How To Draw a Beautiful Butterfly On The Flower

in hive-170554 •  last year 

Hello everyone, I am @shimu12

From: #Bangladesh

IMG_20231119_225951.jpg

আসসালামু আলাইকুম। স্টিমবন্ধুরা সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে।আপনাদের সাথে আমার আঁকা ছবি শেয়ার করতে খুব ভালো লাগে। আমি আঁকতে ভালোবাসি। যে কোনো ধরনের ছবি আঁকতেই ভালোলাগে হতে পারে সেটা সাদা-কালো কিংবা রঙিন। আজ আমি আপিনাদের সাথে আমার আঁকা একটি ছবি শেয়ার করবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

ছবিটি সম্পর্কে কিছু কথা

ছবিটি একটি প্রজাতির। প্রজাপতিটি একটি ফুলের উপরে এসেছে। প্রজাপতি দেখতে অনেক সুন্দর এবং আর্কষনীয়।প্রজাপতি বিভিন্ন রঙের হয়। প্রজাপতির শরীরে অনেক গুলো রঙের সমন্বয় থাকে। আমার আঁকা ছবিটি একটি নীল রঙের প্রজাপতি। যেটি দেখতে খুবই আর্কষনীয়।

ছবিটি আঁকার পরের অনুভূতি

ছবিটি এঁকে আমার অনেক ভালো লাগছে। এতো সুন্দর একটি ছবি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার আরো বেশি ভালো লাগছে। আশা করি আপনাদেরও আমার আঁকা ছবিটি ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণসমূহ

১.A4 সাইজের সাদা কাগজ
২.আর্ট পেনসিল
৩.রাবার
৪.কাটার
৫.কালো রঙের পেনসিল
৬.কমলা রঙের পেনসিল
৭.নীল রঙের পেনসিল
৮.হলুদ রঙের পেনসিল

ধাপগুলো নিচেয় পর্যায়ক্রমে দেওয়া হলো

প্রথম ধাপ

প্রথমে কাগজের উপর একটি আর্ট পেনসিল এর সাহায্যে প্রজাতির আকার দিবো। কাজটি ধীরে ধীরে সুন্দর ভাবে করতে হবে ঠিক নিচের আকা ছবিটির মতো করে।

1700412328251.jpg

দ্বিতীয় ধাপ

এখন প্রজাপতির সামনে মাথার উপরে লম্বা করে দুইটি দাগ দিবো এবং প্রজাপতির পাখনার ভিতর নিচের কয়েকটি ভাগে গোল হালকা লম্বা গোল আকৃতি করে আঁকবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

1700412409361.jpg

তৃতীয় ধাপ

এবার পজাপতির পাখনাগুলো আমার ছবিটির মতো করে আঁকবো। নিচে দেওয়া আমার আঁকা ছবিটির মতো করে।

1700412466905.jpg

চতুর্থ ধাপ

প্রজাপতিটি আঁকা সম্পন্ন হওয়ার পরে প্রজাতির নিচে একটি ফুলের কিছু অংশ এঁকে নিবো ঠিক আমার আঁকা ছবিটির মতো করে।

1700412533015.jpg

পঞ্চম ধাপ

ফুলটি সম্পূর্ণ আঁকবো এবং প্রজাপতির পায়ের অংশটুকু এঁকে নিবো। ঠিক নিচের দেওয়া আমার ছবিটির মতো করে।

IMG_20231119_225047.jpg

ষষ্ঠ ধাপ

এই পর্যায়ে প্রজাপতির ডানার বাইরের অংশে মোটা করে কালো রঙ দিয়ে এঁকে নিবো। নিচে আমার আঁকা ছবিটির মতো করে।

IMG_20231119_225114.jpg

সম্পূর্ণ কালো রঙ দেওয়ার পরের ছবি

IMG_20231119_225221.jpg

সপ্তম ধাপ

এই পর্যায়ে প্রজাপতির ডানাতে গাঢ় নীল দেওয়া শুরু করবো। ডানা গজানো স্থান থেকে এটি করতে হবে। আমার আঁকা ছবিটি নিচে দিলাম।

IMG_20231119_225253.jpg

অষ্টম ধাপ

নিচের ছবিটির মতো করে নীল রঙের কাজটি সম্পূর্ণ করবো।

IMG_20231119_225311.jpg

নবম ধাপ

প্রজাপতিটির ডানার উপরের অংশে গাঢ় নীল রঙের উপর হলুদ ও কমলা রঙ দিয়ে হালকা এঁকে নিবো ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231119_225348.jpg

দশম ধাপ

এই পর্যায়ে ফুলে রং করতে হবে। ফুলের ভিতরে হলুদ এবং ফুলের পাপড়িতে হালকা হলুদ রঙ করে নিবো। আমার আঁকা ছবিটির মতো করে।

IMG_20231119_225414.jpg

সর্বশেষ ধাপ

এই ধাপে ফুল এবং প্রজাপতির আঁকার কাজ সম্পূর্ণ হবে। এখন পাপড়িতে কমলা রঙ দিবো গাঢ় করে। ঠিক আমার আঁকা ছবিটির মতো করে এবং শেষ পর্যায়ে ছবিটি একদম পরিপূর্ণ লাগবে

IMG_20231119_225434.jpg

চূড়ান্ত ফলাফল

IMG_20231119_225951.jpg

আমার আঁকা ছবিটি আপনাদের ভালো লাগলে মন্তব্য করে জানাবেন।

AB
Categoryart
Artist@shimu12
Devicevivoy21t
Locationkhulna

ধন্যবাদ সবাই কে পোস্টটি পড়ার জন্য

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ! বেশ চমৎকার একটি আর্ট করেছেন। সত্যিই খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন এই আর্টটি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মন্তব্য এর জন্য।

This post has been upvoted through Steemcurator09


Team Newcomer- Curation Guidelines For November 2023
Curated by - @ashkhan

আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ফুলের পাপড়ি ও প্রজাপতি অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে যেনো সত্যি কারের ফুল আর প্রজাপতি।

ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য এর জন্য