edit pixllabe |
---|
আমাদের জীবনের সমস্যা আছে বলেই আমরা সমাধানের পথ খুঁজে বেড়াই! সবাই চেষ্টা করি কিভাবে সেই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবো! তাই বলে আত্মহত্যা করা মোটেও ঠিক নয়! আত্মহত্যা করা মহাপাপ,,, আত্মহত্যা করা ব্যক্তিকে মহান আল্লাহতালা ও পছন্দ করেন না।
প্রথমেই অসংখ্য ধন্যবাদ Steem For Bangladesh কমিউনিটিকে,, এবং তাদের মডারেটর মহোদয় কে! যারা কিনা খুবই সুন্দর একটা বিষয় প্রতিযোগিতার আয়োজন করেছে!
edit pixllabe |
---|
আমি কখনোই মনে করি না! আত্মহত্যা এই জীবনের শেষ উপায়! জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে! জীবনে এমন কিছু মুহূর্ত আসবে,, যেখানে আপনাকে কিছু বিষয় নির্বাচন করতে হবে! আপনার জীবনটাকে সঠিকভাবে গড়ে তোলার জন্য! তবে কখনোই আত্মহত্যার মতো মহাপাপ এর দিকে এগিয়ে যাবেন না।
জীবনটাকে আগে উপভোগ করতে শিখুন! সামান্য একটা বিষয় নিয়ে ঝামেলা করে,,, জীবনটাকে শেষ করে দেয়ার কোন মানে হয় না।
তাই আমি মনে করি,, জীবনে সমস্যা আসলে সমাধানের পথ খুঁজে বের করুন! হয়তোবা সেই সমাধানের পথ খুঁজে পেতে,,, আপনার একটু কষ্ট হতে পারে! কিন্তু তাই বলে কখনোই আত্মহত্যা করবেন না! আপনি হয়তো বা আত্মহত্যা করে এই পৃথিবী থেকে চলে যাবে! কিন্তু আপনার সাথে জড়িয়ে থাকা মানুষগুলো খুব কষ্ট পাবে।
✅ এমন কোন ঘটনা আছে যা আপনি দেখেছেন বা শুনেছেন? এই ঘটনার পেছনের কারণ কী বলে আপনি মনে করেন? |
---|
edit pixllabe |
---|
হ্যাঁ অবশ্যই আমি দেখেছি,, আমার ঠিক সামনেই আমার খুব আপন বড় জেঠুর ছেলে ভাইয়া একটা মেয়েকে খুব ভালোবাসতো এক কথাই বলতে পারেন পাগলের মত ভালবাসত! মেয়েটাও ভাইয়ের জন্য অনেক পাগল ছিল,,, কিন্তু তাদের দুই পরিবার তাদের এই ভালোবাসা স্বীকৃতি দিতে চাইছিল না। কারণ মেয়েটার পরিবার একটু দুর্বল ছিল।
আমার জেঠু এবং আমার আম্মা এই পবিত্র ভালোবাসা কে কোনোভাবেই মেনে নিচ্ছিল না! যার কারণে ভাইয়া অনেক চেষ্টা করেছে,, কিন্তু তার বাবা-মাকে রাজি করাতে পারেনি! তার বাবা-মার একটাই কথা মেয়েটার বাবা তেমন কোন কাজ করে না! কৃষিকাজ করে মেয়েটা দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করে! তাই তারা তাদের ছেলেকে এখানে বিয়ে করাবে না।
শেষমেষ গত তিন মাস আগে ভাইয়া এবং মেয়েটা একসাথে বিষ খায়! কারণ আমার জেঠু ভাইয়ার বিয়ে অন্য জায়গা ঠিক করে! কিন্তু ভাইয়া মেয়েটাকে অনেক ভালোবাসতো,, যার কারণে ভাইয়া রাতে ঘুমানোর আগে বিষ খেয়ে নেয়! এবং মেয়েটাও তার বাড়িতে বিষ খেয়ে,,, একই রাতে দুইজন এই দুনিয়া থেকে ওপারে চলে যায়।
আমি এখানে মনে করি,, দোষ হচ্ছে ভাইয়ার এবং আপুর! কারণ ভাইয়া যদি চাইত তাহলে অবশ্যই আপুকে নিয়ে পালিয়ে গিয়ে আলাদা একটা সংসার শুরু করতে পারতো! কিন্তু বাবা-মায়ের কথা চিন্তা করে ভাই এটা করেনি।
এখানে আমি শুধু ভাইয়ার দোষ দিতে পারি,, কারণ ভাইয়া চেষ্টা করলেই পারতো,, হয়তোবা তার বাবা-মা আজকে মেনে নিত না! এক বছর মেনে নিত না! কিন্তু পরবর্তীতে নিশ্চয়ই তো মেনে নিত! তারা অনেক বড় ভুল করছে আত্মহত্যা করে! তারা যদি পালিয়ে যেত,, তাহলে তারা তাদের জীবনটাকে আরো নতুন করে সাজিয়ে নিতে পারত।
✅ কিভাবে আপনি সেই ভাঙা মানুষদের আত্মহত্যার পথ থেকে ফিরে এসে তাদের জীবনকে আরও উন্নত করতে অনুপ্রাণিত করবেন? |
---|
edit pixllabe |
---|
আমি সেই মানুষ গুলোকে আজকে কিছু কথা বলব! যারা জীবনে অনেক কষ্ট পেয়েছেন,, দুঃখ পেয়েছেন,, মাঝে মাঝে চিন্তা করেছেন আত্মহত্যা করবেন! জীবন থেকে পালিয়ে যাবেন! জীবনটাকে শেষ করে দেবেন,, কিছু কথা মাথায় রাখবেন।
আপনার এই জীবনটা শুধুমাত্র একবার সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে! দ্বিতীয়বার এই পৃথিবীতে আসার মত সুযোগ আপনার হবে না! আপনার এই একটা জীবনে আপনার জীবনটাকে উপভোগ করুন! সময়ের সাথে নিজেকে পাল্টে ফেলুন,, একটা চলে গেছে কি হয়েছে! সামনে আরো অনেক পথ বাকি আছে।
যারা বিভিন্ন কাজ করতে গিয়ে বারবার বাঁধার সম্মুখীন হচ্ছেন! পরিবারের কাছ থেকে নানা ধরনের আজেবাজে কথা উঁচু গলায় নিচু গলায় কথা শুনতে হচ্ছে! তাদেরকে বলব কখনো পিছপা হবেন না। কোন কাজ করতে গিয়ে যদি মনে হয়,, এটা আমাকে দিয়ে হবে না! তাহলে আপনি ভুল করছেন,, একটা কাজ করার জন্য আপনি ১৫ বার চেষ্টা করেছেন! আরেকবার চেষ্টা করে দেখতে কি আপনার খুব বেশি ক্ষতি হয়ে যাবে।
কেউ আপনার মনটা ভেঙে দিয়েছে,, আপনার ভেতরটাকে এমন ভাবে ক্ষতবিক্ষত করে দিয়েছে! যা আপনি কল্পনাও করতে পারেননি! যে এই মানুষটা আমার সাথে এমন করতে পারে,, হয়তোবা দেখা গেছে পরিবারের কাছ থেকে কথা শুনতে শুনতে মনটা একেবারেই ভেঙে গেছে! মাঝে মাঝে চিন্তা করি জীবন থেকে পালিয়ে গিয়ে,, যদি ওপারে গিয়ে সুখে থাকতে পারতাম,, তাহলে হয়তো ভালো হতো।
এই চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিন! কেউ মন ভেঙে দিয়েছে চুপ করে থাকুন, কেউ আপনার সাথে উঁচু গলায় কথা বলেছে চুপ করে থাকুন। বারবার চাকরির ইন্টারভিউ দিতে হচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না! চেষ্টা করে যান,, সফলতা দরজায় আসি আসি করেও আসে না! নিজেকে বড় অযোগ্য মনে হচ্ছে একটু ধৈর্য ধারণ করুন।
আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন! কেউ আপনাকে আটকাতে পারবেনা! কিন্তু ততক্ষণ আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না! যতক্ষণ না আপনি নিজে চেষ্টা করবেন।
আমরা হাজার কথা বলেও আপনার জীবনে পরিবর্তন আনতে পারব না! কিন্তু আপনি যদি চান আপনার একটু চেষ্টায়,,, আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারবেন।
আপনি সারাদিনে কি কাজ করেছেন,, একটু ভেবে দেখুন কেন বারবার আত্মহত্যার মতো মহাপাপ করার কথা চিন্তা করছেন! কেন আপনি নিজের জায়গা থেকে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন না! আপনি চেষ্টা করলে কি পারবেন না অবশ্যই পারবেন।
আমি যদি বলি,, কেউ আপনাকে ছেড়ে চলে গেছে কিন্তু তারপরেও আপনি হাসতে পারবেন! আমার কথা কি আপনি বিশ্বাস করবেন! আমি যদি বলি আপনি একটা কাজ ১৫ বার করেছেন! আরেকবার চেষ্টা করলে আপনি সেই কাজ সম্পন্ন করতে পারবেন! আপনি কি বিশ্বাস করবেন।
একটা মানুষকে ১০ বছর ধরে বইয়ের মধ্যে পড়ানো হয়েছে! একটা সাইকেল কিভাবে চালাতে হয়! কিন্তু কখনো তাকে প্রাক্টিক্যালি দেখানো হয়নি,, সাইকেল কিভাবে চালাতে হয়! সে মানুষটা হয়তো বা পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে,, সাইকেল কিভাবে চালাতে হয়! এবং হয়তোবা 100 নম্বরে ১০০ নম্বরই পাবে! কিন্তু যখন তাকে সাইকেল চালাতে দেয়া হবে,, তখন সে হয়তোবা ১০ বার ১৫ বার সাইকেল থেকে পড়ে যাবে,, তারপরে কিন্তু সে ঠিকই সাইকেল চালাতে পারবে।
জীবনটাও ঠিক তেমন! কখনো যদি মনে হয় আমি আত্মহত্যা করব! তাহলে পরকালের কথা একটু চিন্তা করে দেখবেন! আপনি এখানেও আপনাকে কেউ শান্তি মত কবর দেবে না! আপনাকে কবর দেয়া হবে বাঁশ তলায়। যেখানে কোন মানুষ যায় না,, থাকে শুধু জীব যন্ত্র। ওপারে গিয়েও আপনি শান্তি পাবেন না! কারণ সৃষ্টিকর্তা আত্মহত্যা করা ব্যক্তিকে কখনোই পছন্দ করে না! তাই এসব করা থেকে বিরত থাকুন! জীবনটাকে উপভোগ করার চেষ্টা করুন, কোন কাজ পারছেন না! একটু ধৈর্য ধরে আবারো করার চেষ্টা করুন! জীবন সুন্দর আপনি সুন্দর,, আপনার পরিবারটাও সুন্দর হয়ে যাবে।
আজকের কাজ কখনো কালকের জন্য ফেলে রাখবেন না! আপনার কাছে যদি মনে হয়,, আপনি কিছু একটা করবেন,, তাহলে অবশ্যই আপনার প্রতিদিনের হিস্ট্রি গুলা মনে রাখুন! আপনি প্রতিদিন নেটে কি সার্চ করছেন সেই হিস্ট্রি গুলা সপ্তাহে একবার দেখুন! আপনি কি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কিছু একটা করছেন! নাকি আপনি আপনার আগের জায়গায় বসে আছেন।
আমি ঠিক জানিনা,, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছি কিনা! তবে আমার জায়গা থেকে চেষ্টা করেছি,, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য! জীবনে কিছু করার চেষ্টা করুন,,, আত্মহত্যার করার কথা কখনো কল্পনা করবেন না! সবার কাছে অনুরোধ করব।
আমি এখানে আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাতে চাই! আপনারা এখানে আসুন,,, এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন।
@jakaria121, @baizid123, @mahmud552
আজ আর লিখছি না! এ পর্যন্তই থাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ।