সহজে মুরগির কাচ্চি বিরিয়ানি / Easy Chicken Kacchi Biryani

in hive-170554 •  last year 
আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা।

আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আপনাদের সহযোগিতায় আমার স্টিমিট যাত্রা এগিয়ে যাচ্ছে। আমি এই প্ল্যাটফর্মে চালানোর জন্য আপনার সমর্থনের প্রশংসা করব। আজ আমি আপনাদেরকে আজকে আমার দুপুরের রান্না শেয়ার করব। চিকেন কাচ্চি যা খুব সহজে রান্না করা যায় এবং সময়ও খুব কম লাগে।

a835fa20-4fbf-4211-b3ed-1ecf4038826f.jpg

বিরিয়ানি বাংলাদেশের অধিকাংশ মানুষের প্রিয় খাবারের একটি। সাধারণত, এমন কেউ নেই যে বিরিয়ানি পছন্দ করে না বা কোনো সমস্যা ছাড়াই খায়। এদেশে অনেক রকমের সুস্বাদু বিরিয়ানি পাওয়া যায়। যা মানুষ বিভিন্ন উৎসবে আনন্দের সাথে খায়, কখনো বাসায় তৈরি করে আবার কখনো রেস্টুরেন্টে যায়।

জেনে নেয়া যাক এরজন্য কি কি উপকরণ লাগবে।
উপকরনপরিমান
সুগন্ধি চাল৩/৪ কেজি
মুরগি১ কেজি
আলু১/২ কেজি
পেঁয়াজ৪-৫টি
হলুদ১/২ চামচ
মরিচ গুঁড়া১/২ চামচ
আদা রসুন বাটা২ চা চামচ
দইআধা কাপ
রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মসলা গুঁড়া২ চা চামচ
এলাচ৪-৫ পিসি
দারুচিনি২-৩ পিসি
তেল ৩-৪ কাপ
ঘি১ চামচ
তেজপাতা পাতা২পিসি
সবুজ মরিচ৬-৮ পিসি
ingredients (1).jpgingredients.jpg
প্রস্তুত প্রণালী

১ম ধাপঃ

মুরগির মাংস কেটে ধুয়ে নিন। মুরগির মাংসে লাল মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুনের পেস্ট, দই এবং পরিমানমত লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মেরিনেটের জন্য প্রায় ১ ঘন্টা রেখে দিন।

7714fbf1-6a9d-495b-b692-0bee2e118ec7.jpg4c94f26d-83ae-4961-8871-a9914f3844d4.jpg

২য় ধাপঃ

আলু ডুমো ডুমো করে কেটে লবন হলুদ মাখিয়ে লাল করে অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে ,অর্ধেক পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে।

c7368f9b-118e-469e-b0e4-4562820b5f3a.jpg56f22e94-7b24-4884-8ce3-e72c23e70034.jpg

৩য় ধাপঃ

চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রে চাল সিদ্ব হবে সেই পরিমান পানি নিয়ে ফুটাতে হবে। পানি ফুটে উঠলে তাতে গোটা গরম মশলা, লবন, তেল ও চাল দিয়ে ৬০% ভাত ফুটিয়ে ছেঁকে নিতে হবে।

5bba5776-dc90-4b6a-9333-6f2f4a5b642f.jpg450ac69e-2290-448d-9d72-f0a664d08172.jpg
bd5cf123-6dfe-4f03-90cd-ebf48b9aa171.jpg

৪র্থ ধাপঃ

এরপরে যে পাত্রে পোলাউ রান্নাকরা হবে সেই পাত্রে তেল ,মশলা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে মেরিনেট করা মুরগির মাংস দিয়ে ৫-৭ মিনিটের মতো ভেজে নিতে হবে। এই সময় কোনো রকম পানি দেয়া লাগবেনা।

af58db82-e95d-44b4-97e8-41f54f6b39cf.jpg3d18e682-6d9d-4238-b7ca-7b9dffd06931.jpg

৫ম ধাপঃ

মাংস কষানোর পরে ভাজা আলু ,পেঁয়াজের বেরেস্তা কাচামরিচ মাংসের সাজিয়ে নিতে হবে। তারপরে হাফ সেদ্ব করে রাখা ভাত বিছিয়ে দিতে হবে লেয়ার করে । ভাতের উপরে অবশিষ্ট বেরেস্তা ,কাঁচা মরিচ ,ঘি ,হাফ কাপ গরম পানি আর সামান্য গুঁড়া মশলা ছিটিয়ে হালকা মাঝারি আচে ঢেকে দমে রাখতে হবে ১৫ মিনিট। ১৫ মিনিট পরে চুলার আঁচ লো করে দোমে রাখতে হবে কিছুক্ষন।

0c731a29-ea99-4ebb-b6c1-ef24ab39cbc8.jpg8365801c-b7c2-4e25-811a-a2eee169ee64.jpg
d02cc8dd-c035-4142-bbb6-b1c8585f4d8d.jpg842cdfa6-97d2-49d1-8d21-27fc1b82cce6.jpg

পরিবেশনের আগে পোলাউ উপরে নিচে করে মিশিয়ে নিতে হবে। সালাদ এর সাথে গরম গরম কাচ্চি অসম্ভব মজা।

163c754d-425b-41f5-9cbf-15a8acd09fc8.jpg6bee7cca-0e41-4921-bfaa-e312eae2a5e5.jpg
CameraPlace and device
PhotographerRashida Akter
PhotographyTecno Spark 6 Air
LocationDhaka Bangladesh
অসংখ্য ধন্যবাদ পোস্টটি পরার জন্য

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWXyQU8aaFqAYor4kZvJHgAZiBhJTd9K9E3RK8aRSKo91pbp472GazHiwaTsuvYzaHuLMCAGYxPmZeB7bDauUia (1).png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI11.1
Period2023-12-15
ResultClub100
  • আপনি ক্লাব১০০ ট্যাগটি ব্যবহার করুন।

TEAM 2

Congratulations! This post has been upvoted through Curation Team#2. We support quality posts , good comments anywhere and any tags.


Curated by : @fombae

Screenshot 2023-12-12 092858.png

Thank you so much for your support.

Dear apu,
Your food looks so delicious. You took the ingredients which are need you describe beautifully. I am so fascinated to see your writing skill.Insaallah you will reach our destination.

Thank you so much.

Osadaron hoise