How To Draw A Beautiful Monumented

in hive-170554 •  last year 

Hello everyone, I am @shimu12

From : #Bangladesh

IMG_20231207_182425.jpg

আসসালামু আলাইকুম। @স্টিমের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আমি আঁকাতে ভালোবাসি। আজ আমি আপনাদের সাথে আমার আঁকা অন্য একটি ছবি শেয়ার করবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

ছবিটি সম্পর্কে

ছবিটি একটি স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ বাংগালী জাতীর জন্য অতন্ত্য আবেগীয় এবং গুরুত্বপূর্ণ। স্মৃতিসৌধ বাংগালীর মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে নির্মান করা। স্মৃতিসৌধ বাংলাদেশের , রাজধানী ঢাকার সাভারর উপস্থিত। ১৯৭৮ সালে এটির কাজ শুরু হয় এবং ১৯৮২ সালে এটির কাজ সম্পূর্ণ হয়। স্মৃতিসৌধর নকশা এবং নির্মান করেছেন সৈয়দ মাইনুল হোসেন।

ছবিটি আঁকার পর আমার অনূভুতি

ছবিটি অতন্ত্য আবেগীয় । বাংলাদেশ দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর স্বাধীন হয়। ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। আর সকল শহীদের স্মরণে এই স্মৃতিসৌধ। আমি যখন ছবিটি আঁকি আমার মনে সকল শহীদের প্রতি অন্তর থেকে দোয়া আসে। ছবিটি আমার জন্য অনেক গর্বের।

প্রয়োজনীয় উপকরণ

১. A4 সাইজ সাদা কাগজ
২. পেনসিল
৩. রাবার
৪. কাটার
৫. স্কেল
৬. কালার পেনসিল বক্স

আঁকার ধাপগুলো পর্যায়ক্রমে

ধাপ:১

প্রথমে কাগজে ডট ডট করে অনেকগুলো ফোঁটা দিবো। তারপর উপরের ডট এর সাথে নিচের ডট মিলিয়ে দিবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231207_182526.jpg

ধাপ: ২

এবার নিচের ডট গুলোর সাথে উপরের ডট এর সমন্বয় করে হালকা বাঁকা করে এপাশ ওপাশে দাগ টেনে নিবো। আমার আঁকা ছবিটি নিচে দিলাম।

IMG_20231207_182627.jpg

ধাপ :৩

এবার একই ভাবে নিচের ডট এর সাথে উপরের ডট এর সমন্বয় করে বাকি স্তম্ভগুলো আকঁবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231207_182604.jpg

ধাপ:৪

এই পর্যায়ে স্মৃতিসৌধের স্তম্ভগুলো কালো রঙ দিয়ে স্পষ্ট করে এঁকে নিবো। তারপর প্রত্যেক টা স্তম্ভের সাথে ছোট করে ডাবল করে এঁকে নিবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

1701951552343.jpg

ধাপ :৫

এবার স্মৃতিসৌধের নিচের দাগগুলো জয়েন করে দিবো হালকা বাঁকা করে। তারপর সবথেক বড় স্তম্ভের মাঝে দুইটি ভাগ করে ত্রিভুজ আকৃতির মতো করে আঁকবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

1701951597818.jpg

ধাপ :৬

এরপর ছবিটির নিচে বাউন্ডারির মতো করে আঁকবো। তারপর স্কেল এর সাহায্যে দুর গ্রামের মতো করে এঁকে নিবো। স্মৃতিসৌধের পাশে একটি পতাকা এঁকে নিবো এবং অন্য পাশে একটি গাছ এঁকে নিবো ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

IMG_20231207_182457.jpg

ধাপ :৭

এবার গাছে রঙ করবো। প্রথমে গাছে সবুজ, কলাপাতা কালার এবং হলুদ রঙ এর সমন্বয় করে গাছের পাতাতে রঙ করবো। তারপর গাছের বডির অংশে বাদামী রঙ দিয়ে এঁকে নিবো এবং সূর্যের অংশে লাল এবং হলুদ রঙ করে নিবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে।

1701951719291.jpg

ধাপ:৮

এই পর্যায়ে গ্রামের দৃশ্যে রঙ করে নিবো। গাঢ় সবুজ রং দিয়ে রঙ করবো। আমার আঁকা ছবিটি নিচে দিলাম।

1701951774112.jpg

ধাপ:৯

দেখতে দেখতে ছবিটির শেষ পর্যায়ে চলে এসেছি, এখন ছবিটির আকাশে আকাশীরং এবং মাটির অংশে ঘাসের রঙ করে নিবো। ঠিক আমার আঁকা নিচের ছবিটির মতো করে এবং এটিই ছবির

চূড়ান্ত ফলাফল

IMG_20231207_182425.jpg

এটিই ছিলো আমার আঁকা আজকের ছবিটি । আশা করি আপনাদেরও ছবিটি ভালো লাগবে। ভালো লাগলে আপনার মূল্যবান মন্তব্য এর মাধ্যমে জানাবেন*

AB
Categoryart
Artist@shimu12
Devicevivoy21t

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Art 🥰🥰🥰

Thanks🥰🥰

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI8.3
Period2023-12-07
Resultclub5050

This post has been upvoted through -Steemcurator09.



Team Newcomer- Curation Guidelines For December 2023 Curated by - <@ashkhan>