আজকে রাতে তৈরী করা একটি রেক কার্ড ডিজাইন
হ্যালো
আমার নাম রাব্বী।
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের মাঝে আজকে আমি একটি নতুন রেক কার্ড ডিজাইন তৈরি করে দেখাবো। আমি মোট বেশ কয়েকটি রেক কার্ড ডিজাইন তৈরি করেছি তবে একটি ডিজাইন আমি কয়েকটি ধাপ অনুসারে দেখাবো। আমার ডিজাইন গুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। পরবর্তীতে আবার নিত্য নতুন ডিজাইন দেখার জন্য। তাহলে চলুন শুরু করি।
প্রথমে রেক কার্ড এর সাইজ নিয়ে কথা বলি। বিভিন্ন সাইজের রেক কার তৈরি করা হয়। তবে আমি একটি কাস্টম সাইজে তৈরি করলাম।
থাম্বনেল ছবি
ভেতরে ব্যবহৃত ছবিগুলো pexelsথেকে নেওয়া।
প্রথমে আমি একটি সাদা কালার রেক্টাঙ্গেল নিলাম। তারপর একটি কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে ছবি নিলাম। আরেকটি পেনটুল দিয়ে শেপ তৈরি করে ছবিটি ক্লিপিং মাক্স করলাম। বিভিন্ন জায়গাতে ব্যানার, ফেস্টুন, ব্রসীয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট এর মধ্যে এই ক্লিপিং মাক্স করার প্রয়োজন হয়।
ছবি ক্লিপিং মাক্স করা
তারপর আমি পেন টুল দিয়ে আরেকটি শেপ তৈরি করলাম এবং কালার দেখে যাচাই-বাছাই করে কালার দিলাম। কালারের মধ্যে একটিতে আমি গ্রেডিয়েন প্রয়োগ করলাম। গ্রেডিয়েন দেওয়ার কারণে খুব সুন্দর দেখাচ্ছে।
পেনটুল দিয়ে আরেকটি সেপ তৈরী করা
এটা একটা লিফলেট বা ব্যানার বলতে পারেন। এখানে অনেক লেখার প্রয়োজন আছে। সে ক্ষেত্রে আমি কয়েকটি আইকন এবং ইলিপস দিয়ে কয়েকটা প্যারাগ্রাফ তৈরি করব সেখানে লেখা থাকবে। ভেতরে যে ছোট্ট সাদা আইকনটি দেখতে পাচ্ছেন সেই আয়কনটি ও পেন টুল দিয়ে তৈরি করা।
লেখার গ্রাফ তৈরী করতে আইকন ব্যবহার করা
যেহেতু আমি এটি প্র্যাকটিস স্বরূপ কাজ করছি তাই আমার কাছে কোন নির্দিষ্ট লেখা নেই। আপাতত আমি শুধুমাত্র বিভিন্ন ধরনের লেখা দিয়ে গ্রাফগুলো ভরে দেব। প্রথমে ব্যানারের হেডলাইনটি লিখলাম এবং মানানসই ফ্রন্ট ব্যবহার করলাম।
হেডলাইন লিখে শুরু করা
লেখাগুলো আমি কপি করে আলাদা আলাদা গ্রাফ এর মধ্যে ছেড়ে দিলাম এবং প্রত্যেকটি কে আলাদা আলাদা গ্রুপ তৈরি করলাম। প্রত্যেকটা সিলেক্ট করে কাজ করতে যেন সুবিধা হয়। তাই গ্রুপ তৈরি করার প্রয়োজন হয়।
আলাদা গ্রুপ তৈরি করা
এটা যদি কোন কোম্পানির হয় তাহলে সেই কোম্পানির লোগো বসানোর জন্য একটি আলাদা জায়গা তৈরি করে দিলাম। সাধারণত কার্ডের মধ্যে কোম্পানির লোগো থাকলে খুব সুন্দর দেখায়। আমি আপাতত কোন লোগো ব্যবহার করছি না। শুধুমাত্র লোগো বসানোর জন্য একটি নির্দিষ্ট জায়গা তৈরি করলাম।
লোগো বসানোর জন্য সঠিক জায়গা নিদর্শন করা
কাজের মধ্যেই স্মার্ট গাইড নেওয়া আছে। এই গাইডগুলো আপনার কাজ সোজা এবং অ্যালাইন ঠিক রাখতে সহযোগিতা করবে। এতে আপনার কাজ সুন্দর হবে লেখা বা সেপ আকাবাকা হবেনা। গাইড ব্যবহার করার ডিজাইনারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ।
একই কালারে আরেকটি ডিজাইন তৈরির প্রস্তুতি
একই কালার দিয়ে আমি ডিজাইনটি অপরদিকে ঘুরিয়ে দিয়ে নতুন আরেকটি ডিজাইনে পরিণত করার চেষ্টা করলাম। ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশাপাশি আমি আরো কয়েকটি ডিজাইন করেছি। যে ছবিগুলো আমি নিচে তুলে ধরলাম।
ডিজাইনটি কমপ্লিট করার পর
এডোবি ইলাস্ট্রেটর এমন একটি সফটওয়্যার যেখানে আপনি আপনি আপনার ডিজাইন jpg, png, psd, ai বিভিন্ন ধরনের ফাইল তৈরি করতে পারেন। এখানে ব্যবহার করার জন্য আমি jpg ফরম্যাটে কয়েকটি ছবি এক্সপোর্ট করলাম এবং স্ক্রিনশট ব্যবহার করলাম।
কাজের ফাঁকে আরো দুইটি ডিজাইন কমপ্লিট করা। আমার সব কাজগুলো করতে প্রায় অনেক সময় লেগেছ। ডিজাইন গুলো কেমন হয়েছে? অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তীতে আবার নতুন কোন ডিজাইন বা টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।
বি: দ্র:
আমার কাছে এই ফাইলগুলো AI ফাইল আছে। আপনি চাইলে এই ফাইলগুলো আপনার কাজে ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে আমি আপনাকে এই ফাইলগুলো এমনিতে ব্যবহার করার অনুমতি দিচ্ছি। যদি কারো ফাইলগুলোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি ফাইলগুলো পাঠিয়ে দেবো ধন্যবাদ।
Blogging Device Name | Galaxy F23 |
---|---|
Made Card | Adobe Illustrator 2023 |
Image Type | Rack Card Desing |
Created | @rabibulhasan71 |
Working Time | 2/3 Hours |
𝕋𝕙𝕒𝕟𝕜 𝕪𝕠𝕦 𝕖𝕧𝕖𝕣𝕪𝕠𝕟𝕖
Email- [email protected]
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Hi, Greetings, Good to see you Here:)
আপনি Diarygame, Any kind of Crafts , Drawing or Art , Recipe, Photography, Travel etc কন্টেন্ট শেয়ার এর মাধ্যমে আপনি শুরু করতে পারেন। এছাড়া আমাদের কমিউনিটি কর্তৃক আয়োজিত যেকোনো কনটেস্ট এ অংশগ্রহণ করতে পারবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Are you our representative of Bangladesh?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit