আমি সকাল ৫ টায় উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হইলাম। তারপর ফজরের নামাজ আদায় করলাম। তারপর তজবি পাঠ করলাম। বাহিরে বের হয়ে দেখি আকাশ অন্ধকার।হয়ে আছে। তাই আমি আবার ঘুমিয়ে পরলাম। তারপর উঠে পরলাম সকাল ৮ টার দিকে। আমার ছেলেকে ফ্রেশ করে দিলাম। আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা তৈরি করলাম। সবাই মিলে নাস্তা খাইলাম। রান্না করলাম। ছেলে তার বোনদের সাথে খেলতে গেলো। আমার মেয়ে পড়তে বসলো। আজ রান্না করলাম গরুর মাংস, আলু ভাজি, আর সবজি। তারপর এক ভাবি আসলো তার সাথে গল্প করলাম। উনি কিছু গাছের ডাল ছিল সেগুলো নিয়ে গেল।আমার মেয়ে রেডি হয়ে গেল স্কুলে যাওয়ার জন্য। আমি তার টিফিন রেডি করে দিলাম। তাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিলাম।
রাস্তার পাশে দেখি একটা কুকুর দাঁড়ায় আছে। আমার মেয়ে দেখে ভয় পেয়ে গেছে। তাই আমি মেয়েকে অটোরিকশাতে উঠাই দিয়ে বাসা চলে আসলাম। আমার স্বামী উঠে ফ্রেশ হয়ে নিলো৷ তাকে খাবার দিলাম। সে রেডি হয়ে অফিস চলে গেল। আমি রুমের আসবাবপত্র পরিষ্কার করলাম। রুম ঝারু দিলাম। তারপর আমাদের জমির কাজ করছে সেটা দেখতে গেলাম। ধান গুলো বড় হয়েছে। তারপর আমার ছেলেকে নিয়ে বাসা আসলাম।
দুপুর বেলা ছেলেকে গোসল করে খাওয়ায় দিলাম। তারপর ঘুম পারিয়ে দিলাম। আমিও ফ্রেশ হয়ে নামাজ আদায় করলাম। শাশুড়ী মা আসলো দুপুরের খাবার খেয়ে নিলাম। সুপারি কেটে দিলাম। দুইজন বসে গল্প করলাম। কিছু কাপড় ছিল ভাজ করে রেখে দিলাম। শাশুড়ী মায়ের মাথায় তেল দিয়ে দিলাম। গরুর মাংসের শুটকি বানাবো জন্য কিছু গরুর মাংস গুলোকে রোদে শুকাতে দিলাম। পাশে ধান শুকাতে দিয়েছে ভাবি রোদে।
বিকেল বেলা ফ্রেশ হয়ে আছরের নামাজ আদায় করলাম। ছেলে উঠে পরলো ঘুম থেকে৷ তাকে ফ্রেশ করে দিলাম। মেয়ে আসলো। তাদের আম কেটে দিলাম। হাঁস ও মুরগী গুলোকে খাবার দিলাম। পানি দিলাম। ফুলের গাছে পানি দিলাম। অনেক ফুল ফুটছে গাছে। দেখতে সুন্দর লাগছে। ছেলেকে নিয়ে ভাবির বাসা গেলাম। যাওয়ার পর দেখি একটা মুরগী বসে আছে। মাটিতে গর্ত করে বসে আছে।ভাবির সাথে গল্প করলাম। তারপর বাসা চলে আসলাম।
সন্ধ্যা বেলা আমার মেয়ে ছেলেকে হাতমুখ ধুয়ে দিল। আমিও হাতমুখ ধুয়ে নিাললাম৷ আমি হাঁস ও মুরগীর দরজা লাগিয়ে দিলাম। তারপর ওজু করে মাগরিবের নামাজ আদায় করলাম। আমার ছেলে ও মেয়েকে দুধ গরম করে খেতে দিলাম। চা করে শাশুড়ী মাকে দিলাম।আমিও খাইলাম। রান্না করলাম। আমার স্বামী আসলেন।এসে ফ্রেশ হয়ে নিল। আমার স্বামী ছেলের জন্য কিছু খেলনা, ক্রিম, সানগ্লাস, ঘড়ি নিয়ে আসছে। সেগুলো দিল ছেলেকে৷ সে পরে মহা খুশি।
রাত ১০ বাজে এশার নামাজ আদায় করে সবাই মিলে রাতের খাবার খেয়ে নিলাম। আমার ছেলেকে ঔষুধ খাওয়াই দিলাম। ছেলে কে ঘুম পারায় দিল তার বাবা। আমার মেয়ে পড়াশোনা শেষ করে ঘুমিয়ে পরলো শাশুড়ী মায়ের সাথে। আমার কাজ শেষ করে একটু ঔেসবুল চালাইলাম৷ তারপর ঘুম দিলাম।
ক্যামেরা | Samsung A10s |
---|---|
লোকেশন | লালমনিরহাট |
Achievement 1: My presentation on Steemit
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit