আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন, এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি সুন্দর একটি অংকন তৈরি করার সেটি প্রাকৃতির হোকবা ফুল ফল যেটাই হোক না কেন। ছবি অঙ্কন করার চাই আমি খুবই আনন্দ উপভোগ করি তাই আমি মাঝে মধ্যে ছবি অঙ্কন করতে বসে পড়ি। আজকের এই ফুল আরো কমতি করতে পেরে আমি অনেক আনন্দিত কারণ এটি রং দিয়ে ফুটিয়ে তোলার মাধ্যমে খুবই সুন্দর একটি ফুল তৈরি হয়েছে। ছবি অংকন করতে পারলে আমার মনের ভিতরে একটি আনন্দ অনুভব হয় কারণ এই সুন্দর ছবি আপনাদের সবার মাঝে শেয়ার করতে পারি।পেন্সিল দিয়ে ছবি অংকন করার পর যখন এটি রঙ দিয়ে ফুটিয়ে তোলা হয় তখন এই অংকনটি আরো বেশি সুন্দর দেখায়।
সাদা কাগজ
পেন্সিল
রাবার
রং
ধাপ -১
ফুল অংকন এর জন্য প্রথমে আমি সাদা কাগজের মধ্যে পেন্সিল বিয়ে একটি গোলাপ ফুল আর্ট করে নিলাম।
ধাপ -২
অঙ্কন করা ফুলটির একটু দূরে আরও একটি গোলাপ ফুল অঙ্কন করে নিলাম ।
ধাপ -৩
একটি ফুলের এক পাশে একটি ছোট ফুল ও কিছু পাতা অঙ্কন করে দিলাম।
ধাপ -৪
ফুল দুইটির চারপাশে আমি কিছু ফুল ও পাতা অঙ্কন করে দিলাম।
ধাপ -৫
ফুলের উপরে আমি সুন্দর একটি প্রজাপতি অংকন করে দিলাম।
ধাপ -৬
প্রজাপতি টিকে আমি কালো রং দিয়ে সুন্দর করে ফুটিয়ে তুললাম।
ধাপ -৭
এবার আমি বড় ফুল দুইটিকে কমলার রং দিয়ে ফুটিয়ে তুললাম।
ধাপ -৮
এবার আমি ছোট ফুলগুলোকে কমলা রং করে দিলাম।
ধাপ -৯
ফুলের ডালগুলোকে আমি কালো রং দিলাম ও পাতাগুলোকে সবুজ রং করে দিলাম।
শেষ ধাপ
সবার শেষে পাতাগুলোকে আমি ফুলের পাপড়ি গুলোকে সুন্দর করে লাল রং করা দিলাম।
বন্ধুরা,আমি অবসর সময়টা অংকন করার মাধ্যমে পার করতে পারলে আমার বেশ আনন্দ হয়। আমি তো চেষ্টা করি আপনাদের সবার মাঝে নতুন নতুন ধরনের শেয়ার করতে কারণ আপনাদের সবার সুন্দর সুন্দর মন্তব্য করলে আমি অনেক উৎসাহ পায়। আজকে ফুলের অংক শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে।
You are very nice drawing post. Your sky picture shared with us is really awesome. And he has drawn some flowers in the picture, they are very nice, you have made the figures come out and besides, he has drawn a butterfly next to this flower, because of which this scene looks really nice. And tried to show how to make such a beautiful painting with few materials. Also try to share with us step by step after your drawing looks nice. It's been really nice anyway. Thank you so much for sharing such a beautiful drawing post with us, stay well and stay healthy. Best wishes to you.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit