বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি।এসব আপনাদের সবার মাঝে নতুন নতুন ধরনের পোস্ট শেয়ার করতে আমি পছন্দ করি । আমি নতুন নতুন ধরনের জিনিস তৈরি করতে ভালোবাসি তাই যখন এই চোখের সামনে তৈরি করার মত কোন জিনিস চোখে পড়ে তখন তা দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি। কিছুদিন আগে আমার স্বামী দোকান থেকে আমাদের জন্য এ টবে করে মিষ্টি দই নিয়ে আসে। তখন এই টবটি দেখে আমার বেশ ভালো লাগলো তাই আমি এই টবটিকে রং করে ঘরে সাজানোর জন্য একটি ফুলের টব বানানোর সিদ্ধান্ত নেই। টবটি ছোট হলেও ফুলের টব হিসেবে এটি দেখতে বেশ চমৎকার দেখাবে।
মাটির টব
জল রং
তুলি
পানি
পেন্সিল
ধাপ -১
প্রথমে আমি টবটির ভিতরের অংশে সাদা রং দিয়ে সুন্দর করে রং করে দিলাম।
ধাপ -২
বিতরের রং গুলো শুকিয়ে এলে টপ চারপাশে সাদা রং দিয়ে রং করে দিলাম।
ধাপ -৩
এবার আমি টব টির উপরের অংশে নীল রং দিয়ে রং করে দিলাম।
ধাপ -৪
এবার টবের বাহিরে চারপাশে আমি পেন্সিল দিয়ে কিছু আঁকাবাঁকা লতা অংকন করে দিলাম ও তার সাথে কিছু পাতা ও ফুল অংকন করে নিলাম।
ধাপ -৫
আঁকাবাঁকা লতাগুলোকে আমি কালো রং করে দিলাম।
ধাপ -৬
এবার পেন্সিল দিয়ে অঙ্কন করা পাতাগুলোকে আমি সুন্দর করে সবুজ রং দিয়ে রং করে দিলাম।
ধাপ -৭
ফুলের টব টির উপরের কিছু অংশ ও নিচের কিছু অংশ আমি হলুদ রং দিয়ে রং করে দিলাম ।
ধাপ -৮
ফুলের টবটির ভিতরে যে ফুলগুলো অঙ্কন করেছি তা লাল রং দিয়ে রং করে দিলাম।
সবার শেষে, টবের ভিতরে আমি একটি আর্টিফিসিয়াল ফুল দিয়ে সাজিয়ে ফুলের টব তৈরি করে ঘরের ভিতরে সাজিয়ে দিলাম।
তো বন্ধুরা, আমি মাটির এই ছোট টব দিয়ে সুন্দর একটি ফুলের টব তৈরি করেছি। এই টব টি ঘরের যে কোন জায়গায় খুবই সুন্দরভাবে সাজানো যাবে। আজকে আমার তৈরি এই টবের প্রতিটি ধাপ আপনাদের সবার মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে।