//Burnsteem25//পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা /The role of trees in protecting the environment.

in hive-170554 •  2 years ago 

আসসালামু আলাইকুম
🌹 হ্যালো বন্ধুরা আমি শাহরিয়ের বাংলাদেশ থেকে। 🌹

আমার বাসার সামনে আমি কিছু গাছ লাগিয়েছি সেই সকল গাছের ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এবং সাথে গাছ আমাদের পরিবেশের জন্য কতটা উপকারী এ সংক্রান্ত কিছু কথা আলোচনা করব। আশা করি আপনার পোস্টি পড়বেন।
পরিবেশ রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। গাছ আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। গাছ থেকে নির্গত অক্সিজেন ছাড়া আমাদের বেচে থাকা অসম্ভব। সবুজ গাছ পালাই আমাদের দান করেছে হাজারো ধরনের সুসাধু ফলমূল।চারিদিকের সবুজ গাছপালা যেনো আমাদের জীবনেরি চালিকাশক্তি। তবে ইদানিং এই সবুজ প্রকৃতি কে ধংসের নিদারুণ খেলায় মেতে উঠেছি আমরা। অর্থের লভেএই সবুজ গাছ গুলো কে কেটে ফেলছি।গাছ কেটে সবুজ বন কে ধংশ করে ফেলছি।

এই কাজ নিশ্চয় আত্তঘাটিক এবং নিজর পায়ে কুড়াল মারার মতো।তাই অসাবার কাছে আমার অনুরোধ অপ্র‍য়োজনে গাছ কাটবেন না। অসুন আমারা বেশি বেশি গাছ লাগায় এবং আমাদের পরিবেশ কে বাঁচায়।এবং আমারা মাদের বাংলাদেশ কে একটি সবুজ বাগানে পরিনত করি। পরিবেশ সুরক্ষায় গাছ লাগানোর কোন বিকল্প নেই।

বাংলাদেশ প্রকৃতির অপার দান। এরাকম উর্বর মাটির দেশ পৃথিবীতে আর একটি নেই। এখানে নেই কনো মরুভূমি নেই কোনো বরফে ঢাকা স্তুপ। এদেশের মাটিতে যে গাছ লাগাবেন সেই গাছই বেড়ে উঠবে। গাছ পরিবেশ এবং মানুষের বন্ধু। বাংলাদেশে 16 কোটি সক্ষম মানুষ যদি প্রতিটি মানুষ বছরে একটি করে গাছ লাগায় তাহলে প্রতি বছরে 16 কোটি নতুন গাছ লাগানো হবে।

IMG_20220901_164501.jpg

পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা।

পরিবেশ রক্ষায় এই গাছ আমাদের যে সফল ভাবে সাহায্য করে থাকে। তার পয়েন্ট গুলা আগে লিখে নি। তারপর বিস্তারিত আলোচনা করবো।

  • ১ বায়ুমন্ডল ও গাছ
  • ২ গাছ ও প্রানির নির্ভরশীলতা।
  • ৩) গাছ ও পরিবেশের তাপমাত্রা
  • ৪) গাছ ও ঝড়ের গতিবেগ।
  • ৫) গাছ ও পরিবেশ দূষণ।

পরিবেশ রক্ষায় গাছ এই সকল বিষয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থেকে।

বায়ুমন্ডল ও গাছ।

সূর্যআলোকের উপস্থিতিতে ক্লোরোফিল উত্তেজিত হয় এবং কার্বন ডাই অক্সাইড এবং জলের রাসায়নিক বিক্রিয়ায় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ বায়ুমণ্ডল থেকে খাদ্য তৈরি করে থাকে। এই প্রক্রিয়ার গাছ যে পরিমান কার্বন ডাই অক্সাইড গ্রহন করে তার সমপরিমাণ অক্সিজেন প্রকৃতি তে ফিরিয়ে দেই।
এভাবে গাছ পরিবেশের কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে।

IMG_20220829_164703.jpg

গাছ ও প্রানির নির্ভরশীলতা।

পৃথিবীতে ৯৯% হচ্ছে উদ্ভিদ এবং বাকি ১ % হচ্ছে প্রানি।
এই ১% প্রানির খাদ্য এই 99% উদ্ভিদ থেকে এসে থাকে। তাই গাছ পালা কমতে থাকলে প্রানি খাদ্য সংকটে পড়বে।
তাই আমারা সকলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গাছের উপরে নির্ভরশীল।

IMG_20220829_164723.jpg

গাছ ও পরিবেশের তাপমাত্রা ।

গাছ মাটি থেকে যে খাদ্য গ্রহণ করে থাকে সূর্যের তাপমাত্রা গাছ ফানি অংশ থেকে বেরিয়ে যেতে থাকে। যার ফলে গাছের আশেপাশের স্থান ঠান্ডা থাকে। কি কারণে যেসব অঞ্চলে বেশি গাছপালা রয়েছে সে সকল অঞ্চল অনেক ঠান্ডা হয়ে থাকে। কেননা অতিরিক্ত পানি বের করে দেওয়ার মাধ্যমে পরিবেশের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে।
IMG_20220901_180511.jpgIMG_20220901_180536.jpg

গাছ ও ঝড়ের গতিবেগ।

ঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ আরেকটি দুর্যোগ থেকে বাঁচাতে গাছের বিশেষ ভূমিকা পালন করে। জঘন্য অনেক জোরে ঝড় হয় তখন গাছ তার মোকাবেলা করে। ঝড় গাছের সাথে ঝড়ের গতি কমিয়ে দেয়। শুধু ঝড় নয় বন্যা এবং নদী ভাঙ্গন কমাতেও গাছের ভূমিকা অপরিসীম। নদী বা পুকুরের পাড়ে গাছ লাগালে নদী ভাঙ্গন ভাঙ্গন থেকে রক্ষা পাওয়া যায়।

পোস্টটি আর দীর্ঘ করব না আজকের মত এখানেই শেষ করবো অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে।
তার আগে আমি আমার বাসার কিছু গাছের ছবি আপনাদের সাথে শেয়ার করি।

IMG_20220829_172525.jpgIMG_20220829_172518.jpg
IMG_20220829_164655.jpgIMG_20220829_164649.jpg

সবশেষে বলতে চাই গাছি আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। প্রত্যেক প্রাণীই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গাছের উপরে নির্ভরশীল। তাই সবাইকে একটি কথা বলতে চাই গাছ লাগান পরিবেশ বাঁচান। সবাই অনেক অনেক ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আমার আজকের পোস্ট।

Photo Details

CategoryPhotography
CamaraPoco x3 pro
photographer@shahariar1
LocationBangladesh


🌹🌹Steem For Bangladesh🌹🌹

Thanks For All The Support

25 % for burn steem

@null.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গাছ আমাদের পরিবেশ এর একটি গুরুত্বপূর্ণ অংশ। গাছ থেকে আমরা অক্সিজেন সাপ্লাই পায়। তাই গাছের প্রতি আমাদের যত্নেশীল হওয়া উচিত। অনেক সুন্দর লিখেছেন। শুভকামনা রইল আপনার জন্য। ✌️

Budding work!🌱👍 Resteemed!

Loading...