How To Draw A Aquarium Scenery With Fish

in hive-170554 •  7 months ago 

Hello everyone, i am @shimu12

From: #Bangladesh

IMG_20231228_211809.jpg

আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি৷ আপনারা জানেন আমি আকঁতে অনেক পছন্দ করি। আজ আমি আপনাদের সাথে আমার আঁকা অন্য একটি ছবি শেয়ার করবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

#ছবিটি সম্পর্কে

ছবিটিতে আমি অ্যাকুরিয়াম এর ভেতর মাছের ছবি এঁকেছি। অ্যাকুরিয়াম এর ভেতর মাছ চাষ করা হয় মূলত সৌন্দর্যের জন্য। এ্যাকউরিয়ামে বিভিন্ন ধরনের রঙিন মাছ চাষ করা হয়। দেখতেও খুবই সুন্দর লাগে।

আমার অনূভুতি

ছবিটি এঁকে আমার অনেক ভালো লাগছে। আরো বেশি ভালো লাগছে এই কমিউনিটির মাধ্যমে আপনাদের সবার সামনে আমার আঁকা ছবিটি উপস্থাপন করতে পেরে।

প্রয়োজনীয় উপকরণগুলো

১. A4 সাইজ সাদা কাগজ
২. পেনসিল
৩. রাবার
৪. স্কেল
৫. কাটার
৬. কম্পাস
৭. কালারফুল পেনসিল বক্স

ছবিটি আঁকার ধাপগুলো পর্যায়ক্রমে

ধাপ :১

প্রথমে ছবিটি আঁকার জন্য সমস্ত উপকরণগুলো একত্রে করবো এবং তারপর ছবিটি আঁকা শুরু করবো। এবার একটি একটি কম্পাসের সাহায্যে গোল করে এঁকে নিবো। নিচের অংশ ফাঁকা রাখবো। উপরের অংশে গোল পাত্রের মুখসহ ঢাকনা এঁকে নিবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231228_211449.jpg

ধাপ:২

এবার নিচের ফাঁকা অংশে একটি স্কেল এর সাহায্যে পাত্রের নিচের অংশ এঁকে নিবো। তারপর অ্যাকুরিয়াম এর ভিতরে ছোট বড়,মাঝারি আকারের অনেকগুলো পাথরের মতো করে এঁকে নিবো। তারপর অ্যাকুরিয়াম এর ভেতর পাথরের উপর গাছ আঁকবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231228_211531.jpg

ধাপ:৩

এবার অ্যাকুরিয়াম এর ভেতর ছোট বড় অনেকগুলো গাছ আঁকবো। বিভিন্ন ধরনের গাছ এঁকে নিবো। তারপর মাছ আঁকবো। অনেকগুলো মাছ এঁকে নিবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231228_211555.jpg

ধাপ:৪

এবার ছবিটি আঁকা সসম্পূর্ণ হলো। এই পর্যায়ে ছবিটিতে রঙ করবো। প্রথমে পাত্রের মুখের অংশে এবং নিচের অংশে পার্পেল কালার দিয়ে রঙ করবো। তারপর মাছগুলোতে লাল, কমলা এভাবে বিভিন্ন ধরনের রঙ করবো। তারপর গাছের অংশে গাঢ় সবুজ রঙ দিবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে৷

IMG_20231228_211627.jpg

ধাপ:৫

এই পর্যায়ে সমস্ত গাছের অংশে রঙ করবো। একটি একটি করে সব গাছগুলোতে রঙ করবো। কয়েক জায়গায় হালকা সবুজ এবং কয়েক জায়গায় গাঢ় সবুজ রঙ করবো। তারপর পাথরের অংশে পেনসিল এর সাহায্যে রঙ করে নিবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231228_211712.jpg

ধাপ :৬

দেখতে দেখতে ছবিটির শেষ পর্যায়ে চলে এসেছি, এই পর্যায়ে ছবিটির পাত্রের মুখের অংশে পেনসিল এর সাহায্যে রঙ করে নিবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231228_211731.jpg

ছবিটির চূড়ান্ত ফলাফল

IMG_20231228_211809.jpg

এটাই হলো আমার আঁকা আজকের ছবিটি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে৷ ভালো লাগলে আপনার মূল্যবান মন্তব্য এর মাধ্যমে জানাবেন

AB
Categoryart
Artist@shimu12
Devicevivoy21t

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25X
Community beneficiariesX
Voting CSI19.8 ( 3.28 % self, 122 upvotes, 71 accounts, last 7d )
Period2023-12-28
Resultclub5050

আপনার সেল্ফ ভোটিং রেট শূন্য (০) রাখার চেষ্টা করুন।