The Diary Game|| Date: 31-05-2024|| Preparation for Quarbani.

in hive-170554 •  last month 

আসসালামু আলাইকুম। আশাকরি আপনার সবাই সুস্থ ও ভালো ভালো আছেন। আজ আমার এই প্লাটফর্মে প্রথম পোস্ট। যদি আমার পোস্টিতে কোনো ভুল থেকে থাকে আশা করি তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করছি আমার ডায়েরি গেম পোস্ট। আমি আজ গতকাল শুক্রবারে আমার দিনটিতে আমার সকল কাজ নিয়ে শেয়ার করতে যাচ্ছি।

আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে নাস্তা করে বাজারে গেলাম বাজার শেষ করে বাসায় ফিরে গোসল করে জুম্মার নামাজের জন্য তৈরী হলাম। হালকা কিছু নাস্তা করে নামাজের উদ্দেশে বাসা থেকে বের হলাম । নামাজ শেষে ফিরার পথে এক ছোট ভাইয়ের সাথে অনেক দিন পরে দেখা হলো। আমার সাথে ফোন না থাকায় ওর ফোন থেকে একটি সেলফি তুললাম।

IMG_3670.jpg

তার বাসায় সব পরিবারে সদস্যদের খোঁজ খবর নিলাম।

IMG_3688.jpg
IMG_3677.jpg

দুপুরের খাবার শেষ করে কুরবানীর গরু কিনার উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম।

IMG_3690.jpg
IMG_3679.jpg

আমরা বরাবরই "আমিন মোহাম্মদ আগ্রো " ফার্ম থেকে গরু কিনি এবং কোরবানির ২-১ দিন আগে ফার্ম থেকে বাসায় নিয়ে আসি।

IMG_3682.jpg

এই ফার্মের প্রতিটি গরুই দেখতে অনেক সুন্দর এবং খুব আকর্ষণীয়।

IMG_3686.jpg

আমরা সেখান থেকে একটি গরু পছন্দ করলাম। গরুটির রং ছিল লাল এবং ওয়েইট মেশিন অনুযায়ী ওজন হচ্ছে ৪৯৫ কেজি।

IMG_3689.jpg

এই ফার্মের সব থেকে বড় আর দামী গরুটি হচ্ছে এটি। এটি দাম ছিল ৩০ লক্ষ।

বাড়ি ফেরার পথে সাভার বাজার দুটি বড় সাইজের কাঁঠাল কিনলাম। শুক্রবার থাকার কারণে রাস্তার জ্যাম অনেক কম ছিল, তাই খুব তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। তারপর বাসায় এসে হালকা পাতলা একটু নাস্তা করলাম।

IMG_3672.jpg

নাস্তায় ছিল পাঁকা আম ও পাঁকা পেঁপে । নাস্তা শেষে ক্লান্ত ছিলাম বলে একটু রেস্ট নিতে নিতেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে রাতের খাবার খাওয়া শেষ করলাম. এর পর কিছুক্ষন একটি ওয়েব সিরিজ দেখলাম "পঞ্চায়েত".

IMG_3694.jpg
IMG_3698.jpg

এই সিরিজ আমার কাছে অনেক ভালো লাগে তার কারণ হচ্ছে এই ওয়েব সিরিজে গ্রামের সকল কর্মকান্ড ও বিভিন্ন সমস্যাগুলোর সহজ সমাধান বের করে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে। ইচ্ছা করলে আপনারা এই ওয়েব সিরিজটি দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
এই ভাবেই আমি আমার শুক্রবার দিনটি কাটালাম। আশা করি আপনারা সবাই আমার এই প্রথম পোস্টি পড়ে আনন্দিত হবেন। সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেই শেষ করছি আজকের পোস্ট।

My Achievement -1 post link

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

🆕 New to Steemit? Start Here!

📜 Newcomers' Certification

স্বাগতম আপনাকে এই প্লাটফর্মে। এই প্লাটফর্ম এ আপনার যাত্রা শুরুর পূর্বে আমি আপনাকে নিউকামার কমিউনিটির ভেরিফিকেশন সিস্টেম এর নতুন আপডেট পোস্ট পরার জন্য আহবান করছি। আশাকরি এটি আপনাকে একটি পরিপূর্ণ ধারণা প্রদান করবে। তাই অবশ্যই সময় নিয়ে পোস্ট গুলো পরার পরামর্শ দিচ্ছি।

স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাকে গাইড লাইন দেয়ার জন্য আমি অবস্যই সময় নিয়ে এবং মনোযোগ দিয়ে নির্দেশনা গুলো পড়বো ও মেনে চলবো