বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি।আপনাদের মাঝে নতুন ধরনের পোস্ট নিয়ে আসতে আমার ভালো লাগে তাই আজকে নতুন একটি ডায়েরী এমনি এসেছি।
শীতের সকালে চারপাশের পরিবেশটা যতই দেখি আমার তত বেশি ভালো লাগে তাই ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে চলে গেলাম একটু হাঁটার জন্য। ঘরের পাশের বড় একটি মাঠ আছে যা চারপাশে সবুজে ঘেরা দেখে মনে হচ্ছে কুয়াশা চাদরে চারপাশটা ঢেকে রাখছে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছিল। সকালে কিছুক্ষণ হাতে আমার অনেক ভালো লাগে তাই কিছুক্ষণ হেটে আসলাম।
ঘরে এসে সবার জন্য সকালের নাস্তা বানাতে চলে গেলাম নাস্তায় আমি পরোটা বানিয়েছিলাম।এরপর আমার শ্বশুর আর ননদের সাথে একসাথে বসে সকালের নাস্তা করে নিলাম আমার শাশুড়ির নাস্তা করেনি কারণ তিনি সকালবেলা আর খালি পেটে একটি পরীক্ষা দিয়েছে এইজন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে তাকে নিয়ে হসপিটাল এ যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। হসপিটালে গিয়ে দেখি চারপাশের পরিবেশটা একেবারে নীরব হয়ে আছে এত সকাল সকাল কোন রোগী ছিল না হাসপাতালে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার শাশুড়ির টেস্ট করে নিয়ে আসি।
টেস্টের রিপোর্টগুলো প্রায় দুই ঘন্টা পরে দিবে তাই আমরা চিন্তা করি যে এতক্ষন হাসপাতালে বসে থেকে কি করব। হাসপাতালের একটু পরে আমার এক আন্টির ভাষা ছিল তাই আমি আর আমার শাশুড়ি তাদের বাসায় চলে গেলাম। তাদের বাসাটি দেখতে বেশ সুন্দর ছিল। আমরা তাদের বাসায় গিয়ে প্রায় আড়াই ঘণ্টা বসে তাদের সাথে কথা বললাম।
অনেকক্ষণ কথা বলার পরে আমি যাদের বাসাটা ঘুরে ঘুরে দেখতে ছিলাম তখনই আমার চোখের সামনে খুবই সুন্দর একটি পাখি চোখে পড়ে। এই পাখিটি তাদের একটি পোষা পাখির এর পক্ষ থেকে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। তারা শখ করে এখানে দুইটি পাখি পালন করে পাখিগুলোর জন্য খুবই সুন্দর একটি মাটির ঘর ছিল যা পাখির বাসাটিকে দেখতে আরো বেশী সুন্দর করে তুলে। এমনিতে আমার সব সময় পাখি দেখতে ভালো লাগে তাই আমি পাখির কিছু ফটোগ্রাফি করে ফেলি।
এরপর তারা আমাদেরকে নাস্তা দিলেন নাস্তা খেয়ে আবার হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়ে। হসপিটালে এসে কিছুক্ষণ পরে প্রথমের পরীক্ষার রিপোর্টগুলো সংগ্রহ করে তারপর আমার শাশুড়িকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে অনেকগুলো ওষুধ খেতে দেয় এবং একটি নিয়ন্ত্রক জীবন যাপনের পরামর্শ দেয়। এরপর আমরা একটি রিক্সা নিয়ে বাড়িতে চলে আসি। তো বন্ধুরা আজকের এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit