দুপুর ১২ টা থেকে দুইটা পর্যন্ত আমি বাংলা পড়েছি। দুইটাই গোসল করে জোহরের নামাজ পড়ে নিয়েছি। দুপুরের খাবার শেষে আমি আমার বোনের বাসায় ঘুরতে যাই।
বোনের বাসায় যাওয়ার সময় আমাকে আনন্দমোহন কলেজের সামনে দিয়ে যেতে হয়। আমি ময়মনসিংহ শহরের নতুন আর আজ আমি প্রথম আনন্দমোহন কলেজ এর ভিতরে প্রবেশ করেছি। কলেজ টা দেখতে অনেক সুন্দর।
সকাল থেকে আমার কিছু করতে ভালো লাগছিল না কিন্তু বিকালে ঘুরতে যাওয়ার পর মন ভালো হয়েছে। বোনের বাসায় যাওয়ার পর আমি আমার বোনের ছেলে মেয়েদের সাথে অনেক মজা করেছি। তাদের সাথে অনেক গল্প করেছি। তাদের ছোটবেলার গল্প শুনিয়েছি। বোনের সাথে অনেক গল্প করেছি।
আমার ফোনে তাদের ছোটবেলার অনেক ছবি ছিল সেগুলো দেখে তারা খুব মজা পেয়েছে। রাতে আমরা সবাই একসাথে খাবার খেয়ে নিয়ে আমি আমার বাসায় চলে আসি। তারপর ফ্রেশ হয়ে আমি আবারও একটু পড়তে বসি। কিছুটা সময় পড়ার পর আমরা প্রতিদিনের মতো এক ঘন্টা গ্রুপ স্টাডি করি। গ্রুপ স্টাডির মাধ্যমে আমরা সহজেই আমাদের পড়াকে আয়ত্ত্বে আনতে পারি। রাত 11 টার দিকে আমাদের মেছে মিটিং বসে। এই মিটিং মাসে একবার বসে। এই মিটিং এর মাধ্যমে সারা মাসের সম্পূর্ণ খরচ একবারে হিসাব করা হয়।
যেমন: বাসা ভাড়া, পানির বিল ,গ্যাস বিল , ওয়াইফাই বিল , খালার বিল, ময়লার বিল ইত্যাদি। মিটিং শেষে আমরা যে যার রুমে চলে আসি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি । সবাইকে আবারো আমার সালাম রইল।
আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। |
---|
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you so much for your fruitful love.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit