নমস্কার,
আমি শিপন পাল। আমার স্টিমিট আইডি @sheponpal.
আশা করি সবাই ভাল আছেন। আমিও বাসুদেবের কৃপায় ভালো আছি। আজকের কনটেস্ট খুব চমৎকার একটি কনটেস্ট। ধন্যবাদ @msharif ভাইকে এতে সুন্দর কনটেস্ট আয়োজন করার জন্য। কনটেস্ট অংশগ্রহণ করতে আমি @miswarofficiall, @abija এবং @shariful12 এই তিন জনকে আমন্ত্রণ করি।
তাহলে শুরু করা যাক।
ক্যানভা দিয়ে বানানো
পাহাড় এবং সমুদ্র উভয়ের সৌন্দর্য আলাদা আলাদা। প্রকৃতির কোন সৌন্দর্যকে তুলনা করা যায় না কোন সৌন্দর্যের সাথে। বিভিন্ন পরিবেশের সৌন্দর্য বিভিন্ন রকম। সমুদ্র সৌন্দর্য এবং পাহাড়ের সৌন্দর্য সম্পূর্ণরূপে ভিন্ন। তবে আমি সমুদ্রসুন্দর্য এবং পাহাড়ের সৌন্দর্যের মধ্যে সমুদ্রের সৌন্দর্যটাকেই এগিয়ে রাখবো। সমুদ্র তীরে বসলে শুধু জলরাশির সৌন্দর্য দেখা যায়। সমুদ্রের পানি সে কলকল ধ্বনি মন ছুঁয়ে যায়। সমুদ্রের সৌন্দর্য এতটাই সুন্দর যে সেখানে সূর্যাস্ত পর্যন্ত দেখা যায়। এবং সাথে সূর্যোদয়। সমুদ্রের সৌন্দর্য মানুষের মন কারে শুধু একটি জায়গায়, তা হলো সমুদ্রের পানি। সমুদ্র পানি লবণাক্ত হয় এবং খুব পরিষ্কার নীল রঙের হয়।
Cox's Bazar Location what3words
সমুদ্রে বড় বড় জাহাজ চলাচল খুবই সুন্দর লাগে দেখতে। তাছাড়া সমুদ্রের তীরবর্তী এলাকায় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। এবং সামুদ্রিক মাছের ভাজাও খেতে পারা যায়। এই কারণে সমুদ্রের সৌন্দর্য অপরিসীম। তাছাড়া সমুদ্রের তলদেশের স্কুবা ডাইভিং করে সমুদ্রের অপার সৌন্দর্য্য উপভোগ করা যায়। সমুদ্রের মূল সৌন্দর্য মূলত তার গভীরে কারণ সেখানে বিভিন্ন প্রজাতির মাস শেওলা উদ্ভিদ দেখতে পাওয়া যায়। কিন্তু পাহাড়ের সৌন্দর্য তো এগুলি থাকে না। পাহাড়ে সৌন্দর্য অন্যরকম। যেমন শীতকালে পাহাড়ে গেলে কুয়াশার জন্য সুন্দর দৃশ্যগুলো দেখা যায় না। তাছাড়া বর্ষার সময়ে পাহাড়ে ওঠা খুব বিপদজনক। তাই আমি মনে করি পাহাড়ের চেয়েছি সমুদ্রের সৌন্দর্য বেশি সুন্দর।
Bandarban Location what3words
আমি পাহাড় এবং সমুদ্রের মধ্যে সবচেয়ে বেশি গিয়েছি সমুদ্রের কাছে । আমি বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে গিয়েছি দুবার। আমি প্রথমবার গিয়েছি ২০২০ সালের নভেম্বর মাসে। এবং দ্বিতীয়বার গিয়েছে ২০২১ সালের সেপ্টেম্বরে। এবং আমি বান্দরবান পাহাড়ি এলাকায় গিয়েছি একবার। আমি বান্দরবানের চিম্বুক পাহাড়, নীলগিরি এবং নীলাচল গিয়েছি।
পাহাড় এবং সমুদ্র দুই জায়গায় আমার অনেক স্মৃতি রয়েছে । সমুদ্রের সৌন্দর্য আমাকে বিমোহিত করে। কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত। কক্সবাজারে গিয়ে আমি অনেক আনন্দ উপভোগ করি। সমুদ্রের বিশালতা দেখে আমি হতভম্বিত হয়ে পড়ি। সমুদ্রের উঁচু উঁচু ঢেউ আমার মন কেড়ে নেয়। এবং সমুদ্রে লবণাক্ত পানিতে গোসল করার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। আমি সমুদ্রে স্নান করি।
Cox's Bazar Location what3words
স্নান করার সময় বড় একটা টিউব ভাড়া করি। ওটা দিয়ে সমুদ্রের মাঝে নেমে পড়ি। আমি প্রায় ২ ঘন্টা সমুদ্রের পানিতে মজা করি। এবং অনক ছবি তুলি। আমরা দুপুরের খাওয়া দাওয়া করে চলে গেলাম গ্রাডিএন্ড ফিস ওয়ার্ল্ডে। এখানে ভাই ১২শ প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে। সেখানে আমরা অনেক প্রজাতির মাছ দেখলাম।
গ্রাডিএন্ড ফিস ওয়ার্ল্ডে Location what3words |
---|
তারপর বিকেলে রাইডিং গাড়ি ভাড়া করে চালাই। তারপর সন্ধ্যায় টুনা মাছ ভাজা খাই।
Cox's Bazar Location what3words
Cox's Bazar Location what3words
আমি বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের জায়গা বান্দরবানে গিয়েছি একবার। পাহাড়ের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে তোলে। বাংলাদেশের উচু পাহাড় নীলগিরিতে গিয়ে আমি মেঘ ছুঁতে পেরেছি। ওখানে মেঘ আমাদের গায়ে এসে লাগে এবং ওই পাহাড়ে মেঘগুলি মনে হয় যেন আমাদের অনেক নিচে অবস্থান করে। পাহাড়ের চূড়ায় বসে মেঘ গুলোর ছোটাছুটি দেখার সৌন্দর্যটাই অন্যরকম।
নীলগিরিত Location what3words
পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার মূল অংশটাই হলো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে পাহাড়ে ওঠা। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে পাহাড়ে ওঠার সৌন্দর্যটা সবাইকে মুগ্ধ করে তুলবে। আমরা কয়েকজন চাদেঁর গাড়ি ভাড়া করি। প্রথমে আমরা চিম্বুক পাহাড় আসি।
চিম্বুক পাহাড় Location what3words
এই জায়গার সৌন্দর্য সত্যি ভাষায় প্রকাশ করার মতো না। চারদিকে শুধু মেঘ ভেসে বেড়ায়। তারপর আমরা নীলগিরি যাই দুপুরে। নীলগিরি প্রচন্ড রোদ ছিলো। কারন নীলগিরি সমুদ্রপৃষ্ঠ থেকে ২২১০ ফিট উপরে ছিলো।
নীলাচল Location what3words
আমরা কিছু সময় ওখানে থেকে বিকেলে নীলাচল আসি এবং সেখানে সূর্যাস্ত দেখি। তারপর আমরা রাতের বাসে করে চাঁদপুর চলে আসি।
সবার জন্য শুভকামনা রইল । ভালো থাকবেন সবাই।
ধন্যবাদ সবাইকে ।
Twitter share
https://twitter.com/SheponPal/status/1667495014589698049
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Semangat broo, Terus melakukan yang terbaik, Tetap konsisten dan rutin, Semoga berhasil dalam kontes nya👍
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thanks for visiting my post.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বান্দরবান এ সাত মাস থাকার সুযোগ হয়েছিলো। আমার জীবনের সুন্দর সময় গুলোর অন্যতম ছিলো। আপনার পোষ্ট টি আপনি সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আপনার আনন্দ আমাদের সাথে শেয়ার করেছেন।
ধন্যবাদ
@hasina78
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কথাটি আমার কাছে বেশ ভালো লেগেছে, আসলে দুটোই দুই ধরনের ভিন্নভাবে সৌন্দর্য ফুটে উঠেছে, পাহাড়ের সৌন্দর্য এক রকম, আবার সমুদ্রের সৌন্দর্য আরেক রকম, তবে মানুষের মধ্যে কোনটা প্রতি একটা আকর্ষণ থাকবে এটা স্বাভাবিক। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ভেসে যেতে মন চায় মেঘের বাড়িতে,
আবার সমুদ্র সৈকতের সৌন্দর্য সর্বাধিক ফুটে ওঠে, এই সমুদ্র তে ছোট বড় সকল ধরনের মানুষই সাহসিকতার সহিত উপভোগ করতে পারে, আর পাহাড়ে সকল ধরনের মানুষ যেতে পারেনা, কারন এটা একটু ভয়ংকর সুন্দর হয়ে থাকে, যাইহোক আপনি সুন্দর ভাবে পোস্টটি সাজিয়েছেন ভালো লেগেছে , আপনার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit