আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে আবার হাজির হলাম আমার আরো একটি দিনের ডাইরি গেম নিয়ে।
![2025-02-09-00-24-12-184.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWKj4Zica61G27bYZVPfjXuRR33vG6WDYauy2nw6GfR8w/2025-02-09-00-24-12-184.jpg)
গতকাল ছিল আমাদের চতুর্থ তলার ছাদ ঢালাই এর দিন। এজন্য আমি আগেই আমার ফার্মেসি থেকে ছুটি নিয়ে রেখেছিলাম। সাধারণত এই কাজগুলো একদম সকাল থেকে শুরু হয়। বেশিরভাগ সময়ই তা সকাল আটটা থেকে শুরু হয়। কিন্তু কি কারনে জানিনা, যারা কাজ করবে তারা দেরিতে এসে পৌঁছায়। তারা নয়টার পর প্রয়োজনীয় মেশিনপত্র নিয়ে আসে। দশটার দিকে তাদের লোকজন আসা শুরু হয়। এসে কাজের বদলে তারা খেতে বসে। তাতে আমি কিছু মনে করিনি। কারণ না খেলে কাজ করবে কিভাবে?
![]() | ![]() | ![]() |
---|
কিন্তু মনে মনে বিরক্ত হচ্ছিলাম। কারণ কন্ট্রাক্টারের উচিৎ ছিল আরো আগে এখানে এসে পৌঁছা। যাইহোক, যিনি আমাদের কাজের দায়িত্ব ছিলেন তাকে বিষয়টি বললাম। তিনিও রেগে ছিলেন। কারণ এই দেরির জন্য তারও দেরি হয়ে যাবে। এগারোটার পর কাজ শুরু হয়। কাজ শুরু হওয়ার পর বুঝতে পারলাম, এমনিতেই তারা দেরি করে এসেছে, তার উপর তাদের লোক দুজন কম। যার কারনে অন্যদেরকে সেই ঘাটতে পুষিয়ে কাজ করতে হচ্ছে। বুঝতে পারলাম, আজ আর রক্ষা নেই। কাজ শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যাবে।
![]() | ![]() |
---|
এই ধরনের কাজগুলোতে সব সময় মনোযোগ রাখতে হয়। কারণ যদি মিশ্রণে এলোমেলো হয়, অর্থাৎ সিমেন্ট, বালি, ইট, সিলেকশন বালি; এগুলোর মিশ্রণ যদি ঠিকমত না হয় তবে কাজটি দুর্বল হতে পারে। যার কারণে সব সময় মনোযোগ দিয়ে দেখতে হয়। যারা কাজ করে তারা দ্রুত কাজ সেরে যেতে চায়। কারণ তাদের কাজের হিসাব হয় ছাদের বর্গফুট অনুযায়ী। ঘন্টা হিসেবে নয়। তাই তারা একটি সিমেন্টের সাথে যতটুকু ইট প্রয়োজন তার চেয়ে বেশি দিয়ে ফেলে। যাতে তাড়াতাড়ি কাজ শেষ হয়। এতে করে বিল্ডিং এর মালিকের ক্ষতি হয়। যার কারণে নিজেদের এই বিষয়গুলোতে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়।
![]() | ![]() |
---|
সারাদিন ধরে কাজ চলে। তিনটার দিকে তারা কাজ কিছুটা বন্ধ রাখে। ওই সময়টুকু লাঞ্চ ব্রেক। কিন্তু আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। কারণ আর কিছুক্ষণ কাজ করলেই কাজটি একদম শেষ হয়ে যেত। কিন্তু যারা কাজ করে, তারা কঠোর পরিশ্রম করেছে। তাদের খিদা লাগাটাই স্বাভাবিক। লাঞ্চ শেষে তারা আবার কাজ শুরু করে। এভাবে পাঁচটার পর আমাদের ছাদের ঢালাই শেষ হয়। এই ছিল এই দিনের ডাইরি গেম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
![]() | ![]() |
---|