল্লাহ হাফেজ
Device | Name |
---|---|
Android | Realme c11 |
Camera | 13MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @rabeya1 |