Better Life with Steem || THE DIARY GAME || 16/11/2023 || A beautiful day

in hive-170554 •  last year 
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন?? আশা করি সবাই বেশ ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। বন্ধুরা অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি পোস্ট করব আমার দৈনন্দিন কাজ।

আশা করি যদি আমার কোন ভুল হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Screenshot_20231116-213342_Collage Maker - GridArt.jpg

বন্ধুরা প্রতিদিনের মতো আমি ভোর 5:45 ঘুম থেকে উঠলাম,উঠে ফজরের নামাজ পড়লাম।এরপর একটু বারান্দায় গেলাম। যেহেতু প্রায় শীত পড়ে গেছে, সকালটা একটু বেশি ভালো লেগেছে আমার কাছে। মোটামুটি কুয়াশা পড়া শুরু করেছিল। একটু ঠান্ডায় বাহিরের সবুজ প্রকৃতি বেশ ভালোই লাগছিল আমার কাছে। কিছুক্ষণ বারান্দায় হাটাহাটি করে আবার একটু শুয়ে পড়লাম। সকালবেলার এই ঘুম টা বেশ মজার ,এটুকু ঘুম না গেলেই নয় ।মনে হয় যেন সারাটা দিন আর ভালোই কাটে না সকালে একটু না ঘুমালে😉। যাইহোক এরপর আবার শুয়ে পড়লাম কাঁথা গায়ে দিয়ে।

এরপর সকাল ৮:৩০ মিনিটে ঘুম থেকে উঠলাম। উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এরপর গিয়ে টেবিলে বসে পড়লাম নাস্তার জন্য। পাঁচ মিনিটের ভিতরে আমার স্ত্রী আমাকে সকালের নাস্তা দিল।

IMG-20231116-WA0003.jpg

এরপর আমি নাস্তা করেনিলাম,গরম গরম চা পান করে নিলাম। এবং দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম।

প্রায় নয়টার থেকে আমি দোকানে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। সকাল বেলায় আমার দোকানে যেতে কষ্ট লাগে। কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই। এরপর দোকানে গিয়ে প্রতিবারের মতো আমি দোকানের কাজে ব্যস্ত হয়ে গেলাম।দোকানে সকাল বেলায় একটু বেশিই চাপ থাকে।।তাই অনেক ব্যস্ত হয়ে যাই।

যাইহোক এরপর দোকানের যাবতীয় কাজ শেষ করে, আমি প্রায় দুইটার সময় বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ রেস্ট করলাম, আছে আমার স্ত্রী আমড়া মাখা এনে দিয়েছে। খুবই ভালো লেগেছিল আমড়া মাখা।

IMG-20231018-WA0000.jpg

এরপর আমি দুপুরের গোসল করে নিলাম,এবং জোহরের নামাজ পড়ে নিলাম এরপর সবাই মিলে দুপুরের খাওয়া খেতে বসলাম। বাসার সবাই আমার জন্য অপেক্ষা করছিল একসাথে বসে খাবার খেতে। সবাই মিলে একসাথে খাবার খেতে খেতে অনেক গল্প করল।

খাবার শেষে একটু রেস্ট এর জন্য বিছানায় গেলাম। এরপর ঘুমিয়ে নিলাম প্রায় এক দেড় ঘন্টার মত। এরপর উঠে আসরের নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে দেখলাম আমার আম্মু এবং ওয়াইফ লুডু খেলছিল, তাদের সাথে আমিও জয়েন হলাম। বেশ ভালই লাগছিল খেলতে, আসলে অনেকদিন পর এভাবে খেলেছি। ছোটবেলায় কিন্তু এই খেলা অনেক খেলতাম।

Screenshot_20231116-211926_Ludo King.jpg

যাইহোক এরপর মাগরিবের আযান দিলে মাগরিবের নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে মেয়ের সাথে কিছুক্ষণ গল্প গুজব, দুষ্টামি ,খেলা করলাম। এরপর সন্ধ্যা নাস্তা করলাম। নাস্তা শেষে আবারো দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। দোকানে গিয়ে আবারো প্রতিবারের মতো ব্যস্ত হয়ে গেলাম দোকানের সকল কাজে।

দোকানে গেলে আর নিশ্বাস নেওয়ার সময় থাকে না এতটাই ব্যস্ত হয়ে পড়ি। এরপর দোকানের সকল কাজ শেষ করে হিসাব-নিকাশ শেষ করে আমি আবারও রাত এগারোটায় বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় দেখি প্রায় অনেক দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে।অনেক অন্ধকার ও চারপাশ ,নিরিবিলি।

সবাই তাড়াতাড়ি বাসায় চলে যায় ,এবং খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। কারণ সকাল হতেই আবার সবার দৈনন্দিন কাজে যেতে হয়।অফিস ,আদালত,ব্যবসা সব মিলিয়ে এখনকার মানুষ খুবই ব্যস্ত বললেই চলে।

যাইহোক আমিও বাকি সবার মত বাসায় ফিরছি। এরপর বাসায় এসে হাতমুখ ধুয়ে নিলাম এবং রাতের খাবার খেতে বসলাম। খেতে খেতে একটু নিউজ দেখলাম।

দেশের অবস্থা খুব একটা ভালো না নির্বাচন নিয়ে যেমন ঝামেলা হচ্ছে, তেমনি হসপিটাল গুলোতে ডেঙ্গু সহ অন্যান্য রোগ এর অবস্থাও খুব খারাপ। যাইহোক এখন নিউজ দেখলে খুব একটা ভালো লাগে না। চারপাশের খবর দেখে খুবই খারাপ লাগে।

IMG-20231116-WA0009.jpg

খাবার খেয়ে এশার নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে ঘুমাতে গেলাম, শরীর বেশ ক্লান্ত তাই বেশি মোবাইল না চালিয়ে ঘুমিয়ে পড়লাম।

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি তো আপনার ডায়েরি গেমের মাধ্যমে অনেক কথা তুলে ধরেছেন যা পড়ে ভালো লাগল। আসলে সবাই কর্মে ব্যস্ত থাকে। আমি আপনার মতো ব্যস্ত থাকি।আপনি তো আপনার পরিবারের সাথে একসাথে খাবার খাওয়া পছন্দ করেন । আমি পছন্দ করি একসাথে খেতে পরিবারের সাথে। এছাড়া আপনি তো লুডু খেলা পছন্দ করেন। আমি মাঝে মাঝে লুডু খেলি। খুব ভালো লাগল আপনার পোস্ট টা পড়ে। ভালো থাকবেন ভাই

TEAM BURN

Congratulations, your comment has been successfully curated by @msharif at 10%.

Team Burn (1).png

  ·  last year (edited)

Many many thank you for your support ❤️❤️❤️

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

আসসালামু আলাইকুম ভাই আপনিও দেখে আমার মত ব্যবসায়ী মানুষ সারাদিন কর্ম ব্যস্ত থাকেন। দোয়া করি ভাই ব্যবসা আপনি সফল হন।আপনার কথার সাথে ভাই আমি একমত দেশের অবস্থা ভালো না কখন কি হয়। তারপরও আমরা বাঙালিরা আশায় থাকি নতুন সূর্যোদয়ের অপেক্ষা। ভালো থাকবেন ভাই।

চমৎকার ভালোবাসা রইলো

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI0
Period2023-11-17
ResultClub5050

TEAM BURN

Your post has been successfully curated by @msharif at 35%.

Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.

Team Burn (1).png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increase its price.