৮ ই আশ্বিন , ১৪৩০ বঙ্গাব্দ
২৩ সেপ্টম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
৮ই রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী
শনিবার।
শরৎকাল।
সর্বপ্রথমে আমি @mdkamran99 স্যারকে জানাই অসংখ্য ধন্যবাদ সুন্দর এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য। যার শিরোনাম হল "আমার প্রিয় অঙ্কন গ্রাম বা শহরের দৃশ্য"। আমার ব্যবহারকারীর নাম @rashidaakter আমি সত্যিই এই প্রতিযোগিতার বিষয়বস্তু পছন্দ করেছি কারণ আমি আঁকতে ভালোবাসি। আর সবচেয়ে বেশি পছন্দ করি গ্রামের দৃশ্য আঁকতে।
✅ Be creative and present us your Drawing through at least 5 steps. |
---|
ছবি আঁকার সরঞ্জামঃ
সরঞ্জাম | পরিমান |
---|---|
সাদা কাগজ | ১ টি |
পেন্সিলl | ১ টি |
প্যাস্টেল রঙ বা মোম রং | প্রয়োজন মতো |
ইরেজার | ১ টি |
স্কেল | ১ টি |
শার্পনার | ১ টি |
- | - |
অঙ্কন প্রক্রিয়াঃ
প্রথমে পেন্সিলের সাহায্যে পাহার, নদী ,গাছ ও একটি ঘরের ছবি একে নিয়েছি।
পেন্সিলে আঁকা ছবিটা গারো করে নিলাম ২ বি পেন্সিল দিয়ে।
এরপরে আমি মাঠ হলুদ, সবুজ ও বাদামি রঙ দিয়ে কালার করে নিলাম।
এরপরে দূরের সিমানা রঙ করে নিলাম গারো ও হাল্কা সবুজের মিশ্রনে। ঘরের রঙ করে দুই রকমের বাদামি রঙ ব্যবহার করে।
নদী রঙ করে দিলাম আকাশি ও নীলের মিশ্রনে।
পাহাড়ের রঙ করলাম সবুজ ও বাদামি রঙের মিস্রনে। সাদা আর নীলের ছোঁয়ায় আকাশ রঙ করে দিলাম। সেই আকাশে ঘুরে বেড়াচ্ছে মুক্ত পাখির দল।
✅ Why do you like your drawing? Briefly tell us. |
---|
গ্রামের দেশ বাংলাদেশ। এই গ্রাম বাংলার প্রকৃ্তি অপরূপ রূপে সাজে বিভিন্ন ঋতুতে। যদিও আমি ঢাকায় জন্মগ্রহন করেছি কিন্তু গ্রাম আমার বরাবরই পছন্দ। পাহাড় আমার খুব পছন্দ। আমার স্বপ্নের দৃশ্যগুলোর মধ্যে একটি হল পাহাড়ের কোলে নদীর পাশে একটি শান্ত গ্রাম। আমি সিলেটে বেড়াতে গিয়ে এই রকম গ্রাম দেখেছিলাম। সেই অতীতের দেখা একটি ছবি এঁকে আপনাদের মাঝে শেয়ার করলাম।
✅ What was your feeling while drawing your favorite scene? |
---|
এই ছবিটি অঙ্কন করার সময় আমার খুব ভাল লাগছিল। কারন এখন ছবি আঁকার সময় হয়না। আজকে আমি পাহাড়ের পাশে একটি গ্রামের চিত্র অঙ্কন করেছি যা আমার খুব প্রিয় একটি দৃশ্য। আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে। নীল আকাশে সাদা মেঘ ভাসছে।
আমি একটি সাদা কাগজে পাহাড়ের একটি মুহূর্ত আঁকার চেষ্টা করেছি এবং এটি আঁকার পরে আমার অনেক ভাল লাগছে যে আমি এই ঢাকা শহরে বসে এই দৃশ্যটি অনুভব করতে পারি।
আমি এই প্রতিযোগিতায় ও অংশগ্রহন করার জন্য আমি তিন বন্ধুকে আমন্ত্রন জানাচ্ছি @rumanaafroz @sumayaorin @shuly