The dairy game|| 25 June 2023|| আমার ভালোবাসার ছাদ বাগান

in hive-170554 •  2 years ago 

আসসালামুয়ালাইকুম

কেমন আছেন সবাই?? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন
আমি বেশ কিছুদিন ধরেই অসুস্থ যে কারণে কোথাও একটা বের হওয়া হয়না তেমন , বাসায় ই থাকি মাঝে মধ্যে ছাদে যাই
ছাদে আমার ছোট একটা বাগান আছে যেখানে আমি বাহারি রকমের গাছ দিয়ে সাজিয়েছি আমার ছাদ বাগান

আজ সকালে ভালো লাগছিল না তাই ভাবলাম যাই ছাদে গিয়ে গাছ পালা গুলো দেখে আসি
গেলাম ওপরে গিয়েই চোখে পড়লো কয়েকটা ফুল ফুটে আছে গাছে , আর সব গাছ একদম সবুজ সতেজ হয়ে আছে , প্রতিদিন বৃষ্টি হচ্ছে যে তাই গাছ গুলো এত সতেজ
IMG_20230625_094500.jpg

চলেন আমি আজ আপনাদের কিছু গাছ দেখাই পরিচয় করিয়ে দেই
ড্রাগন ফল -

  • প্রথমে ফুল দেখতে দেখতে চোখে পড়লো আমার ড্রাগন ফলের গাছ টা আরে ড্রাগনে কলি আসছে আলহামদুলিল্লাহ,,
    orca-image-590767709.jpeg

দেখেই তো আমি খুশিতে লাফাচ্ছি ,এই প্রথম আমার ড্রাগন গাছে ফুল আসছে, হয়তো এই কলি টা থাকবে না, পরের বার থাকবে মনে হয়,আল্লাহ ভরসা

IMG_20230625_094710.jpg
রেইন লিলি -

  • তারপর দেখলাম আমার রেইন লিলিতে কলি আসছে এখন তো বৃষ্টির সিজন এখন রেইন লিলি আসবে ঝাঁকে ঝাঁকে
    তবে এই ফুল বেশিক্ষণ থাকে না এগুলা কলি দেখলাম ফোঁটা অবস্থায় দেখতে পাবো কিনা আল্লাহ জানে

received_965146034731543.jpeg

orca-image-294633137.jpeg
কাটা মুকুট -

  • আর আমার প্রিয় কাটা মুকুট সারা বছর ফুল দিয়েই যাচ্ছে এই ফুল একবার ফুটে এক মাস থাকে ফুটন্ত অবস্থায়
    কাটা মুকুট আছে কয়েক জাতের সব গুলো এখন দেখাবো না

IMG_20230625_094157.jpg
মস রোজ -

  • এখন দেখাই মস রোজ এটা দেখতে ছোট ছোট গোলাপের মত গ্রামে বেশির ভাগ মানুষ এটাকে ঘাস ফুল বলে , কিন্তু এটার নাম মস রোজ

IMG_20230625_093459.jpg
সাকুলেন্ট -

  • তারপর দেখেন কিছু সাকুলেন্ট , সাকুলেনট গুলা খুব সুন্দর দেখতে হয়েছে ও পট ভরে
    এই সাকুলেনট এর একটা বিষসত্ত আছে সেটা হলো এটার পাতা থেকেই নতুন গাছ হয়ে যায়

IMG_20230625_094539.jpg
স্পাইডার প্ল্যান্ট -

  • চলেন এবার দেখাই স্পাইডার প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট দেখতে খুবই সুন্দর,আকর্ষণীয়
    এটা ইনডোর প্লান্ট, এটি রুমে থাকলে কয়েকটা বাতাসের ক্ষতিকারক উপাদান মেরে ফেলে
    এই প্ল্যান্ট টা আমার রুমে ছিল কিছুদিন আগে হটাৎ এটার কি যেনো হইতেছিল পাতা গুলো মরে যাচ্ছিল তাই ওপরে এনেছি
    এখন বৃষ্টিতে প্রাণ খুলে ওরা হাসছে , রোদে ঝিলিক দিচ্ছে

আরো অনেক গাছ আছে আমার বাগানে
ধীরে ধীরে আপনাদের সব দেখাবো
আজ এই পর্যন্তই দেখালাম আবার অন্য কোনো দিন আসবো অন্য কোনো গাছ পালা নিয়ে
সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ্য রাখুন
আল্লাহ হাফেজ

DeviceName
AndroidRealme c11
Camera13MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@rabeya1
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You garden flower is so beautiful. I like very much your garden and next to see .

Thank you so much for your compliment

বাহ্ আপনার ছাঁদ বাগানে দেখছি খুব সুন্দর সু্ন্দর ফুলের গাছ রয়েছে।খুব ভালো লাগলো আপনার ড্রাগন ফলের গাছে কলি দেখে।ইনশাআল্লাহ পরেরবার থেকে গাছটি ফল দেওয়া শুরু করবে।

রেইন লিলি আর কাটা মুকুট ফুলকে পেছনে ফেলে আমার নজর পড়েছে মস রোজের দিকে।এই ফুলটার সাথে আমি অনেক ছোটবেলা থেকে পরিচিত।আমার বাড়ির আঙিনাতেও এই ফুল গাছটি লাগিয়েছি।তবে গ্রামে আমরা এই ফুলকে ঘাস ফুল বলে চিনি।

সাকুলেন্ট গাছটি আমার কাছে একেবারে নতুন একটি উদ্ভিদ। এই প্রথমবারের মতো সাকুলেন্ট গাছ দেখতে পেলাম আপনার পোস্টের মাধ্যমে।আর ফুলটির বিশেষত্ব শুনে মনে পড়ে গেলো পাথরকুচি গাছের কথা।কারণ পাথরকুচি গাছেরও তো জন্ম হয় পাতার কিনারা থেকেই।

স্পাইডার প্লান্ট আমি এর আগেও দেখেছি তবে গাছটির এই দারুণ গুণ সম্পর্কে আমি ইতিপূর্বে অবগত ছিলাম না।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফুলগুলোকে আমাদের সামনে তুলে ধরার পাশাপাশি এদের গুণ ও বিশেষত্বগুলো জানিয়ে দেবার জন্য।

ভালো থাকবেন।

আপনাকেও ধন্যবাদ কষ্ট করে আমার পোস্ট টা পড়ার জন্য আর এতো সুন্দর করে সাজিয়ে মন্তব্য করার জন্য
অসংখ্য ধন্যবাদ আপনাকে

My pleasure.

শুধু ফুলের ফটোগ্রাফি করেই আপনি একটি ডাইরি গেম করেছেন এটি আসলে ডাইরি গেম এর অংশ নয় .সারাদিনের অ্যাক্টিভিটিস গুলো আপনাকে উপস্থাপন করতে হবে. আপনি এটিকে ফটোগ্রাফিক পোস্ট হিসেবে ব্যবহার করতে পারতেন.