আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন
আজকের কথা গুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি কি কি করেছি
সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পরে ঘরের কিছু কাজ ছিল সেগুলো করে আমার হাতের কাজ মানে শাড়ি পেইন্ট এর কাজে বসে পড়লাম কাজ করতে করতে একটা ফোন আসলো দেখলাম শাড়ির এক কাস্টমার ফোন দিয়েছে , কাস্টমার অবশ্য আমার পরিচিত আমার এক ফ্রেন্ড সে তার ভবিষ্যৎ বউ এর জন্য আমার কাছে থেকে পেইন্ট করা একটা শাড়ি কিনে রাখলো, সেই শাড়ি নেয়ার জন্য ফোন দিয়েছে ।
তারপর আমি কাজ রেখে শাড়ি ডেলিভারি দেয়ার জন্য তৈরি হয়ে বের হলাম শাড়ি নিয়ে , সাথে আরো কাজ নিয়ে , আমার ক্ষুদ্র ব্যাবসার কাজ গুলো আমি নিজেই করি ,ডেলিভারি ও আমি দেই, কাপড় সব আমি নিজেই দেখে কিনি , পাঞ্জাবি গুলা আমি টেইলার্স এ বানাতে দেই নিজেই আনি ।
আজ গেলাম অন্য অর্ডার এর শাড়ি কিনতে আর পাঞ্জাবির কাপড় কিনে টেইলার্স এ দিয়ে আসবো আর শেষে শাড়ি টা ডেলিভারি দিয়ে আসবো ।
আমার ওই ফ্রেন্ড এর নাম মেহেদী , আমি বের হয়ে ওকে যেখানে আসতে বলছি শেখাবে দেখি ও নাই মানে এখনো আসেনি তাই আমি অপেক্ষা না করে গেলাম শাড়ির দোকানে, শাড়ি কিনতেছি তখন মেহেদী ফোন করলো আমি ধরে বললাম শাড়ির দোকানে আছি একটু অপেক্ষা করতে, আমি শাড়ি কিনে বের হওয়ার পর দেখা হলো মেহেদির সাথে
তারপর ওকে বললাম আমার আরো কিছু কাজ আছে , ও জিজ্ঞেস করলো কি কাজ বললাম
বলার পর ও বললো ঠিক আছে তুমি তোমার কাজ করো আমিও তোমার সাথে থাকি , আমি বললাম ঠিক আছে তারপর ওকে নিয়েই পাঞ্জাবির কাপড় কিনলাম কেনা শেষে মেহেদী বলতেছে চলো তোমাকে বিরিয়ানি খাওয়াই তখন দুপুর ২ টা বাজে খিদা ও লাগছে কিন্তু আমি না করলাম কিন্তু মেহেদী খুব জোর করলো আমিও জোর করলাম খাবো না বাইরে মুখ খুলে বেপর্দায় আমি খাবো না অনেকে জোর করেও আমাকে রাজি করাতে পারলো না শেষে রাগ করে ফেললো।
তবুও আমি গেলাম না আমি টেইলার্স এর পথে পা বাড়ালাম তারপর ও মন খারাপ করে আমার সাথে আসলো , মেহেদী আর আমার বন্ধুত্ব অনেক দিনের কিন্তু কোনো দিন আমাকে দেখেনি , কখনো বলে ও নি যে দেখবে কারণ জানে আমি পর্দা করি , আজ খাওয়াতে চাইলো ওর জব হইছে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তাই কিন্তু আমি খেলাম না ।
তারপর গেলাম টেইলার্স এ পাঞ্জাবি বানাতে দিতে ও সাথে গেলো তারপর টেইলার্স থেকে ফেরার পথে ফুলের দোকান পড়লো সামনে তখন মেহেদী বললো তোমার তো ফুল খুব পছন্দ তাইনা আমি বললাম হ্যা তারপর বলতেছে দাড়াও আমি বললাম কেন ?
পরে বলতেছে তুমি তো বিরিয়ানি খেলে না ওই টাকা দিয়ে তোমাকে ফুল কিনে দেই ,
আমি বললাম আরে না দরকার নাই মেহেদী একটু রাগ করেই বললো খেলে না পর্দা করো খুব একটা রাগ করলাম না কিন্তু ফুল নিতে তো অসুবিধা নাই
তারপর দশটা গোলাপ আর একটা গাজরা কিনে দিলো ফুল গুলোর কয়েকটা ছবি তুললাম তারপর ওকে একটা ধন্যবাদ দিয়ে রিক্সা নিয়ে বাসায় চলে
আসলাম তখন তিনটা বেজে গেছে
দিনটার ভালোই ছিল
আবার অন্য কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে হাজির হবো আপনাদের সামনে
আল্লাহ হাফেজ
Device | Name |
---|---|
Android | Realme c11 |
Camera | 13MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @rabeya1 |
আপু আপনি তো পর্দা সহকারী ডেলিভারি করেন আপনার বন্ধু মেহেদী ছিল যে। সে তো জানে যে আপনি পতা সহকারে ডেলিভারি করেন আপনাকে খাওয়াতে এত জোর করা উচিত ছিল না। তাছাড়া আপনে গাঁজারা ও দশটি গোলাপ কিনেছেন অনেক ভালো লেগেছে।থ্যাংক ইউ আপু আপনার চলিত কথাগুলো আমাদের কাছে শেয়ার করার কারণে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনাকে আমার গল্প টা পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শাড়িতে তোমার হাতের প্রিন্টিং কাজ খুবই চমৎকার লেগেছে ।তুমি এবং তোমার কাজের দক্ষতা তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক এই দোয়া করি ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু
দুয়া করবেন, আমার ছোট ব্যাবসা টা যেনো অনেক বড় করতে পারি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার হাতের ফুলের পাপড়ি টা বেশ সুন্দর লেগেছে আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে দিনটির সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit