Create by canva apps
অনেকদিন পরে আপনাদের মাঝে ফিরে এসেছি। আগের মতোই আমাকে সার্পোট করে, আমার পাশে থাকবেন আশা করি।
অনেক দিন থেকে পেশার লো,,এই ধরুন স্বাভাবিক ১২০/৮০ থাকবার কথা।আর সেখানে আমার পেশার থাকছে ৮০/৬০।এর মধ্যে আমার মন চাইছে শুধু বাহিরে যাই।আমার বাবার বাসায় আমার নিজ হাতে করা ছোট্ট বাগানটিতে হেটে বেড়াই।কিন্তু এমন অবস্থায় কেউ বাসা হতে বের হতে দিচ্ছে না।আর তারা ও বা কি ভাবে সম্মতি দিবে।আমি নিজেই তো বিছানা হতে উঠতে পারছিলাম না।
আলহামদুলিল্লাহ আজ আমার উনি পেশার মেপে দেখলো পেশার মোটামুটি ঠিক আছে। তবে বেটার লেভেল নয়।মাঝে মাঝে পেশার পাচ্ছিল না।সেটার হতে অনেকটা বেটার। আলহামদুলিল্লাহ ☺️
তাই আর দেরি না করে বাবার বাসায় আমার ছোট্ট বাগানটি ভ্রমণে চলে এলাম।অনেক দিন পরে বাবার বাসায় এসেছি। তাই বেশ ভালো লাগছে।এখানে আমার বাগানে কিছু গাছ আর ছোট একটি পুকুরে মাছ ছাড়া আমার বলতে আর কিছুই নেই।কারন এই বাসা ভাড়া দিয়ে দিয়েছে বাবা।তাই আর আগের মতো প্রশান্তি পাই না।তবে অনেক দিন পরে আমার গাছ গুলো দেখে ভালো ফিল করছিলাম।
আমার বাগানে অনেক গাছ রয়েছে।এই যেমন ধরুন, কামরাঙ্গা,দুই প্রজাতির বড়ই,দুই প্রজাতির ছবেদা ফল,আম,কাঠাল,পেপে,বাদাম,লেবু,তেতুল,নারকেল, পেয়ারা,মাল্টা,আরও অনেক ফল গাছ।আবার সাথে সবজি ও আছে,,বেগুন,বিষ ঝাল,কাচা ঝাল,দক্ষিণ অঞ্চলের অতি জনপ্রিয় একটি গাছ।যেটি বিশেষ করে গরুর মাংসের সঙ্গে রান্না করা হয়।আর এটি খাবারের স্বাদ কয়েকগুন বাড়িয়ে দেয়।হ্যা ঠিক ধরেছেন চুই জ্বাল। এই চুই ঝাল এর গাছ ও আছে আমার বাগানে।সাথে চার প্রকারের কচু।আরো অনেক গাছ।
এই হলো আমার গাছের পেঁপে।এই গাছে এই প্রথম ফল ধরেছে।আমি এই প্রথমই দেখলাম।বাবা যদিচ বলেছিলেন যে আমার গাছে পেপে ধরেছে।আমি ছিড়বো বলে বাবা কাউকে ছিড়তে দেয়নি। আমি প্রথমে পেপের সাইজ দেখে ভাবলাম ও আল্লাহ পেপে গাছে বাতাবি লেবু? এমন পেপে আমি কেন বাবাও আগে দেখেনি বলেছে।আমি এখান হতে ৩টি পেপে আমার শ্বাশুড়ির জন্য নিয়ে এসেছি।তারাও দেখে অবাক।এমন পেপে নাকি তারাও কেউ দেখেনি।সর্বপরি আমি খুবই খুশি।
এই হলো আমার চুই ঝাল গাছ।পান পাতার মতো যেটি দেখা যাচ্ছে এটি। গাছটি লতানো হয়।এটি অন্য গাছের কাছে রোপণ করলে ভালো হয়।কারন সহজেই অন্য গাছে এই গাছ উঠে যেতে পারে।আমার বাগানের সকল গাছে ছোট হবার কারনে।আমি অন্য কিছুর সাহায্য নিয়েছি।পাশেই যাকে দেখতে পাচ্ছেন। তিনিই আমার বাবা।
তারপর বাবার সাথে বাইরে এসে কিছু খেলাম।অন্য সবকিছুর ছবি তুলতে পারিনি।কারন বৃষ্টি হচ্ছিল।শুধু আমড়া মাখানো খেতে গিয়ে এই ছবিটি তুলতে পেরেছিলাম।তাই আপনাদের সাথে শেয়ার করলাম।
এই দিনটি সত্যি অনেক ভালো ছিলো। পরে আমার সে গিয়ে আমাকে নিয়ে এসেছে।
আপনাদের সবার দাওয়াত রইলো আমার বাগানের চুই ঝাল দিয়ে মাংস খাবার।চলে আসবেন।আমার কথা নয়,চুই ঝালের কথা মনে করে।☺️☺️
আপনাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
বৃষ্টির কারনে সবটা দেখাতে পারলাম না।তারপর ও জানাবেন আমার বাগান আপনাদের কেমন লেগেছে?বাগান করা আমার পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছে।ভবিষ্যৎ এ সুযোগ পেলে বড় করে বাগান করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। আপনাদের মূল্যবান কমেন্ট এর অপেক্ষায় আমি।
শুভেচছায়,
@sirinaa02
Hi, Greetings, Good to see you Here:)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit