ডায়েরি গেম - ৯  ডিসেম্বর ২০২৪- আমার কাটানো  নরমাল  একটি দিনের কিছু সময়ের গল্প.

in hive-170554 •  10 days ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
Steem For Bangladesh সম্প্রদায়ের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন

বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবারও একই ডাইরি গেম নিয়ে এসেছি।

IMG_20241209_200322.jpg

সকালে ঘুম থেকে উঠতে অনেক ঠান্ডা অনুভব হলো। তাই ঘুম থেকে উঠে সাথে সাথে র গরম কাপড় পড়ে নিলাম। তারপরে চলে গেলাম অজু করার জন্য অজু করে ফজরের নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ হলে আবার কিছুক্ষণ শুয়ে রইলাম কারণ এত তাড়াতাড়ি নাস্তা বানালে তাকে দিয়ে ঠান্ডা হয়ে যাবে। কিছুক্ষণ পর আবার ঘুম থেকে উঠে গেলাম ও সকালের নাস্তায় আজকে চা বিস্কুট খেলাম। কারণ প্রতিদিন রুটি পারাটা খেতে ভালো লাগতেছিল না এজন্য আজকে চা বিস্কুট খেলাম। খাওয়া-দাওয়া শেষ করে ঘরের বাকি কাজগুলো করে চলে এলাম রান্নার জন্য সবজি গুলো কাটতে।

IMG_20241209_200333.jpg

আজকে আমি সিম, মুলারশাক ভাজি ও মূলা রান্না করব তাই সবজিগুলো কেটে সুন্দর করে দিয়ে দিলাম। এরপর সব কিছু গুছিয়ে আস্তে আস্তে রান্নার জন্য চলে এলাম। এরপর রান্না করতে করতে আমার ক্ষুধা লেগে গেল তাই আমি খাওয়ার জন্য কিছু আঙ্গুর নিয়ে এলাম। এই আঙ্গুলগুলো খেতে বেশ মজার এই আঙ্গুর ফল আমার বেশ ভালো লাগে খেতে।
রান্না করা পাতিল গুলো আমরা ঘরে নিই না পরিষ্কার থাকিলে রান্না গুলো নিয়ে নি ই। রান্না শেষ হয়ে গেলে আমি অপরিষ্কার পাতিল গুলো ধুয়ে নিলাম। এর পর চলে গেলাম গোসল করার জন্য গোসল করে এসে যোহরের নামাজ পড়ে নিলাম। সবার নামাজ পড়া শেষ হলে আমরা একসাথে বসে দুপুরের খাবার খেয়ে নিলাম।

IMG_20241209_200348.jpg

দুপুরের খাবার খাওয়া শেষ হলে আমি কিছু শুনতে গেলাম তখনই আমার ঘুম চলে আসে। ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি ঘরে আসরের নামাজ পড়ে নিলাম। নামাজ শেষ করে আবার ক্ষুধা লেগে গেল তাই আমি কিছু চানাচুর খেলাম।

IMG_20241209_200359.jpg

একটু পরে সন্ধ্যা হয়ে গেল তখন হাঁস মুরগি তাদের বাসায় ঢুকিয়ে দিলাম তারপরে অজু করে মাগরিবের নামাজ পড়ে দিলাম। আজকে আমার আম্মুর রাস্তার জন্য কিছু তেলের পিঠা বানাচ্ছিল। শীতের সময় গরম গরম তেলের পিঠা খেতে আমার অনেক ভালো লাগে তাই আজকে আমরা বিকেলের নাস্তার জন্য তেলের পিঠা বানান। গুলো খেতে অনেক মজা হয়েছিল তাই আমি অনেকগুলো ধ্যানে পিঠা খেয়ে ফেলি। এশার নামাজের সময় হলে নামাজ পড়ে নিয়ে অনেকগুলো তেলে পিঠা খাওয়ার জন্য আজকে রাতে আমি আর ভাত খেলাম না। রাতে ফ্রেশ হয়ে ঘুমানোর সময় হলে ঘুমাতে চলে যায়।

IMG_20241209_200425.jpg

তো বন্ধুরা আজকে আমার দিনটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবার নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব।

আজকের জন্য বিদায়। Allah Hafez
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I love to eat pitha during winters, you have presented your daily activities very nicely, it was very nice to see your daily activities, we all like to eat different food sometimes, thanks a lot for sharing this beautiful post with us.

আপনার তো পিঠাগুলো এবং খাবার গুলো দেখতে অনেক সুস্বাদু দেখাচ্ছে।আপনি যে পিঠাগুলো বানিয়েছেন এগুলো আমিও বাসায় ট্রাই করে খেয়ে দেখি। খাবার গুলো সত্যি খুব মজাদার। নিজে না খেয়ে দেখলে হয়তো বুঝতাম না।আপনি অনেক ব্যস্ত লোক। আপনি ব্যাপারটা ব্যস্ততার মাঝে সময় কাটিয়ে স্টিমিটে সময় কাটান বলে আমি খুবই খুশি। এভাবে এগিয়ে যান আশা করি সফলতা পাবেন