আমাদের ফ্ল্যাট বাসা এই বাসায় কি মুরগির বাচ্চা পালন করা সম্ভব!! আম্মুর সখ মুরগি পালন করবে তাই আর আমরা কিছু বললাম না ,আম্মু পাঁচটা মুরগির বাচ্চা কিনলো
বাচ্চা গুলো খুব সুন্দর দেখতে সাদা সাদা হলুদ হলুদ বর্ণের গায়ের রং
আমি আগে পাখি পাখি পালতাম এখন পালি না পাখি গুলোকে খোলা আকাশে উড়িয়ে দিয়েছিলাম ওরা আপন মনে ওরে গেছে।
মুরগি গুলোর জায়গায় হলো আমার পাখির খাচা তে , খাচার মধ্যে পাখির খাবার এর পাত্র আছে ,পানির পাত্র আছে আর একটা মই আছে
খাঁচার ভিতর দেখলাম ওরা বেশ সাছন্দে থাকলে লাগলো , দুইদিন পর হটাৎ দেখলাম দুইটা মুরগি কেমন যেনো ঝিম পারছে
ওদের জন্য ওষুধ কিনে এনে খাওয়ালাম , তারপর খাবার খাওয়ালাম নিজের হাতে।
যেহেতু এই সময় ওদের মায়ের দরকার কিন্তু মা নাই তাই আমি ভাবলাম ওদের দুইজন কে আমি আমার কোলের মধ্যে রাখি আমার শরীর এর তাপে যদি একটু সুস্থ্য হয় , আমি যখন উঠে যাই তখন ওদের ছোট কাপড় দিয়ে পেঁচিয়ে আমার বিছানায় আমার গায়ের চাদর দিয়ে ঢেকে রেখে যেতাম
এভাবে সারাদিন গেলো , সন্ধ্যার পর থেকে দেখলাম ওরা আরো অসুস্থ্য হয়ে যাচ্ছে
ওদের শরীর যেনো ছেড়ে দিয়েছে ওরা দাড়িয়ে থাকতে পারছে না ,
ওদের দুজনকে রাতে আলাদা জায়গায় রেখে বাকি গুলা খাচার মধ্যে রেখে দিলাম
সকালে ঘুম থেকে উঠেই ওদের দেখতে গিয়ে দেখি ওরা আর বেছে নেই
ওরা মারা গেছে দেখেই ভীষণ খারাপ লাগলো কিন্তু কি করার
আর বাচ্চা আছে তিনটা ,এই তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে , ওদের আর শুধু খাচার মধ্যে রাখা হয় না, ওদের ছেড়ে দেয়া হয় , সারা বাসা জুড়ে হেঁটে বেড়ায় , ফ্লোর থেকে কি কি যেনো খায় ,
আর আমার ভাতিজা ওদের বাহিরে পেলেই এসে খপ করে ধরে খাচার মধ্যে এনে রেখে দিয়ে যায়
আমার ভাতিজা ওদের পেয়ে খুব খুশি
এই বাচ্চা গুলো একদিন বড় হবে ডিম পারবে।
মুরগি ওয়ালা গুলো মুরগি বিক্রি করতে এসে বলে গোল্লা গোল্লা মুরগির বাচ্চা, গোল্লা গোল্লা ডিম পাড়ে।
এগুলো বলে বলে ফেরি করে বেড়ায়
আর আমার ভাতিজা ও বলে গোল্লা গোল্লা মুরগির বাচ্চা,ডিম পাড়ে গোল্লা গোল্লা
আমার মুরগি গুলার জন্য সবাই দোয়া করবেন
তারা আমার রুমে আমার সাথে থাকে ,ঘুমায়,
এই মুরগি গুলোকে আল্লাহ বাঁচিয়ে রাখলে বড় হলে চেষ্টা করবো আবার আপনাদের দেখাতে
সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ্য রাখুন
আল্লাহ হাফেজ
Device | Name |
---|---|
Android | Realme c11 |
Camera | 13MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @rabeya1 |