আমি রাবেয়া আজকে আসলাম আমার আজকের দিনের কিছু কথা আপনাদের বলবো আর কিছু ফুলের ছবি দেখাবো,
আমার সব থেকে প্রিয় ফুল কাঠগোলাপ
আজ আমি গিয়েছিলাম শেখ ফজলাতুন্নেসা হসপিটাল ,সাভার
আমি ওই হসপিটালের সামনে দিয়ে যখন ই যাই তখন ই ইচ্ছে করে একটু নেমে কাঠগোলাপ গুলোকে একটু ছুঁয়ে দেখি, হসপিটালের সামনে অনেক অনেক কাঠগোলাপ আর নাগ চাপা আর কয়েক কালার এর বাগান বিলাস
আজ হটাৎ আব্বু বললো চলো বাইরে যাই ঘুরতে যাই আর বাইরে খাওয়াবো
আমি বললাম ঠিক আছে দুপুরে তাহলে বিরিয়ানি খাবো আর ঘুরতে কোনো দর্শনীয় স্থানে যাবো না , যাবো হসপিটালে , আব্বু আশ্চর্য হয়ে বললো কেন হসপিটাল কেন!!
আমি বললাম আব্বু শেখ ফজিলাুন্নেসা হসপিটাল ,
আমার মনে হয় হসপিটাল টা অনেক সুন্দর এবং তার ভীতির দিয়ে বাইরে দিয়ে অনেক কাঠগোলাপ গাছ , ওখানে যাওয়ার আমার অনেক দিনের সখ আজ নিয়ে যাবেন
আব্বু বললো ঠিক আছে,
তারপর বের হলাম আমি আম্মু আব্বু আর আমার ভাগ্নি সে সে মাদ্রাসায় পরে তাই সেও সবসময় এর জন্য বোরখা পরে , সে পরে ক্লাস ফাইভে,
তারপর দুপুরে খাওয়া দাওয়া করে গেলাম হসপিটাল দেখতে ,
অটো তে করে গেলাম অটো আলা নামিয়ে দিলো হসপিটালের সামনে রাস্তার এপার সেখানে থেকে রাস্তা পার হতে মাটির নিচে দিয়ে রাস্তা আছে আমরা মাটির নিচ এর রাস্তা দিয়ে গেলাম
আব্বু আম্মু দুজন হসপিটালের গেট এর ওখানে বসার সিস্টেম আছে সেখানে অনেক মানুষ বসে আছে তারা ও বসে পড়লো আর আমাদের বললো যাও ঘুরে দেখো
আমি আর আমার ভাগ্নি কাঠগোলাপের বাগানের মধ্যে ঢুকলাম ঢুকে আমি তো এতো ফুল এক সাথে দেখে পাগল হয়ে যাচ্ছিলাম
আমি কল্পনা করছিলাম এটা যদি কোনো গ্রামে হত আর আমি সেই গ্রামে বাস করতাম আর আমি যদি ছোট হতাম তাহলে আমি এই কাঠগোলাপ বাগানের মধ্যে ফুলের বিছানায় শুয়ে গড়াগড়ি খেতাম !!!
কিন্তু সেটা ত সম্ভব না তাই নিজের খুশি মত চোখ ভোরে ফুল দেখলাম , কিছু ছবি তুললাম , পরে থাকা কিছু ফুল নিলাম
তারপর আব্বু ডাক দিয়ে বললো চলো ভিতর দিয়ে দেখে আসি এখন থেকে তো সড়ছই না তারপর গেলাম হসপিটালের ভিতরে ভিতরে ও অনেক সুন্দর
শান্ত পরিবেশ
এটা যে কোনো হসপিটাল মনেই হচ্ছে না , ভিতরে সুন্দর রাস্তা দুই ধার দিয়ে ফুল গাছ ,
পিছন দিকে লেক, সুন্দর একটা ব্রিজ ,
ব্রিজ এর নিচে সুন্দর সুন্দর গাছ একটা গাছের সাথে সুন্দর করে একটা দোলনা বাধা সেখানে যেতে পারি নি দুইটা মেয়ে ছিল দোলনায় বসে তারপর সন্ধ্যা হয়ে গেল আযান দিলো হসপিটালের ভিতরে মেয়েদের নামাজ ঘর আছে সেখানে গিয়ে নামাজ পড়লাম সবাই
নামাজ ঘরের মধ্যে
তারপর ফিরে চলে আসার সময় এক গুচ্ছ কাঠগোলাপ তুলে নিয়ে আসলাম
বাসায় এসে কয়েকটা ছবি তুলে ফুল গুলা বোতলে
রেখে দিলাম
আজ এই পর্যন্তই
আল্লাহ হাফেজ
Device | Name |
---|---|
Android | Realme c11 |
Camera | 13MP camera |
Location | Bangladesh 🇧🇩 |
Short by | @rabeya1 |
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 2/8) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি কাঠগোলাপের ফটোগ্রাফির পাশাপাশি আপনার আব্বু ও আম্মু এবং আপনার ভাগ্নীকে নিয়ে দুপুরের খাবার সম্পূর্ণ করে হসপিটাল দেখতে গিয়েছিলেন। তাই আমি আপনার পোস্ট টা পড়ে বুঝতে পারলাম আপনি ও আপনার ভাগ্নী মিলে কাঠগোলাপ বাগানে ঢুকে ভালোই মজা করেছেন। এবং আপনি হসপিটালের ভিতরে মেয়েদের জন্য নামাজের ঘর আসে সেখানে নামাজ পড়েছেন তা জেনে খুব ভালো লাগল। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করে জানানোর জন্য ভালো থাকবেন রাবেয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit