The dairy game ||07-06-2023|| প্রিয় কাঠগোলাপ দেখতে যাওয়া

in hive-170554 •  last year 
আসসালামুয়ালাইকুম

আমি রাবেয়া আজকে আসলাম আমার আজকের দিনের কিছু কথা আপনাদের বলবো আর কিছু ফুলের ছবি দেখাবো,

IMG_20230524_182452.jpg

আমার সব থেকে প্রিয় ফুল কাঠগোলাপ
আজ আমি গিয়েছিলাম শেখ ফজলাতুন্নেসা হসপিটাল ,সাভার

IMG_20230524_181413.jpg

আমি ওই হসপিটালের সামনে দিয়ে যখন ই যাই তখন ই ইচ্ছে করে একটু নেমে কাঠগোলাপ গুলোকে একটু ছুঁয়ে দেখি, হসপিটালের সামনে অনেক অনেক কাঠগোলাপ আর নাগ চাপা আর কয়েক কালার এর বাগান বিলাস
IMG_20230524_182912.jpg

আজ হটাৎ আব্বু বললো চলো বাইরে যাই ঘুরতে যাই আর বাইরে খাওয়াবো
আমি বললাম ঠিক আছে দুপুরে তাহলে বিরিয়ানি খাবো আর ঘুরতে কোনো দর্শনীয় স্থানে যাবো না , যাবো হসপিটালে , আব্বু আশ্চর্য হয়ে বললো কেন হসপিটাল কেন!!
আমি বললাম আব্বু শেখ ফজিলাুন্নেসা হসপিটাল ,
আমার মনে হয় হসপিটাল টা অনেক সুন্দর এবং তার ভীতির দিয়ে বাইরে দিয়ে অনেক কাঠগোলাপ গাছ , ওখানে যাওয়ার আমার অনেক দিনের সখ আজ নিয়ে যাবেন

IMG_20230524_182657.jpg

আব্বু বললো ঠিক আছে,
তারপর বের হলাম আমি আম্মু আব্বু আর আমার ভাগ্নি সে সে মাদ্রাসায় পরে তাই সেও সবসময় এর জন্য বোরখা পরে , সে পরে ক্লাস ফাইভে,
তারপর দুপুরে খাওয়া দাওয়া করে গেলাম হসপিটাল দেখতে ,
অটো তে করে গেলাম অটো আলা নামিয়ে দিলো হসপিটালের সামনে রাস্তার এপার সেখানে থেকে রাস্তা পার হতে মাটির নিচে দিয়ে রাস্তা আছে আমরা মাটির নিচ এর রাস্তা দিয়ে গেলাম
আব্বু আম্মু দুজন হসপিটালের গেট এর ওখানে বসার সিস্টেম আছে সেখানে অনেক মানুষ বসে আছে তারা ও বসে পড়লো আর আমাদের বললো যাও ঘুরে দেখো
আমি আর আমার ভাগ্নি কাঠগোলাপের বাগানের মধ্যে ঢুকলাম ঢুকে আমি তো এতো ফুল এক সাথে দেখে পাগল হয়ে যাচ্ছিলাম
IMG_20230524_181656.jpg

IMG_20230524_181846.jpg

আমি কল্পনা করছিলাম এটা যদি কোনো গ্রামে হত আর আমি সেই গ্রামে বাস করতাম আর আমি যদি ছোট হতাম তাহলে আমি এই কাঠগোলাপ বাগানের মধ্যে ফুলের বিছানায় শুয়ে গড়াগড়ি খেতাম !!!
কিন্তু সেটা ত সম্ভব না তাই নিজের খুশি মত চোখ ভোরে ফুল দেখলাম , কিছু ছবি তুললাম , পরে থাকা কিছু ফুল নিলাম

IMG_20230524_181912.jpg

তারপর আব্বু ডাক দিয়ে বললো চলো ভিতর দিয়ে দেখে আসি এখন থেকে তো সড়ছই না তারপর গেলাম হসপিটালের ভিতরে ভিতরে ও অনেক সুন্দর
শান্ত পরিবেশ
এটা যে কোনো হসপিটাল মনেই হচ্ছে না , ভিতরে সুন্দর রাস্তা দুই ধার দিয়ে ফুল গাছ ,
পিছন দিকে লেক, সুন্দর একটা ব্রিজ ,

IMG_20230524_183402.jpg

ব্রিজ এর নিচে সুন্দর সুন্দর গাছ একটা গাছের সাথে সুন্দর করে একটা দোলনা বাধা সেখানে যেতে পারি নি দুইটা মেয়ে ছিল দোলনায় বসে তারপর সন্ধ্যা হয়ে গেল আযান দিলো হসপিটালের ভিতরে মেয়েদের নামাজ ঘর আছে সেখানে গিয়ে নামাজ পড়লাম সবাই

IMG_20230524_191511.jpg
নামাজ ঘরের মধ্যে

তারপর ফিরে চলে আসার সময় এক গুচ্ছ কাঠগোলাপ তুলে নিয়ে আসলাম
বাসায় এসে কয়েকটা ছবি তুলে ফুল গুলা বোতলে

IMG_20230524_203210.jpg

রেখে দিলাম
আজ এই পর্যন্তই
আল্লাহ হাফেজ

DeviceName
AndroidRealme c11
Camera13MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@rabeya1
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

¡Congratulations! This post has been upvoted through -steemcurator07. We support quality posts, and good comments anywhere, with any tags.
PicsArt_05-29-09.43.25.jpg
Curated by :<@solaymann>

আপনি কাঠগোলাপের ফটোগ্রাফির পাশাপাশি আপনার আব্বু ও আম্মু এবং আপনার ভাগ্নীকে নিয়ে দুপুরের খাবার সম্পূর্ণ করে হসপিটাল দেখতে গিয়েছিলেন। তাই আমি আপনার পোস্ট টা পড়ে বুঝতে পারলাম আপনি ও আপনার ভাগ্নী মিলে কাঠগোলাপ বাগানে ঢুকে ভালোই মজা করেছেন। এবং আপনি হসপিটালের ভিতরে মেয়েদের জন্য নামাজের ঘর আসে সেখানে নামাজ পড়েছেন তা জেনে খুব ভালো লাগল। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এত সুন্দর পোস্ট শেয়ার করে জানানোর জন্য ভালো থাকবেন রাবেয়া।

আপনাকেও অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য